West Bengal News Live: ৩টি হাসপাতাল ঘুরে শেষপর্যন্ত রোগীকে ভর্তি করতে করতেই লেগে গেল ৩৫ ঘণ্টা!
বীরভূমে ফের বিক্ষোভের মুখে 'দিদির দূত'
LIVE
Background
নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) শান্তনুর সাম্রাজ্যে ইডির অভিযান। বলাগড়ে গঙ্গার পাড়ে বিলাসবহুল গেস্ট হাউস থেকে ব্যান্ডেলের প্রাসাদোপম বাড়ি, চুঁচুড়ার ফ্ল্যাটে তল্লাশি।
বলাগড়ের (Balagarh) বেতাজ বাদশা শান্তনুর একের পর এক প্রকল্পের সঙ্গে যুক্ত। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ঘনিষ্ঠ প্রোমোটার আটক। সল্টলেকের ফ্ল্যাটেও ইডির তল্লাশি।
হুগলি (Hooghly) জেলা পরিষদের কর্মাধ্যক্ষের চারপাশে থাকত সশস্ত্র শাগরেদ! গান পয়েন্টে জমি দখলের অভিযোগ স্থানীয়দের।
ইডির (ED) নজরে শান্তনুর স্ত্রী ও কুন্তলের পার্টনারশিপ সংস্থা। নিয়োগ দুর্নীতির টাকাতেই কি অগাধ সম্পত্তি? মুখে কুলুপ স্ত্রীর।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি পার্থকে (Partha Chatterjee) বিধায়ক পদ থেকে সরানোর দাবি। বেহালায় পথে নামল বামেরা (Left)। স্টান্টবাজির পলিটিকস, কটাক্ষ তৃণমূলের।
গোপাল-তাপস বর্ণিত কালীঘাটের কাকু (Kalighat) সুজয়কৃষ্ণ ভদ্রকে ফের তলব সিবিআইয়ের (CBI)। সোমবার সকাল সাড়ে ১০টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ।
আসানসোল (Asansol) কম্বলকাণ্ডে নয়ডায় (Noida) গ্রেফতারি বিজেপি (BJP) নেতা জিতেন্দ্র তিওয়ারি। অনিচ্ছাকৃত খুন, খুনের চেষ্টার ধারায় মামলা। রাতেই নিয়ে আসা হল আসানসোল নর্থ থানায়। আজ পেশ করা হবে আদালতে।
ডিএ-র (DA) ধর্নামঞ্চেই আক্রান্ত আইএসএফ (ISF) বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। হামলাকারী গ্রেফতার। সংখ্যালঘুদের জন্য় কী করছেন বলেই নৌশাদকে ধাক্কা এক ব্যক্তির।
গরুপাচারের (Cow Smuggling Case) কালো টাকা কীভাবে সাদা? ইডির নজরে কেষ্টর রাঁধুনি বিজয়ের অ্যাকাউন্টে প্রায় ৬০ লক্ষ টাকার লেনদেন। কিছুই জানা নেই বলে জিজ্ঞসাবাদে দাবি।
এবার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ইউনিফর্মেও কাটমানি, অভিযোগ তুলে ট্যুইট শুভেন্দুর। আগের রাজ্যপালের মতো আচরণ, পাল্টা কটাক্ষ দেবাংশুর।
সাগরদিঘিতে জোটের জয়ের ফের মুর্শিদাবাদ (Murshidabad) তৃণমূলে ধাক্কা। বহরমপুর, খড়গ্রামে বহু কর্মী-সমর্থকের কংগ্রেসে যোগ। শেষের শুরু, দাবি অধীরের। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল (TMC)।
WB News Live: ৩টি হাসপাতাল ঘুরে শেষপর্যন্ত রোগীকে ভর্তি করতে করতেই লেগে গেল ৩৫ ঘণ্টা!
