West Bengal News Live: বরানগরে BJP-র মণ্ডল সভাপতিকে ধারাল অস্ত্রের 'কোপ',অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একনজরে
LIVE
Background
গ্রেফতার যাদবপুরের (Jadavpur University student death) আরও ১ প্রাক্তনী। ছাত্রমৃত্যুর রাতে পুলিশকে হস্টেলে (JU Hostel) ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। ধৃতের সংখ্যা বেড়ে ১৩।
ফের গ্রেফতার প্রাক্তনী
কাদের নির্দেশে পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা? কার ফোনে বিক্রমগড়ের ভাড়া বাড়ি থেকে হস্টেলে ছুটে এসেছিলেন জয়দীপ? জানতে চায় পুলিশ।
কার ফোনে হস্টেলে?
ছাত্রমৃত্যুর ৯ দিনের মাথায় নতুন অন্তর্বর্তী উপাচার্য পেল যাদবপুর। (Jadavpur University) বিশ্ববিদ্যালয়েরই অঙ্কের অধ্যাপক বুদ্ধদেব সাউয়ের নামে রাজভবনের সিলমোহর।
সিসিটিভিতে সায় যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যের।
যাদবপুরকাণ্ডে ধৃত ৩ ছাত্রের পুলিশ হেফাজত। এরা সফল অপরাধী কিন্তু ব্যর্থ অভিনেতা। সওয়াল সরকারি আইনজীবীর।
র্যাগিংয়ের জেরে পড়ুয়া মৃত্যুর অভিযোগে গারদে। অনুশোচনার পরিবর্তে গ্রেফতারির পরেও ঔদ্ধত্য। পুলিশ ভ্যান থেকে অশালীন ইঙ্গিত যাদবপুরকাণ্ডে এক ধৃতের।
বালিগঞ্জ সায়েন্স কলেজের টেকনলজি হস্টেলেও র্যাগিং? ৮ জুলাই মামলা, ১ মাস পরেও মেলেনি সুরাহা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। অবশেষে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি।
যাদবপুরকাণ্ডের মধ্যেই বিশাখাপত্তনমে কলকাতার ছাত্রীর রহস্যমৃত্যু। চারতলা থেকে পড়ে যাওয়ার কথা জানিয়ে সুপারের ফোন। আত্মহত্যা বলে চালানোর অভিযোগ। হাইকোর্টে মামলা।
র্যাগিংয়ে অভিযুক্ত খোদ হস্টেল সুপার। আর আহমেদ ডেন্টাল কলেজে চাঞ্চল্যকর অভিযোগ এআইডিএসও-র। মানতে নারাজ সুপার। প্রতিক্রিয়া মেলেনি অধ্যক্ষের।
'ভক্ষক'ই রক্ষক?
WB News Live Updates: বালিগঞ্জ সায়েন্স কলেজের পড়ুয়াকে লাগাতার নির্যাতনের অভিযোগ
বালিগঞ্জ সায়েন্স কলেজের পড়ুয়াকে লাগাতার নির্যাতনের অভিযোগ। মামলায় SC ST প্রিভেনশন অফ অ্য়াট্রোসিটিস অ্য়াক্ট যুক্ত করা হল। তদন্ত করছেন, অ্য়াসিস্ট্য়ান্ট কমিশনার র্যাঙ্কের অফিসার। জিজ্ঞাসাবাদ করা হয়েছে হস্টেলের সুপার ও অন্য় আধিকারিকদের, খবর পুলিশ সূত্রে।
WB News Live Updates: পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা
যাদবপুরে ছাত্রমৃত্যুতে অভিযুক্তদের অপরাধমনস্কতা আরও স্পষ্ট! পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা হয়। ছাত্র যেখানে পড়েছিল, সেই জায়গা জল দিয়ে ধুয়ে ফেলা হয়। দাবি পুলিশ সূত্রে। পুলিশের অনুমান, জিবি মিটিংয়ের নির্দেশ মেনেই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলেছিল।
WB News Live Updates: বিজেপির মণ্ডল সভাপতিকে ধারাল অস্ত্রের কোপ
বরানগরের ৩১ নং ওয়ার্ডে বিজেপির মণ্ডল সভাপতিকে ধারাল অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে থানায় বিক্ষোভ দেখাল বিজেপি। গোষ্ঠীদ্বন্দ্বের জের, হামলার অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের।
WB News Live Updates: ছাত্রীর রহস্যমৃত্যুতে নেতাজিনগর থানায় এফআইআর
বিশাখাপত্তনমে টালিগঞ্জের ছাত্রীর রহস্যমৃত্যু, নেতাজিনগর থানায় এফআইআর কলেজ, হস্টেল এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের পরিবারের। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর পরিবারের অভিযোগের ভিত্তিতে নেতাজিনগর থানায় এফআইআর
WB News Live Updates: পূর্ব মেদিনীপুরে কড়া পদক্ষেপ নিল সিপিএম নেতৃত্ব
পঞ্চায়েতের বোর্ড গঠনে তৃণমূল-বিজেপিকে সমর্থন, সিপিএম থেকে বহিষ্কৃত ৮ সদস্য। পূর্ব মেদিনীপুরে কড়া পদক্ষেপ নিল সিপিএম নেতৃত্ব, বহিষ্কার করা হল ৮ সদস্যকে । পঞ্চায়েত ভোটে নিষ্ক্রিয় থাকার অভিযোগে ২২৩ জন সিপিএম কর্মীকে শোকজ।