WB News Live Update:তপসিয়ায় ভয়াবহ আগুন, ট্রান্সফর্মার থেকে আগুন ছড়াল রাসায়নিক কারখানায়
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
হাইকোর্টের (High Court) নির্দেশে অবশেষে আজ ডিএ (DA) আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসছে সরকার। থাকতে পারেন মুখ্যসচিব-অর্থসচিব।
অমিত শাহকে (Amit Shah) ফোন বিতর্কে মমতা পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর। ল্যান্ড ফোনের কল রেকর্ড জানতে কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি।
ফোন বিতর্কে শুভেন্দুর (Suvendu Adhikari) চ্যালেঞ্জ। পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের। তথ্য ছাড়া শুধুই মিথ্যে বলার অভিযোগ।
হিংসা ছড়াতে অমিত শাহের নির্দেশের মমতার (Mamata Banerjee) অভিযোগ খারিজ শুভেন্দুর। প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ।
কোটি কোটি টাকা খরচে মামলা করেও ধাক্কা নিয়ে শুভেন্দুর কটাক্ষ, পাল্টা জবাব অভিষেকের।
পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগেই গোপনে ভোট। প্রার্থী নির্বাচনে রাজ্য জুড়ে ২ মাসের কর্মসূচি অভিষেকের। কুন্তলরাই তো তৃণমূলের নবজোয়ার, কটাক্ষ বিজেপির।
২৫ এপ্রিল দিনহাটায় শুরু, শেষ সাগরে। পঞ্চায়েত ভোটের আগে ২ মাস ধরে অভিষেকের (Abhishek Banerjee) বাংলা পরিক্রমা।
হিংসা নয়, ফের অবাধ-শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের বার্তা অভিষেকের।
নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) নাম জড়ানোর পরে বিস্ফোরক তাপস। অন্তর্দ্বন্দ্বে অভিষেকের দেখাই না পাওয়ার অভিযোগ। বারবার চেষ্টা করেও ক্যামাক স্ট্রিট থেকে ফেরানোর অভিযোগ তাপসের। গুরুত্ব দিতে নারাজ, বোঝালেন অভিষেক।
১০০ নয়, নিয়োগ-দুর্নীতিতে ৫০০ কোটির খেলা কুন্তলের (Kuntal Ghosh)। হাওয়ালার মাধ্যমে বাইরে পাচার। বিস্ফোরক অভিযোগ তাপস মণ্ডলের।
পুকুর থেকে উদ্ধার জোড়া ফোনের ফরেন্সিক পরীক্ষায় কোর্টের অনুমতি।পুলিশের বাধা পেয়ে বিজেপির (BJP) পুকুর শুদ্ধকরণ ঘিরে উত্তপ্ত বড়ঞা।
২০১৪-২০১৯ পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে যুক্ত ছিলেন জীবনকৃষ্ণ। আনুমানিক সাড়ে পাঁচশ জনের চাকরি বিক্রি। পিছনে অনুব্রত-যোগ, বিস্ফোরক দাবি সিবিআইয়ের।
কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University), প্রেসিডেন্সির পর এবার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে হাজির রাজ্যপাল। দরজা খুলিয়ে ঢুকলেন ঘরে। বললেন, 'আসব বারবার।'
স্টালিনের সঙ্গে ফোনে কথা মমতার (Mamata Banerjee)। অবিজেপি শাসিত রাজ্যে রাজ্যপালের ভূমিকা নিয়ে আলোচনা, মুখ্যমন্ত্রীদের বৈঠকে জোর ডিএমকে প্রধানের।
তিলজলাকাণ্ডে সিবিআই (CBI) তদন্তের সুপারিশ শিশু সুরক্ষা কমিশনের। শিশুকন্যাকে উদ্ধার ও তদন্তে ব্যর্থ পুলিশ। সাজানো গল্প তৈরি করা হয়েছে। রাজ্যকে কড়া চিঠি কমিশনের।
জলপাইগুড়ির ছায়া ভাতারে। গাড়ি না পেয়ে কাঁধে করে মহিলার দেহ নিয়ে যাওয়ার পর এবার অ্যামবুল্যান্স না পেয়ে রোগীমৃত্যু! অ্যাম্বুল্যান্স খারাপ। সাফাই সিএমওএইচের।
তীব্র গরমে নাজেহাল বাংলা। ৫ জেলায় বহাল চরম তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা। সপ্তাহান্তে বদলের পূর্বাভাস। রবি থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা।
West Bengal News Live: বকেয়া আদায়ে তৃণমূলের চিঠির জবাব কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর
বকেয়া আদায়ে তৃণমূলের চিঠির জবাব কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর
গিরিরাজ সিংহের জবাবি চিঠি ট্যুইট করে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের
WB News Live: জীবনকৃষ্ণ সাহার ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রথমেই তাপস সাহার ফোন বাজেয়াপ্ত করে সিবিআই
আরেক তৃণমূল বিধায়কের দুয়ারে সিবিআই! এবার তাদের স্ক্য়ানারে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। আজ দুপুর সাড়ে ৩টেয় সিবিআইয়ের একটি বড় টিম পৌঁছে যায় তেহট্টে তাপস সাহার বাড়িতে। জীবনকৃষ্ণ সাহার ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রথমেই তাপস সাহার ফোন বাজেয়াপ্ত করে সিবিআই। তারপর শুরু তল্লাশি, জিজ্ঞাসাবাদ।
West Bengal News Live: তেহট্টের বেতাইয়ে বি আর অম্বেডকর কলেজেও তল্লাশি সিবিআইয়ের
নিয়োগ দুর্নীতি মামলায় তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে ও অফিসে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি। তেহট্টের বেতাইয়ে বি আর অম্বেডকর কলেজেও তল্লাশি সিবিআইয়ের। বি আর অম্বেডকর কলেজটি সরকারি। এই কলেজের পরিচালন সমিতির সভাপতি ছিলেন তাপস সাহা।
WB News Live: তাপস সাহার বাড়িতে ও অফিসে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি
তাপস সাহার বাড়িতে ও অফিসে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি
West Bengal News Live: এবার থেকে কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর নিরাপত্তায় থাকবে CISF
রাজ্য পুলিশ নয়। এবার থেকে কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর নিরাপত্তায় থাকবে CISF। আজ এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। আপাতত এক মাসের জন্য কংগ্রেস নেতার নিরাপত্তায় থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মামলার পরবর্তী শুনানি ১১ মে।