West Bengal News : বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্যর বাড়িতে পুলিশ
West Bengal News Live : জেলা থেকে জেলা , গুরুত্বপূর্ণ খবর এক নজরে ।
LIVE
Background
- 'সিবিআই অ্যাকশনের পরেও বন্ধ হয়নি কয়লা সিন্ডিকেট। কেউ ধরা পড়েছে, কেউ জেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।' তৃণমূলকে নিশানা শুভেন্দুর। 'শুভেন্দুর নেতৃত্বেই চুরি', পাল্টা জয়প্রকাশ।
- 'ডায়মন্ডহারবারে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াব বলায় পুলিশি হেনস্থা', হাইকোর্টের অরিজিনাল সাইটের রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কার অভিযোগে গড়ফা থানায় হাজিরার পর আক্রমণ নৌশাদের।
- একবিংশ শতকেও লজ্জার ছবি। অ্যামবুল্যান্স না পেয়ে খাটিয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রোগিণীর মৃত্যু। ক্ষোভে ফুঁসছে বামনগোলা।
- বামনগোলায় গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ। রাস্তা সারাতে ১৩ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস খগেন মুর্মুর। আগে জানিয়ে লাভ হয়নি, এত কম টাকায় কীভাবে রাস্তা সারাই ? পাল্টা গ্রামবাসীরা।
- ফের নিজের এলাকায় বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। ছাতনায় সুভাষ সরকারকে ঘিরে ১০০ দিনের বকেয়া দাবি। নেপথ্যে তৃণমূল, দাবি মন্ত্রীর। জনরোষের শিকার, পাল্টা শাসকদল।
- তৃণমূল নেতা খুনে সমর্থকদের বাড়িতে আগুন। জয়নগরে ত্রাণ দিতে গিয়ে সিপিএমের প্রতিনিধিদলকে আটকানোয় পুলিশের সঙ্গে বচসা-ধস্তাধস্তি।
- মাথার ওপর নেই ছাদ, জ্বলে খাক ঘরের সব কিছু, মিলেছে সামান্য ত্রাণ, এখনও অধরা দুষ্কৃতীরা । যারা খুন করেছে, তারাই অশান্তি পাকাতে যাচ্ছে, কটাক্ষ তৃণমূলের।
- কোথায় পুলিশ, ফের সিবিআই তদন্তের দাবি ধৃত সিপিএম নেতার স্ত্রীর। পাখি মারলেও সিবিআই তদন্ত হয়, পুলিশ সঠিক তদন্ত করবে, প্রতিক্রিয়া ফিরহাদের।
- বেকারত্ব, দুর্নীতি থেকে নজর ঘোরাতে মমতা সহ আঞ্চলিক দলের নেতাদের জেলে ভরার পরিকল্পনা বিজেপির, বিস্ফোরক দাবি কেজরিওয়ালের। চুরি করলে তদন্ত হবেই, পাল্টা বিজেপি।
- ছট পুজো উপলক্ষ্যে আজও ছুটি রাজ্যে। দিল্লি দুদিন ছুটি দেয় না, রাজ্য দেয়। আক্রমণ মমতার। কেন্দ্রীয় হারে রাজ্যেও ডিএ দেওয়া হোক, পাল্টা কটাক্ষ সুকান্তর।
- ০৩-এর বদলা হল না ২৩-এ। সবরমতীর তীরে অস্ত গেল টিম ইন্ডিয়া। ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা ট্রাভিস হেড।
WB News : আমডাঙায় রূপচাঁদ মণ্ডলের পারলৌকিক ক্রিয়ায় গিয়ে তৃণমূল কর্মীদেরই বিক্ষোভের মুখে রফিকুর রহমান
আমডাঙায় রূপচাঁদ মণ্ডলের পারলৌকিক ক্রিয়ায় গিয়ে তৃণমূল কর্মীদেরই বিক্ষোভের মুখে রফিকুর রহমান। দোষীরা এখনও কেন গ্রেফতার হচ্ছে না, প্রশ্ন বিধায়ককে। চাপের মুখে ৪ দিন সময় চাইলেন রফিকুর।
Mahua Moitra News :নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের, নাম না করে বিজেপিকে কটাক্ষ মহুয়ার
'আমদাবাদ স্টেডিয়ামের নাম বদল হয়েছে, ভারত তো ফাইনাল হেরেছে নেহরু স্টেডিয়ামে'
এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের
WB News Live : মুখ্যমন্ত্রী ছুটি দেন, ডিএ দেন না, খোঁচা দিলীপ ঘোষের
মুখ্যমন্ত্রী ছুটি দেন, ডিএ দেন না। কেন্দ্র কাজ করায়, ছুটি দেয় না। রাজ্য তাই রসাতলে যাচ্ছে, খোঁচা দিলীপ ঘোষের।
WB News Live : লেক কালীবাড়িতে আজ গোপাষ্টমী উৎসব
লেক কালীবাড়িতে গোপাষ্টমী পালন। পুরাণ মতে, গোমাতার মধ্যেই তেত্রিশ কোটি দেবতার অবস্থান। তাই তাঁকে পুজো করলে তেত্রিশ কোটি দেবতাকেই পুজো করা হয়। কথিত আছে, আজকের দিনেই শ্রীকৃৃষ্ণ গো-পালনে বেরিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই এই গোপাষ্টমী পালিত হয় দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে। শুক্লা অষ্টমী তিথিতে গরুকে পুজো করে শুরু হয় গোপাষ্টমী উৎসব।
WB News Live : বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্যর বাড়িতে পুলিশ
বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্যর বাড়িতে পুলিশ। বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হওয়া ৫টি অভিযোগের তদন্তে শান্তিনিকেতন থানার ওসি-সহ ৪ জনের টিম। ৩ ঘণ্টা ধরে করা হল জিজ্ঞাসাবাদ।