West Bengal News Live: কমিটি নিয়ে কোন্দল, বিজেপিতে এবার বিদ্রোহী তমলুকের সেই প্রলয় পাল?
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
লোকসভার পর রাজ্যসভাতেও পাস মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) । পক্ষে ২১৫টি ভোট, বিপক্ষে শূন্য ভোট। এবার আইনে পরিণত হওয়ার জন্য রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ইডির দায়ের করা ইসিআইআর খারিজের আবেদন। আজ সকাল সাড়ে দশটায় অভিষেকের দায়ের করা মামলার রায়দান।
লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps and Bounds) সিইও অভিষেক জানানোর পরেই হয়রানি। ফাইল ডাউনলোডকাণ্ডে আদালতে বিস্ফোরক ইডি। তল্লাশিতে ভুয়ো আধিকারিক কিনা জানবো কী করে ? পাল্টা রাজ্য।
পুলিশকে দিয়ে নিয়োগ দুর্নীতি তদন্ত বন্ধের চেষ্টা, নেপথ্যে সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা। দাবি ইডির। কাজের বাইরে গিয়ে ডাউনলোডে অনুসন্ধান, আদালতের নজরে আছে, পাল্টা রাজ্য।
সমস্ত জেনারেল ডায়েরির ক্ষেত্রে পুলিশ এত দ্রুত পদক্ষেপ করলে খুশি হতাম। এই মামলায় এত অতিসক্রিয়তার কারণ কী ? শুনানিতে বললেন হাইকোর্টের বিচারপতি।
লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসের কম্পিউটারে উদ্দেশ্য নিয়েই ফাইল ডাউনলোড। রাজনৈতিকভাবে লড়তে না পেরে, বিজেপির সিবিআই-ইডি ব্যবহার। এবিপি আনন্দকে জানালেন অভিষেক।
লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও, ডিরেক্টর ও চলচ্চিত্র জগতের ব্যক্তিদের সম্পত্তির রিপোর্ট হাইকোর্টে জমা ইডির। নাম রয়েছে অভিনেতারও। গোটা ইন্ডাস্ট্রিতে মাত্র একজনের নাম ? প্রশ্ন বিচারপতির।
ইডির সম্পত্তি সংক্রান্ত রিপোর্টে এক অভিনেতার সঙ্গে ৪৪ লক্ষের লেনদেন হলেও টাকা ফেরত। আর কেউ আর্থিক লেনদেনে যুক্ত নয় ? প্রশ্ন বিচারপতির। তদন্ত চলছে, জানাল ইডি।
সিবিআই-ইডির সমনে ২০২০ সালের পর আমি ৫ বার এবং স্ত্রী ৪ বার হাজিরা দিয়েছেন। স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তির হিসেব দেওয়া হয়েছে ইডির কাছে। জানালেন অভিষেক।
দোষীরা যে কাউকে কিনতে পারে, তদন্ত সারদাকাণ্ডের মতো যেন না হয়। আলিপুরদুয়ার সমবায় দুর্নীতি মামলায় সিবিআইকে সতর্ক করলেন বিচারপতি। ১৮ অক্টোবরের মধ্যে রিপোর্ট তলব।
ইডির নোটিসের পর এবার সিবিআই। পুর নিয়োগ দুর্নীতি মামলায় উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার কর্মী-আধিকারিকদের তলব। কাদের নির্দেশ নিয়োগ ? জানতে চায় কেন্দ্রীয় এজেন্সি।
শুভেন্দুর বিরোধী দলনেতা হিসেবে রোল প্লে অস্বীকার করা যায় না। কংগ্রেস নেতা কৌস্তভের মুখে বিজেপি নেতার স্তুতি। অস্বস্তিতে কংগ্রেস। বিজেপিতে যেতে চায়, কটাক্ষ তৃণমূলের।
মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপোর হাত থেকে রাজ্যকে বাঁচাতে যেকজন লড়ছেন কৌস্তভ অন্যতম। বিনদু থেকেই সিনধু হয়। কৌস্তভের পাল্টা প্রশংসায় শুভন্দু। বিকল্প মঞ্চের দাবি খারিজ।
গোয়ালপোখরে তৃণমূল পঞ্চায়েত প্রধান খুনে অধরা দুষকৃতীরা। পুলিশের ভূমিকায় প্রশ্ন পরিবারের। আটক বেশ কয়েকজন, জানাল পুলিশ। ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের।
WB News Live Updates: কমিটি নিয়ে কোন্দল, বিজেপিতে এবার বিদ্রোহী তমলুকের সেই প্রলয় পাল?
