West Bengal News Live: হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের কাছে হাজিরা, প্রায় ৫ ঘণ্টা পরে বেরোলেন পর্ষদ সভাপতি
West Bengal News Live Updates : বড়তলা থানা এলাকায় মহিলা খুনে গ্রেফতার মূল অভিযুক্ত, কালিম্পং থেকে গ্রেফতার করল পুলিশ।
LIVE
Background
কলকাতা: শুধু ভারতে নয়, রেশন দুর্নীতিতে (Ration Scam) অভিযুক্ত বাকিবুর রহমানের সম্পত্তি রয়েছে বিদেশেও, দাবি ইডি-র (ED)। সূত্রের খবর, দুবাইয়ে বাকিবুরের জোড়া ফ্ল্যাটের হদিশ। বিদেশে আরও কি সম্পত্তি? জিজ্ঞাসাবাদে প্রশ্ন ইডি-র।
একজোড়া ফ্ল্যাট কিনতে খরচ হয়েছে ৮ থেকে ১০ কোটি, খবর ইডি সূত্রের। কেন দুবাইয়ে ফ্ল্যাট? ছিল পালানোর পরিকল্পনা? প্রশ্ন ইডি আধিকারিকদের।
নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার। পার্থ সেনের পর সিবিআইয়ের জালে এস বসু রায় অ্যান্ড কোম্পানির কর্তা কৌশিক মাজি। চাকরির জন্য অযোগ্যদের তালিকা তৈরির অভিযোগ।
ঘুষ নিয়ে লোকসভায় আদানিদের নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ। তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে আনা বিজেপি সাংসদের অভিযোগ খতিয়ে দেখবে লোকসভার নীতি কমিতি। নির্দেশ দিলেন স্পিকার ওম বিড়লা।
চলতি বছরই উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শূন্যপদে নিয়োগ করতে চায় এসএসসি। কাউন্সেলিং শুরু করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে নিয়োগ হবে আদালতের নির্দেশের পর।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের গোপনীয়তা রক্ষা মামলায় অভিযুক্ত, সন্দেহভাজন বা সাক্ষীদের কোনও তথ্য প্রকাশ করা যাবে না। তল্লাশি অভিযানে নিয়ে যাওয়া যাবে না সংবাদমাধ্যমকে। তদন্তকারী সংস্থাগুলিকে এই মর্মে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
উপাচার্য পদ থেকে অবিলম্বে অপসারণ করা উচিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। মঙ্গলবার এমনই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। বিশ্বভারতীর এক অধ্যাপককে সার্ন-প্রজেক্টে কাজ করতে না দেওয়ার অভিযোগ নিয়েই মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
পুজোর আগে কৃষকদের পরিত্রাণে এগিয়ে এল রাজ্য সরকার। শস্য বিমা খাতে কৃষকদের প্রিমিয়ামের টাকা মিটিয়ে দিল রাজ্য। মঙ্গলবার এই ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তিনি জানিয়েছেন, অনাবৃষ্টিতে ধান রোপণ করতে পারেননি যে সমস্ত কৃষকরা, তাঁদের জন্য ১৯৭ কোটি টাকা কোষাগার থেকে দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের ২ লক্ষ ৪৬ হাজার কৃষক তাতে উপকৃত হবেন।
মঙ্গলবার ট্যুইটারে এই ঘোষণা করেন মমতা। তিনি লেখেন, "বাংলার ২ লক্ষ ৪৬ হাজার কৃষক, অনাবৃষ্টিতে যাঁরা ধান রোপণ করতে পারেননি, তাঁদের ১৯৭ কোটি টাকা মিটিয়ে দিচ্ছি আমরা।" বাংলা শস্য বিমা (BSB) প্রকল্পের আওতায়, কৃষকদের প্রিমিয়াম মেটাতে এই টাকা দেওয়ার কথা জানিয়েছেন মমতা। শুধু তাই নয়, এই প্রকল্প যে পুরোপুরি রাজ্য সরকারের শস্য বিমা প্রকল্প, সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। (Bangla Shasya Bima)
