West Bengal News Live : উল্টোডাঙার ইস্ট ক্যানাল রোডে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১৩টি ইঞ্জিন
West Bengal News Update : গোটা বাংলার কোথায় কী হচ্ছে? একনজরে জেলার সব খবর
LIVE
Background
শারদ আনন্দ (Sharad Ananda) সম্মান। সাবেকিয়ানায় উত্তরে সেরা বাগবাজার সর্বজনীন। দক্ষিণে ম্যাডক্স স্কোয়ার। পরিবেশ ভাবনায় সেরা চেতলা অগ্রণী। মাতৃভাবনায় আহিরীটোলা যুবকবৃন্দ।
উপাচারে সেরা লেক কালীবাড়ি। জীবনবোধে রামমোহন সম্মিলনী। লৌকিক আচারে সেরা তালতলা পল্লিমঙ্গল সমিতি। কল্প ভাবনায় কাঁকুড়গাছি মিতালি।
থিম অন্তঃশুদ্ধি। মানব চেতনায় সেরা কামডহরি সুভাষপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। থিম সম্পর্ক। প্রকৃতি ভাবনায় সেরার শিরোপা দমদম পার্ক তরুণ সঙ্ঘের।
শারদোৎসবে (Durga Puja 2023) মাতোয়ারা মুম্বই। হেমা-কাজল থেকে রানি। নর্থ বম্বে সর্বজনীনের পুজোয় চাঁদের হাট।
পুজোর কলকাতায় এসে অসুর কটাক্ষ নাড্ডার। 'যে অসুর শক্তি ভাই-ভাতিজাবাদকে প্রশ্রয় দেয়, তার বিনাশ হোক', বললেন নাড্ডা (JP Nadda)। পাল্টা জবাব কুণালের।
পুজোর বাংলার (West Bengal) বিজেপির হেভিওয়েটরা। শাহের পর নাড্ডা। বেলিলিয়াস রোড, শোভাবাজার রাজবাড়ি থেকে নিউ মার্কেট সর্বজনীন, সন্তোষ মিত্র স্কোয়ার। বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখলেন বিজেপি সভাপতি। তাঁর সফরের মাঝেই হোর্ডিং বিতর্ক। শোভাবাজার রাজবাড়ির সামনে থেকে খুলে দেওয়া হয়েছে নাড্ডার হোর্ডিং। ভিডিও প্রকাশ করে অভিযোগ বিজেপির। তৃণমূলকে নিশানা দিলীপের (Dilip Ghosh)
চব্বিশে শুধু বাংলায় নয়, দেশের বিভিন্ন রাজ্যে পুজো উদ্বোধন ও পরিক্রমায় যেতে হবে মমতাকে (Mamata Banerjee)।পুজোয় বিজেপি নেতাদের বঙ্গ সফরের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণালের।
অস্বস্তির মুখে মহুয়া-বিতর্কের আঁচ এড়ানোর চেষ্টায় তৃণমূল। মহুয়া-বিতর্কে জড়াতে চায় না তৃণমূল (TMC)। বুঝিয়ে দিলেন কুণাল। আরও কতজনের দায় এড়াবে, দেখতে থাকুন, কটাক্ষ বিজেপির।
মহুয়া (Mahua Moitra) যখন ভারতে ছিলেন তখন দুবাইয়ে বসে সাংসদের লগইন আইডি ব্যবহার। টাকার জন্য দেশের সুরক্ষাকে দাবার বোড়ে হিসাবে ব্যবহার তৃণমূল সাংসদের। পোস্ট নিশিকান্ত দুবের। পাল্টা পোস্ট মহুয়া মৈত্রের। সব সাংসদের লগইন ডিটেলস্ প্রকাশ্যে আনার দাবি তৃণমূল সাংসদের। নাম না করে ফের বিজেপি সাংসদকে ভুয়ো ডিগ্রিধারী বলে কটাক্ষ।
চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ। নবমীতে কলকাতা-সহ উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টি (West Bengal Weather Update)। দশমীতেও দক্ষিণবঙ্গের সব জেলায় কয়েক পশলা বৃষ্টি। দশমীতে শহরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
মহাষ্টমীর দুপুরে ভারত-নিউজিল্যান্ড মেগা ডুয়েল। গত বিশ্বকাপের বদলা কি নেবেন রোহিতরা? আলোচনায় সম্বরণ, লক্ষ্মী রতন, সৌরাশিস। ২২ গজের বিশ্বযুদ্ধ দুপুর ১
West Bengal Live News: টালিগঞ্জের সুইস পার্ক সর্বজনীন দুর্গোৎসব এবার সুবর্ণ জয়ন্তীতে
টালিগঞ্জের সুইস পার্ক সর্বজনীন দুর্গোৎসব। এবার তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ। যামিনী রায়ের ছবির কোলাজে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ।
WB Live News: নাগেরবাজার ইমামি সিটির পুজো, কেদারনাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ
নাগেরবাজার ইমামি সিটির পুজো। কেদারনাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। প্রতিমা সাবেকি। পুজোর প্রত্যেকদিনই এখানে আয়োজিত হয় নানান অনুষ্ঠান৷
West Bengal Live News: পুজোর শহরে অগ্নিকাণ্ড, উল্টোডাঙায় ক্যানাল ইস্ট রোডে বিধ্বংসী আগুন
পুজোর শহরে অগ্নিকাণ্ড। উল্টোডাঙায় ক্যানাল ইস্ট রোডে বিধ্বংসী আগুন। ক্যানাল ইস্ট রোডে বাড়িতে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ১৩টি ইঞ্জিন।
WB Live News: ঠাণেতে জমজমাট প্রবাসী বাঙালিদের পুজো
ঠাণেতে জমজমাট প্রবাসী বাঙালিদের পুজো। গত ৫ বছর ধরে এই পুজো করে আসছে প্রায় আড়াই হাজার পরিবার। রীতি মেনে পুজো, পুষ্পাঞ্জলি-সবই হল অষ্টমী। সঙ্গে ছিল খাওয়া-দাওয়া, আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
West Bengal Live News: অষ্টমীর দুপুরে তারাপীঠে মূল মন্দিরের সামনে নাটমন্দিরে মহাযজ্ঞ
অষ্টমীর দুপুরে তারাপীঠে মূল মন্দিরের সামনে নাটমন্দিরে মহাযজ্ঞ। ৯টি ঘট প্রতিষ্ঠা করে দেবী দুর্গারূপে তারা মাকে পুজো। উপকরণ ১ হাজার ৮টি বেলপাতা, ১০ কেজি ঘি আর ৫০ কেজি বেলকাঠ। মহাযজ্ঞের অনুষ্ঠান দেখতে মন্দিরে বহু ভক্তের ভিড়। তারাপীঠে অন্য কোনও দেবী মূর্তির পুজো হয় না। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী--এই চারটি তিথিতে মা তারাকে সর্বদেবী রূপে পুজো করা হয়।