কমিটি নিয়ে কোন্দল, বিজেপিতে এবার বিদ্রোহী তমলুকের সেই প্রলয় পাল? 'ভাল থেকো রাজনীতি, আর নয়, দাও বিদায়' বলে ইঙ্গিতপূর্ণ পোস্ট। পদ ছাড়ার কথা ঘোষণা বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতির। মমতার সঙ্গে কথোপকথনের অডিও টেপ ভাইরাল হওয়া প্রলয় এবার 'বিদ্রোহী'। বিধানসভা ভোটের আগে মমতার সঙ্গে কথোপকথনের অডিও টেপ ভাইরাল। কাল জেলা সভাপতির কাছে ইস্তফাপত্র দেব, জানালেন প্রলয় পাল। প্রলয়ের বিদ্রোহ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি বিজেপির জেলা নেতৃত্বের।
West Bengal News Live: প্রস্তুতিতে নতুন রূপে সেজে উঠছে ক্রিকেটের নন্দন কানন
৫ অক্টোবর থেকে শুরু বিশ্বকাপ। প্রস্তুতিতে নতুন রূপে সেজে উঠছে ক্রিকেটের নন্দন কানন। বদলাচ্ছে ইডেনের ক্লাব হাউস, গ্যালারি থেকে ড্রেসিং রুম।
WB News Live Updates: প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী পিছু পর্ষদের ১০ টাকা অনুদান
প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী পিছু পর্ষদের ১০ টাকা অনুদান! অধ্যাপক পিছু ১০০টাকার পরে এবার মাধ্যমিক পরীক্ষার্থী পিছু ১০ টাকা! মানোন্নয়নের জন্য মাধ্যমিক পরীক্ষার্থী পিছু ১০ টাকা বরাদ্দ! মাধ্যমিক পরীক্ষার পরে স্কুলে স্কুলে টাকা পাঠাবে পর্ষদ। মাত্র ১০ টাকায় কীসের মানোন্নয়ন? প্রশ্ন শিক্ষক সংগঠনের। ২০২৪-র মাধ্যমিক পরীক্ষার জন্য পর্ষদের সিদ্ধান্ত ঘিরে তোলপাড়। তপনের কলেজের বিজ্ঞপ্তি ঘিরে তোলপাড়ের মধ্যেই এবার পর্ষদের বিজ্ঞপ্তি।
West Bengal News Live: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় OMR শিট মূল্যায়নকারী সংস্থার কর্তাকে জিজ্ঞাসাবাদ
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায়, OMR শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্য়ান্ড কোম্পানির অংশীদার কৌশিক মাজিকে জিজ্ঞাসাবাদ করল CBI. প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে কী কী চুক্তি হয়েছিল? প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর সঙ্গে কতবার বৈঠক হয়েছিল? সূত্রের খবর, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে তাঁর কাছ থেকে।
WB News Live Updates: শুক্রবার সকালে হাওড়ার পাইকারি বাজারে নিলাম বাংলাদেশের ইলিশের
পুজোর আগেই বাঙালির পাতে পদ্মার ইলিশ। শুক্রবার সকালে হাওড়ার পাইকারি বাজারে নিলাম হল বাংলাদেশ থেকে আসা ইলিশের। নিলামের পর হাওড়া পাইকারি বাজার থেকে কলকাতার বিভিন্ন খুচরো বাজারে যায় রুপোলি মাছ।