কড়া বার্তাই সার। সারছে না সরকারি হাসপাতালের রেফার রোগ! কলকাতা মেডিক্যাল, বাঙুর ইন্সস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস, এসএসকেএম, ৩টি হাসপাতাল ঘুরে শেষপর্যন্ত রোগীকে ভর্তি করতে করতেই লেগে গেল ৩৫ ঘণ্টা! এমনই অভিযোগ বীরভূমের নানুরের এক সঙ্কটাপন্ন রোগীর পরিজনদের। বছরখানেক আগে সৌদি আরবে পথ দুর্ঘটনার শিকার হন নানুরের বাসিন্দা, বছর ছাব্বিশের মণিরুদ্দিন। সেখানে ঠিকমতো চিকিৎসা হয়নি বলে অভিযোগ পরিবারের। বহু টানাপোড়েনের পর গতকালই কলকাতা আনা হয় মণিরুদ্দিনকে। এদিন ২ সরকারি হাসপাতাল রেফার করার পর এসএসকেএমও ভর্তি নিতে না চাইলে, পরিবার মণিরুদ্দিনকে জরুরি বিভাগেই রাখার সিদ্ধান্ত নেয়। অর্ধ অচৈতন্য মণিরুদ্দিনের পরিবারের দাবি, ভর্তি তো দূরঅস্থ, নূন্যতম চিকিৎসাও হয়নি কোনও হাসপাতালে। বিস্তর টানাপোড়েনের পরে, ররিবার রাত ৯টার সময় ওই রোগীকে ভর্তি নেয় এসএসকেএম কর্তৃপক্ষ।
WB News Live Updates: আজ থানায় যাওয়ার অধিকার আছে বাংলার মানুষের, ২০১১-র আগে হলে...বামেদের নিশানা কল্যাণের
'কেউ দোষ করলে আজ থানা পর্যন্ত যাওয়ার অধিকার আছে। ইডি পর্যন্ত যাওয়ার অধিকার আছে। বাংলার মানুষের আজ কথা বলার অধিকার আছে। ২০১১-র আগে কথা বললে ডেডবডি পড়ে যেত। গ্রাম বাংলায় কথা বলতে গেলে মেরে শেষ করে দিত', বৈদ্যবাটির সভা থেকে বামেদের নিশানা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
WB News Live:শিশুমৃত্যু ঘিরে উত্তেজনা বি সি রায় হাসপাতালে
শিশুমৃত্যু ঘিরে উত্তেজনা বি সি রায় হাসপাতালে। চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ পরিবারের। হাসপাতাল চত্বরে বিক্ষোভ, সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।
Panchayat Elections 2023: জেলাশাসক হবেন পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক, কড়া নির্দেশিকা রাজ্য নির্বাচন কমিশনের
শুধুমাত্র জেলা পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক নিয়োগ করবেন প্রিসাইডিং অফিসারকে। জেলাশাসক হবেন পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক। শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পৌরসংস্থার কর্মচারীদের নিয়েই ভোটগ্রহণের দল গঠন। প্রার্থী বা নির্বাচনে অংশগ্রহণকারী কাউকে ভোটদানকারী দলের সদস্য হিসাবে নিয়োগ নয়। যে ব্লক এলাকায় নির্বাচন, সেই অঞ্চলের আবাসিক ঠিকানার ভোটদানকারী দলের সদস্য রাখা যাবে না। পঞ্চায়েত নির্বাচন পরিচালনা নিয়ে কড়া নির্দেশিকা রাজ্য নির্বাচন কমিশনের।
WB News Live:বাংলার শিক্ষিকাকে বরখাস্ত করার নোটিস দিতে গিয়ে বিতর্কে জড়াল আড়িয়াদহর হোলি চাইল্ড স্কুল
স্কুলে বাংলা ভাষার পড়ুয়াই নেই। তাই বাংলার শিক্ষিকাকে বরখাস্ত করার নোটিস দিতে গিয়ে বিতর্কে জড়াল আড়িয়াদহর হোলি চাইল্ড স্কুল। নোটিসে লেখা হয়- বাংলা ভাষা প্রায় অস্তিত্বহীন। স্কুল কর্তৃপক্ষের দাবি, ভুলবশত ওই লাইন থেকে একটি শব্দ বাদ পড়ে যায়। পরে সংশোধন করে চিঠি পাঠানো হয়েছে শিক্ষিকাকে।