West Bengal News Live: এসএসকেএম থেকে চিনার পার্কের বাড়ি ফিরলেন অনুব্রত
Get the latest West Bengal News and Live Updates: ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি দিয়ে গণধর্ষণের অভিযোগ, হাঁসখালিকাণ্ডে সাক্ষীদেরও সুরক্ষা দিতে বলল হাইকোর্ট, জেনে নিন জেলার আরও গুরুত্বপূর্ণ খবর
LIVE
Background
কলকাতা: নাবালিকাকে গণধর্ষণ, পাহারায় বিজেপি (BJP) নেত্রী? চাঞ্চল্যকর অভিযোগ গাইঘাটায় (Gaighata)। নাবালক-সহ ৪জন গ্রেফতার। কিছু হলে পদক্ষেপ নেবে, বলছে বিজেপি।
ধর্ষণের (Rape) ভিডিও ভাইরালের হুমকি দিয়ে গণধর্ষণের অভিযোগ। কোন্নগরে (Konnagar) তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ। মানতে নারাজ নেত্রী।
হাঁসখালিকাণ্ডে পরিবারের সঙ্গে সাক্ষীদেরও সুরক্ষা দিতে বলল হাইকোর্ট। ভাইরাল অডিও নিয়ে তদন্তে সিবিআই (CBI)। ব্রজর ৬ পরিচিতকে জিজ্ঞাসাবাদ।
রাজ্যের বাইরে সরানো হোক হাঁসখালি মামলা। জারি হোক রাষ্ট্রপতি শাসন। সুপারিশ বিজেপির কমিটির। রিপোর্টের কী গুরুত্ব? খোঁচা তৃণমূলের।
ধানতলায় ছাত্রীর রহস্যমৃত্যুতে নাটকীয় মোড়। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে মিলল না খুন, ধর্ষণের প্রমাণ। গলায় দড়ি দিয়েই আত্মঘাতী বলে উল্লেখ।
ধানতলায় দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে নেই খুন-ধর্ষণের প্রমাণ। রাজনৈতিক উদ্দেশে ফাঁসানোর দাবি অভিযুক্তের পরিবারের। সিবিআই চায় মৃতার বাবার।
২০১৯-এ বীরভূমের লোকপুর, সদাইপুরে জোড়া বিস্ফোরণ, এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের। নথি নিতে ভবানীভবনে গেল গোয়েন্দারা।
অবশেষে ঝালদাকাণ্ডে মৃত নিরঞ্জন বৈষ্ণবের ফোনের হদিশ! বাড়ি থেকেই উদ্ধার করল সিবিআই। সুইসাইড নোটের সঙ্গে থাকা পেনও বাজেয়াপ্তও।
হলদিয়ার তৃণমূল কাউন্সিলরের কাঁধে হাত দিল্লিকাণ্ডের চক্রীর! ভাইরাল ছবিতে তোলপাড়। চিনতাম, অনেকেই তো ছবি তোলে, সাফাই নেতার।
মুক্তিপণ আদায়ের আগেই উদ্ধার ব্যবসায়ী। কসবায় মলের সামনে থেকে অপহরণ, দেড় কোটি টাকা দাবি। ৯ ঘণ্টার মধ্যেই টালিগঞ্জ থেকে পাকড়াও। মুক্তিপণের আগেই পাকড়াও
পুলিশের বোর্ড লাগানো গাড়িতে তুলে ব্যবসায়ী অপহরণ। মধ্যরাতেই
লালবাজারে এলেন সিপি। কসবা থানায় গেলেন গোয়েন্দা প্রধান। গ্রেফতার ৫।
ডিপ্লোমা নিয়ে মিথ্যে হলফনামা দেওয়ার অভিযোগে তথাগতর আক্রমণ। জবাব দিলীপের।
২দিনের শিল্প সম্মেলনে ৩ লক্ষ ৪২ হাজার কোটির লগ্নির প্রস্তাব। সাক্ষরিত হয়েছে ১৩৭টি মউ, জানালেন মুখ্যমন্ত্রী।
ষষ্ঠ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই সপ্তমের ঘোষণা মুখ্যমন্ত্রীর। পরবর্তী সম্মেলন ফেব্রুয়ারির ১ থেকে ৩। বিদেশি শিল্পপতিদের দুর্গাপুজোয় আমন্ত্রণ।
পঃ মেদিনীপুরের স্কুলে বদলিতেও ঘুষ চাওয়ার অভিযোগ। সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের। এজলাসেই ভাইরাল অডিও শুনলেন বিচারপতি।
ফের পূর্ব মেদিনীপুরে গ্রাম কমিটির ফতোয়া। পুজোর অনুষ্ঠানে ডাক না পাওয়ায় বাড়িতে গিয়ে আমন্ত্রিতদের শাস্তির হুমকি। ৮জন গ্রেফতার।
এবার কি ৫ থেকে ১২ বয়সীদের জন্য ভ্যাকসিন? করবেভ্যাক্স ব্যবহারের সুপারিশ বিশেষজ্ঞের
West Bengal News Live: ভিড়ের চাপ কমাতে শিয়ালদা স্টেশনের নর্থ সেকশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণ
ভিড়ের চাপ কমাতে শিয়ালদা স্টেশনের নর্থ সেকশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে। যে ৫টি প্ল্যাটফর্মে এখন ৯ কামরার ট্রেন দাঁড়াতে পারে, সেখানে যাতে ১২ কামরার ট্রেন ঢোকানো যায়, তারই ব্যবস্থা করা হচ্ছে এবার। ট্রেনে যাত্রীধারণ ক্ষমতা বাড়িয়ে প্ল্যাটফর্মের ভিড় নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশাবাদী রেলকর্তৃপক্ষ।
West Bengal News Live: বিশ্বভারতীর পাঠভবনের মৃত দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু ঘিরে বিক্ষোভ
বিশ্বভারতীর পাঠভবনের মৃত দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু ঘিরে বিক্ষোভ। উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ পরিবারের। উপাচার্যের বাড়িতে ঢোকার চেষ্টা বিক্ষোভকারী পড়ুয়াদের একাংশের। প্রথমে গেট ভেঙে দেয় বিক্ষোভকারী পড়ুয়াদের একাংশ। পরে ছাত্রের মৃতদেহ নিয়ে শান্তিনিকেতনে ফিরে যায়। ছাত্রের মৃত্যুতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু পুলিশের।
West Bengal News Live: ফের তথাগত রায়ের নিশানায় দিলীপ ঘোষ
ফের তথাগত রায়ের নিশানায় দিলীপ ঘোষ। ‘শিক্ষিত লোকেদের প্রতি কি দিলীপ ঘোষের অ্যালার্জি আছে?’ টুইটে খোঁচা তথাগতর। ভোটের সময় দিলীপের জমা দেওয়া হলফনামা নিয়েও কটাক্ষ।
West Bengal News Live: এসএসকেএম থেকে বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল
১৭ দিনের মাথায় এসএসকেএম থেকে বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। এসএসকেএমে চিকিৎসাধীন ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। শুক্রবার এসএসকেএম থেকে ফিরলেন চিনার পার্কের বাড়িতে।
West Bengal News Live: অস্ত্রোপচারের সময় রোগিণীকে চড়! অভিযুক্ত চিকিৎসক
ওটি চলাকালীন রোগিণীকে চড়, চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে দেওয়ার অভিযোগ। অর্থোসার্জেন রামেন্দু হোমচৌধুরীর বিরুদ্ধে অভিযোগ।