West Bengal News Live Updates: নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়, কোথায় রয়েছেন পরেশ অধিকারী?
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের চটজলদি আপডেট
LIVE
Background
- এক নজরে এই মুহূর্তের শিরোনাম (Headlines)
- একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগেও সিবিআই (CBI) । মৌখিক পরীক্ষা না দিয়েই কীভাবে মেয়ের চাকরি? মন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদের নির্দেশ হাইকোর্টের (High Court) ।
- মেয়ের নিয়োগে দুর্নীতির অভিযোগ। শিক্ষা প্রতিমন্ত্রীকে সরাতে রাজ্যপাল-মুখ্যমন্ত্রীকে সুপারিশ হাইকোর্টের (High Court)। সিবিআই তদন্তের নির্দেশ।
- হাইকোর্টের নির্দেশের পরেই মেয়েকে নিয়ে কলকাতা আসছেন পরেশ অধিকারী (Paresh Adhikari)। ফোন করেও যোগাযোগ করতে না পারার দাবি সিবিআই সূত্রে।
- পৌঁছতে হবে দুর্নীতির শিকড়ে। পুলিশ নয়, সিবিআইতেই আস্থা রেখে মন্তব্য হাইকোর্টের। নিজাম প্যালেসে হাজির হতে শিক্ষা প্রতিমন্ত্রীকে নির্দেশ।
- আইন মেনে অভিযান হয়নি আনিসের বাড়িতে, হাইকোর্টে মানল রাজ্য। খুনের উদ্দেশ্য নিয়ে পুলিশ যায়নি, বাবাও প্রত্যক্ষদর্শী নয় বলে দাবি।
- রাজনৈতিক প্রভাবমুক্ত হলে আমাদের তদন্তকারীরা পৃথিবী-শ্রেষ্ঠ হতেন। আনিস-মামলায় ( Anish Khan) মন্তব্য হাইকোর্টের। মানুষের মনে আস্থা অর্জনের পরামর্শ।
- বারবার সিভিক ভলান্টিয়ারদের নিয়ে বিতর্ক। আনিস মামলার শুনানিতে নিয়োগই বন্ধ রাখার পক্ষে ব্যক্তিগত মত অ্যাডভোকেট জেনারেলের।
- দুইদিন পার, ব্যারাকপুর শ্যুটআউটে এখনও দুষ্কৃতীরা অধরা। ৩জন নয়, আরও হামলাকারী থাকার সন্দেহ। নিরাপত্তা নিয়ে শঙ্কায় স্থানীয়রা।
- বাংলায় বেআইনি অস্ত্রের রমরমা। বিহারের ঘাড়ে দায় ঠেললেন মুখ্যমন্ত্রী। আটকাচ্ছেন না কেন? প্রশ্ন দিলীপের।
- পল্লবীর রহস্যমৃত্যু, রাতভর জেরার পরে লিভ ইন পার্টনার সাগ্নিক গ্রেফতার। অ্যাকাউন্ট থেকে মোটা টাকা ট্রান্সফারের অভিযোগে এখনও ধোঁয়াশা।
- ছাত্র তাণ্ডবের মুখেও আজ অফলাইনেই পরীক্ষা রবীন্দ্রভারতীতে। অনলাইনের দাবিতে লাথি মেরে উপাচার্যের ঘরের দরজা ভাঙার চেষ্টা। ডাকতে হল পুলিশ।
- ক্যাম্পাসে গিয়ে বিক্ষোভ, তাও অফলাইনে নারাজ! দীর্ঘক্ষণ আলিয়ার ডিন ঘেরাও। বিক্ষোভ বোলপুর, বর্ধমান থেকে উত্তরবঙ্গেও।
- পরোয়ানা ছাড়া কি ভাবে বিরোধী দলনেতার অফিসের তল্লাশি? হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু। মামলা দায়েরের অনুমতি। কাল শুনানি।
- কয়লাপাচারকাণ্ডে সুপ্রিম কোর্টে অভিষেক-রুজিরার আপাতত স্বস্তি। দিল্লি নয়, আগাম নোটিস দিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে কলকাতাতেই। ইডিকে নির্দেশ।
