WB News Live: ফের রাজ্যে চিকেন পক্সে আক্রান্তের মৃত্যু, বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু বীজপুরের বাসিন্দার
West Bengal News : জেলা জেলা থেকে গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
LIVE
Background
দ্বিতীয়বার বিজেপির (BJP) সভাপতি হয়েই বঙ্গ সফরে নাড্ডা (JP Nadda)। ইসকন মন্দির হয়ে জনসভা করবেন নদিয়ার বেথুরাডহরিতে। পরিযায়ী পাখি বলে কটাক্ষ তৃণমূলের।
নতুন রাজ্যপালকে ম্যানেজ করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। উপাচার্যদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)। মানছেন ম্যানেজ করেছিলেন ধনকড়কে, পাল্টা তৃণমূল।
তৃণমূল চাইলেও অনৈতিক কাজে সমর্থন করবেন না রাজ্যপাল। সেরকম হলে নালিশ জানানো হবে বলেও মন্তব্য শুভেন্দুর। পাশে না দাঁড়ালেই খারাপ? খোঁচা ফিরহাদের।
সরস্বতী পুজোয় (Saraswati Puja) এবার রাজ্যপালের 'হাতেখড়ি'। আমন্ত্রিতদের তালিকায় মুখ্যমন্ত্রী, মন্ত্রী-সাংসদ থেকে বিচারপতিরা। রাজভবনেই খুদে পড়ুয়ার হাত ধরে হাতেখড়ি।
'কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া', মেঘালয়ের সভা থেকে আক্রমণে অভিষেক। পাল্টা তৃণমূল-বিজেপির আঁতাঁতের অভিযোগ অধীরের। মেঘালয় থেকে দুর্নীতিগ্রস্ত সরকারকে সরাতে হলে একমাত্র বিকল্প তৃণমূল। বিজেপি-এনপিপি-কে উৎখাতের ডাক হুঙ্কার মমতার।
মন্ত্রী সুব্রত সাহার মৃত্যু, ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে উপনির্বাচন। একইদিনে মেঘালয়-নাগাল্যান্ডে ভোট। ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় (Tripura Election) নির্বাচন। ২ মার্চ গণনা।
মাধ্যমিকের (Madhyamik Exam) ইতিহাস পরীক্ষার দিনই সাগরদিঘির উপনির্বাচন। গণনার দিন মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত, জানাল পর্ষদ।
বাংলায় আবাস-তালিকায় বিহারের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের নাম! মালদায় (Malda) রতুয়ায় তদন্তে গিয়ে হতবাক কেন্দ্রীয় দল।
আবাসে দুর্নীতির (Awas Yojana Scam) তদন্তে গিয়ে হরিশ্চন্দ্রপুরে ক্ষোভের মুখে কেন্দ্রীয় দল। ১০০ দিনের কাজে বকেয়ার দাবিতে খড়গপুরে তৃণমূল নেতার নেতৃত্বে বিক্ষোভ।
১০-১৫ লক্ষ জব কার্ডই জাল! কোথায় গেল কেন্দ্রের টাকা? সিবিআই (CBI) তদন্ত দাবি শুভেনদুর। জনবিচ্ছিন্ন হয়ে শুধুই এজেন্সি নির্ভর, পাল্টা কটাক্ষ তৃণমূলের।
নিয়োগ দুর্নীতি নিয়ে কী বলছেন নোবেলজয়ীরা? অমর্ত্য, অভিজিৎ বিনায়কদের দৃষ্টিভঙ্গি কী? বিকাশের সঙ্গে আলাপচারিতায় জানার ইচ্ছাপ্রকাশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
দিকে দিকে ক্ষোভের মুখে দিদির দূত। খড়দায় মন্ত্রীর কাছে তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ। দত্তপুকুরে ক্ষোভের মুখে সৌগত। শালবনিতে জুন। ধূপগুড়িতে খগেশ্বর।
বাবা প্রধান শিক্ষক। জালিয়াতি করে মুর্শিদাবাদে সেই সকুলেই শিক্ষক ছেলে! সিবিআই চান মামলাকারী। তদন্ত করবেন কিনা, জানতে ডিআইজি-সিআইডিকে কাল তলব হাইকোর্টের।