এদিন মমতা জানিয়েছেন, রাজ্য সরকারই প্রিমিয়ামের পুরো টাকা দিয়ে দিচ্ছে। কৃষকদের কিছু দিতে হবে না। ২০১৯ সালে নিরীক্ষার পর থেকে এখনও পর্যন্ত রাজ্য সরকার ২৪০০ কোটি টাকা জমা দিয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে বাংলার ৮৫ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন বলেও জানান মমতা। ফলে প্রিমিয়ামের টাকা না দিয়েও ক্ষতিপূরণ পাবেন কৃষকরা।
West Bengal News Live: হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের কাছে হাজিরা, প্রায় ৫ ঘণ্টা পরে বেরোলেন পর্ষদ সভাপতি
হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের কাছে হাজিরা, প্রায় ৫ ঘণ্টা পরে বেরোলেন পর্ষদ সভাপতি। হাইকোর্ট আসতে বলেছিল, যা জানতে চেয়েছিল, বলেছি: প্রাথমিক পর্ষদ সভাপতি। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, ডেপুটি সেক্রেটারি ও এক কর্মীকে জিজ্ঞাসাবাদ। ওএমআর কারচুপি মামলায় সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
West Bengal News Live Updates: পুজোর মধ্যেই ফের শ্যুটআউট, হাবড়ার গৌড়বঙ্গ রোডে বস্ত্র ব্যবসায়ীকে গুলি
পুজোর মধ্যেই ফের শ্যুটআউট। হাবড়ার গৌড়বঙ্গ রোডে বস্ত্র ব্যবসায়ীকে গুলি। দোকান বন্ধ করে ফেরার পথে বস্ত্র ব্যবসায়ীকে গুলি। ব্যবসায়ীকে গুলি করে টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা। বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ব্যবসায়ী। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি হাবড়া থানার পুলিশের।
West Bengal News Live: সাড়ে ৪ ঘণ্টা পার, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
সাড়ে ৪ ঘণ্টা পার, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে জিজ্ঞাসাবাদ সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, ডেপুটি সেক্রেটারি ও এক কর্মীকে জিজ্ঞাসাবাদ
West Bengal News Live Updates: দেড় ঘণ্টার মধ্যে মুদিয়ালিতে গাড়ির কাচ ভেঙে চুরির কিনারা
দেড় ঘণ্টার মধ্যে মুদিয়ালিতে গাড়ির কাচ ভেঙে চুরির কিনারা করল পুলিশ। গতকাল রাতে নরেন্দ্রপুরের বাসিন্দা দেবলীনা বিশ্বাস, মুদিয়ালিতে ঠাকুর দেখতে যান। তাঁর দাবি, পার্কিংয়ে গাড়ি রেখেছিলেন। ফিরে দেখেন গাড়ির পিছনের কাচ ভেঙে ব্যাগ-মোবাইল চুরি করা হয়েছে। ব্যাগে ৫-৬ লক্ষ টাকার গয়না ছিল বলে দাবি অভিযোগকারিণীর। এরপর, হান্ড্রেড ডায়ালে ফোন করে অভিযোগ জানান তিনি। দেড় ঘণ্টার মধ্যে একজনকে গ্রেফতার এবং এক জনকে আটক করে টালিগঞ্জ থানার পুলিশ। ধৃতের থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে।
West Bengal News Live: জলপাইগুড়ি জোড়া আত্মহত্যা মামলায় তৃণমূল নেতার জেল হেফাজত
জলপাইগুড়ি জোড়া আত্মহত্যা মামলায় ধৃত সৈকত চট্টোপাধ্যায়ের জেল হেফাজত। জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের ১৪ দিনের জেল হেফাজত। নির্দেশ দিল জলপাইগুড়ি মুখ্য বিচারবিভাগীয় আদালত।