- স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্বেও রোগী ফেরালে সঙ্গে সঙ্গে এফআইআর। মেদিনীপুরে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর।
- আজ মেদিনীপুরে মমতার কর্মিসভা। বিকেলে ঝাড়গ্রামে প্রশাসনিক সভা। আজ কেশিয়াড়িতে আরএসএস প্রশিক্ষণ শিবিরে মোহন ভাগবত।
- রাজ্যে ফের শ্যুটআউট। নাকাশিপাড়ায় গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী, ভর্তি হাসপাতালে। ছিনতাইয়ের উদ্দেশ্যে গুলি, অনুমান পুলিশের। অভিযুক্তদের খোঁজে তল্লাশি।
- বিজয়গড়ে একাকী ব্যক্তির রহস্যমৃত্যু। ঘরের মেঝেতে রক্তের দাগ, কম্বলে মোড়া মৃতদেহ উদ্ধার। খুন বলে সন্দেহ পরিবারের। ল্যাপটপ, ফোন চুরির অভিযোগ।
- সিএবি-ঋদ্ধিমান সাহা বিতর্ক তুঙ্গে। অভিমানে বাংলা ছাড়তে চান ঋদ্ধি। সিএবি প্রেসিডেন্টকে ফোন করে চাইলেন এনওসি। মন্তব্য নারাজ সিএবি।
- এসএসসি-র গ্রুপ সি ও ডি নিয়োগ-দুর্নীতি মামলার ভবিষ্যৎ কী ? আজ সবার নজর হাইকোর্টের রায়ের দিকে।
West Bengal News Live: পার্থ চট্টোপাধ্যায়কে প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ
SSC-মামলায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, উপদেষ্টা কমিটি তৈরি, শিক্ষক নিয়োগ, আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে একাধিক প্রশ্ন করা হয়। উপদেষ্টা কমিটির সদস্যদের সঙ্গে তাঁর বক্তব্য মিলিয়ে দেখা হবে বলে সিবিআই সূত্রে দাবি।
WB News Live Update: কালই সিবিআইয়েরকাছে হাজিরা দিতে চান অনুব্রত
কালই সিবিআইয়ের (CBI) কাছে হাজিরা দিতে চান অনুব্রত (Anubrata Mondal)। সকাল সাড়ে ১০টায় সিবিআইয়ের কাছে হাজিরা দিতে চান তিনি। আইনজীবীর মাধ্যমে সিবিআইয়ের কাছে এমনই আবেদন জানালেন অনুব্রত মণ্ডল।
West Bengal News Live: কালই সিবিআইয়ের কাছে হাজিরা দিতে চান অনুব্রত
কালই সিবিআইয়ের কাছে হাজিরা দিতে চান অনুব্রত। সকাল সাড়ে ১০টায় সিবিআইয়ের কাছে হাজিরা দিতে চান অনুব্রত। আইনজীবীর মাধ্যমে সিবিআইয়ের কাছে আবেদন অনুব্রত মণ্ডল।
WB News Live Update: এসএসসি মামলায় নাটকীয় মোড়, বেনজিরভাবে রাতেই শুনানি
এসএসসি মামলায় নাটকীয় মোড়, বেনজিরভাবে রাতেই শুনানি। কিছুক্ষণের মধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানি। নথি নষ্টের আশঙ্কায় ফের হাইকোর্টে এসএসসির চাকরিপ্রার্থীরা। অবিলম্বে সিআরপিএফ মোতায়েন করে নথি সংরক্ষণের আবেদন
West Bengal News Live: নিজাম প্যালেসে সাড়ে ৩ ঘণ্টা ধরে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, পার্থকে সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদ। নিজাম প্যালেসে সাড়ে ৩ ঘণ্টা ধরে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