Mohammedan SC: কোচ চেরনিশভের প্রশংসায় পঞ্চমুখ, তবুও মহমেডানের জার্সিতে নিজের পারফরম্য়ান্সে খুশি নন অমরজিৎ
ISL 2024: ২০১৭ সালে ভারতে আয়োজিত হওয়া অনূর্ধ্ব ১৭ ফিফা বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন অমরজিৎ। এর আগে একাধিক আইএসএল ক্লাবের হয়ে খেলেছেন তিনি।
কলকাতা: আইএসএলের শুরুটা ভাল করলেও ক্রমশ লিগ টেবলের নীচের দিকে নেমে যাচ্ছে তাঁর দল। লিগ টেবলে এখন ১২ নম্বরে রয়েছে মহমেডান এসসি, যারা এ বারই প্রথম ইন্ডিয়ান সুপার লিগে অংশ নিচ্ছে। দলে অভিজ্ঞ মিডফিল্ডার অমরজিৎ সিংহ কিয়াম তাই নিশ্চিত ভাবে বলতে পারছেন না, তাঁদের দল সেরা ছয়ে থাকতে পারবে কি না।
২০১৭ সালে ভারতে আয়োজিত হওয়া অনূর্ধ্ব ১৭ ফিফা বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন অমরজিৎ। এর আগে একাধিক আইএসএল ক্লাবের হয়ে খেলেছেন তিনি। তবে তিনি স্বীকার করেছেন, এখনও নিজকে সেই স্তরে নিয়ে যেতে পারেননি তিনি, যে স্তরে যেতে চেয়েছিলেন। কিন্তু এখন যেহেতু আইএসএলের একটি বড় ক্লাবের হয়ে খেলছেন এবং তাদের সামনে নিজেদের ছন্দে ফিরিয়ে আনার কঠিন চ্যালেঞ্জ। তাই এ বার আরও উন্নত ফুটবল দেখাতে যান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অমরজিৎ বলেন, ''মহমেডান এসসি পরিবারের সদস্য হতে পেরে আমি কৃতজ্ঞ। ভারতের অন্যতম প্রাচীন ক্লাব এটি। আইএসএলে নতুন অধ্যায় শুরু করেছি আমরা। আমার ফুটবল জীবনেও এ এক নয়া অধ্যায়। দলকে সাফল্য এনে দিয়ে নিজের লক্ষ্যও পূরণ করতে চাই আমি।''
সাদা কালো ব্রিগেডের সাতটির মধ্যে ছ’টি ম্যাচেই খেলেছেন তিনি এবং দলের যথেষ্ট গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন অমরজিৎ। এর আগে জামশেদপুর এফসি, এফসি গোয়া, ইস্টবেঙ্গল এফসি এবং পাঞ্জাব এফসি-র হয়ে আইএসএলে খেলা ২৩ বছর বয়সি এই মণিপুরী ফুটবলার অবশ্য টানা চার ম্যাচ জয়হীন থাকার পর এখনই সেরা ছয়ে থাকার ব্যাপারে স্পষ্ট কোনও বার্তা দিতে চান না।
আইএসএলে ৫০টি ম্যাচ খেলে ফেলা ফুটবলারটি বলেন, ''আমরা যে সেরা ছয়ে থাকবই, এমন লক্ষ্য এখনও স্থীর করতে পারছি না। তা পারলে অবশ্যই ভাল হত। তবে এখন ম্যাচ ধরে ধরে এগোতে হবে আমাদের।'' আইএসএলের শুরুটা আশা জাগিয়ে করলেও গত চার ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে মহমেডান এসসি। প্রথম তিন ম্যাচে চার পয়েন্ট অর্জন করে তারা, গতবারের আই লিগ জিতে উঠে আসা দল হিসেবে যা ছিল অপ্রত্যাশিত। কিন্তু তার পরের চার ম্যাচে যে ভাবে ন’গোল খায় সাদা-কালো ব্রিগেড, তাও কম অভাবনীয় ছিল না।
তাদের এই ভাল শুরু ও ফের ক্রমশ ফর্মে ফেরার জন্য দলের রাশিয়ান কোচ আন্দ্রেই চেরনিশভকে অনেকটা কৃতিত্ব দিয়ে অমরজিৎ বলেন, ''কোচ চেরনিশভ দলের মধ্যে দারুন একটা পরিবেশ তৈরি করে তুলেছেন। আমরা সবাই যেন একটা পরিবার। ওঁর কাছে আমাদের সব সমস্যার সমাধান রয়েছে। খুব সাহায্য করেন আমাদের। উনি একেবারে সোজাসাপ্টা লোক। দেশীয় ও বিদেশী ফুটবলারদের মধ্যে কখনও ভেদাভেদ করেন না। ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে কোনও কিছু ঠিক না হলে উনি সঙ্গে সঙ্গে তা টিম ম্যানেজমেন্টকে জানান।'' তথ্য সংগ্রহ: আইএসএল