বড়বাজারের পর এবার বউবাজার। কলকাতায় ফের বান্ডিল বান্ডিল নোটের হদিশ।ব্যাগভর্তি ৫০ লক্ষ টাকা-সহ গ্রেফতার ২। হাওয়ালার কিনা, তদন্তে পুলিশ।
একেনবাবুর স্রষ্টার অস্বাভাবিক মৃত্যু। ফ্ল্যাটের দরজা ভেঙে সুজন দাশগুপ্তর মৃতদেহ উদ্ধার পুলিশের। হৃদরোগে মৃত্যু, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অনুমান।
WB News Live: ফের রাজ্যে চিকেন পক্সে আক্রান্তের মৃত্যু
ফের রাজ্যে চিকেন পক্সে আক্রান্তের মৃত্যু, বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু বীজপুরের বাসিন্দার। এক সপ্তাহে বেলেঘাটা আইডি-তে ৩ জন চিকেন পক্স আক্রান্তের মৃত্যু। ১৪ জানুয়ারি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি বীজপুরের বাসিন্দা
West Bengal News Live: উপনির্বাচনের জন্য মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন বদল
উপনির্বাচনের জন্য মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন বদল। সুব্রত সাহার মৃত্যুতে ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে বিধানসভা উপনির্বাচন। ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচনের জন্য মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন বদল। ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ হবে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা।
WB News Live: রামনাম করলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা
'দিদির দূত' কর্মসূচীতে গিয়ে গ্রামের আটচালায় বসে বয়স্কা মহিলাদের সাথে রামনাম করলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিজেপির চাপেই এখন রামনাম করতে বাধ্য হচ্ছে তৃণমূল কটাক্ষ বিজেপি সাংসদের।
West Bengal News Live: মিঠুন নিয়ে বিস্ফোরক ফিরহাদ
যোগাযোগ নিয়ে দাবি-পাল্টা দাবির মধ্যে এবার মিঠুন নিয়ে বিস্ফোরক ফিরহাদ। আমার সঙ্গেও যোগাযোগ রাখছেন মিঠুন, এবার বিস্ফোরক দাবি ফিরহাদের। তৃণমূলের ২১জন বিধায়ক সরাসরি যোগাযোগ রাখছেন, দাবি করেছিলেন মিঠুন। 'দিদি যাতে রেগে না যান, তার জন্য আমার সঙ্গে যোগাযোগ রাখছেন মিঠুন'। 'ফাঁকা আওয়াজ দিচ্ছেন মিঠুন, তৃণমূলের সঙ্গে গণ্ডগোল চান না মিঠুন'। 'নিজেই বলছেন যাতে তৃণমূল না রেগে যায়, কিছু কারণে বিজেপিতে গেছেন, ব্যক্তিগত ব্যাপার'। মিঠুন নিয়ে এমনই দাবি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। কী প্রমাণ আছে, এসব বলে প্রচারের আলোয় আসার চেষ্টা, পাল্টা কটাক্ষ শুভেন্দুর।
WB News Live: বকেয়া ডিএ নিয়ে প্রশ্ন তোলায় শাসকের কোপে প্রধান শিক্ষক!
বকেয়া ডিএ নিয়ে প্রশ্ন তোলায় শাসকের কোপে প্রধান শিক্ষক! 'দিদির দূত' মালা রায়কে বকেয়া ডিএ নিয়ে প্রধান শিক্ষকের প্রশ্ন। প্রশ্ন তুলতেই বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। প্রশ্নকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার দাবি তৃণমূল নেতার । দেরিতে আসা থেকে মিড ডে মিল চুরির একাধিক অভিযোগ তৃণমূলের। ডিএ নিয়েই বেশি ব্যস্ত, প্রশ্নকারী প্রধান শিক্ষক নিয়ে অভিযোগ সাংসদেরও। শোকজ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতার।