West Bengal News Live Updates: রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ৯৫টি নতুন পদ,দলের নেতাদের শান্তিপূর্ণ অবস্থানে বসার নির্দেশ মমতার
WB News Live : রাজ্যের বিভিন্ন প্রান্তের খবরের আপডেটে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নতুন প্রধান বিচারপতি (New Chief Justice) হলেন টিএস শিবজ্ঞানম। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি শিবজ্ঞানম। 'সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার পরে রাষ্ট্রপতির সম্মতি। বিচারপতি টিএস শিবজ্ঞানমকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগে সম্মতি রাষ্ট্রপতির', ট্যুইট করে জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু।
তৃণমূল সাংসদ (TMC MP) অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) বিরুদ্ধে CBI তদন্ত চেয়ে, হাইকোর্টে ধাক্কা গেলেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। ওই মামলা জনস্বার্থ মামলা হিসাবে গণ্য হওয়া উচিত। বললেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে যাওয়ার পরামর্শ দিলেন তিনি। হাইকোর্টকে ধন্যবাদ। বললেন অপরূপা।
দাড়িভিটে গুলিতে (Daribhit Shootout) ২ ছাত্রের মৃত্যু, প্রশ্নের মুখে রাজ্য মানবাধিকার কমিশন। 'গোটা ঘটনায় নিজেদের নিরাপদ দূরত্বে সরিয়ে রেখেছে কমিশন, দূর থেকে গোটা ঘটনা দেখছে রাজ্য মানবাধিকার কমিশন,' কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। '২০২০ সাল থেকে কমিশনের সদস্য ছিল না বলে দাবি করা হচ্ছে, ২০১৮ থেকে ২০১৯ পর্যন্ত ছিল, সেই সময় কি করেছে রাজ্য কমিশন?' রাজ্য মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন হাইকোর্টের।
তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভার চেয়ারপার্সনের বিরুদ্ধে টেন্ডার-দুর্নীতির অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্য়োতি তিওয়ারি। পুরপ্রধানের বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও সমস্ত অস্বীকার করেছেন পুরপ্রধান। পাল্টা তরুণজ্য়োতির বিরুদ্ধে ১ কোটি টাকার মামলা দায়ের করেছেন বলে দাবি পুরপ্রধানের।
তৃণমূলের বিক্ষোভের মুখে তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। হলদিয়ায় মে দিবসের অনুষ্ঠান শেষে বিক্ষোভের মুখে আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি। কাজের দাবিতে বিক্ষোভ, সরকারি জব ওয়েব পোর্টালে আবেদন করেও ডাক মিলছে না ইন্টারভিউতে বলে অভিযোগ।
WB News LIVE Updates: 'জোট'-তরজা
শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে একাই জয় পেল কংগ্রেস। হারতে হল তৃণমূল ও সিপিএম পন্থীদের জোটকে। আর এই নিয়ে পুরোনো দুই জোট সঙ্গী কংগ্রেস-সিপিএমের মধ্যে তুঙ্গে উঠেছে তরজা। যদিও বার অ্যাসোসিয়েশনের ভোটে জোটকে অরাজনৈতিক বলে দাবি করেছে তৃণমূল।
West Bengal News Live Updates: হেফাজতে মৃত্য়ু-তরজা
পুলিশ হেফাজতে গড়িয়ার যুবকের মৃত্যুর প্রতিবাদে আজ সভা করল কংগ্রেস। ঘোলা জলে মাছ ধরার চেষ্টা বলে, কটাক্ষ করেছে তৃণমূল। যুবকের মৃত্যুর তদন্তে আজ নরেন্দ্রপুর থানায় আসেন জাতীয় তফশিলি কমিশনের সদস্যরা।
WB News LIVE Updates: তেভাগার শহিদ পরিবারের সঙ্গে আলাপচারিতাতেও আবাস প্রশ্নের মুখে অভিষেক
তেভাগার শহিদ পরিবারের সঙ্গে আলাপচারিতাতেও আবাস প্রশ্নের মুখে অভিষেক। 'কেন বাড়ি পাচ্ছি না? কবে পাওয়া যাবে? জাতিগতশংসাপত্র কেন পেলাম না। ১০০ দিনের কাজের টাকা কবে মিলবে?' অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সামনে পেয়ে প্রশ্ন শহিদ পরিবারের। দিল্লি টাকা দিচ্ছে না, পাল্টা দাবি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের
West Bengal News Live Updates: পরিবহণ দফতরের ইন্সপেক্টর পদের নিয়োগেও ভুল-প্রশ্ন!
পরিবহণ দফতরের ইন্সপেক্টর পদের নিয়োগেও ভুল-প্রশ্ন! কতগুলি শূন্যপদ? ৫জুনের মধ্যে রাজ্যের কাছে জানতে চাইল হাইকোর্ট। পরিবহণ দফতরের নন টেকনিক্যাল ইন্সপেক্টর পদের নিয়োগে ২০১৯-এ পরীক্ষা। ৫টি প্রশ্নে ভুল থাকার অভিযোগে আদালতে মামলা পরীক্ষার্থীর। এরপরেই বিশেষ কমিটি গঠন করে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ কোর্টের। ৫টির মধ্যে ৩টি প্রশ্নের উত্তর ভুল, জানিয়ে দেয় কমিটি । ৩টি প্রশ্নের জন্য বাড়তি নম্বর পেলে চাকরি পাওয়ার দাবি মামলাকারীর
WB News LIVE Updates: ময়নায় বিজেপি নেতা খুনে কড়া বার্তা রাজ্যপালের
'কোনও অবস্থাতেই হিংসা বরদাস্ত নয়', ময়নায় বিজেপি নেতা খুনে কড়া বার্তা রাজ্যপালের