West Bengal News Live Updates: ২ নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাংচার দোকানে গ্যাস ট্যাঙ্কার
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা : এক নজরে সকালের শিরোনাম
- বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) ফিরতে চলেছেন অর্জুন সিংহ (Arjun Singh)! একদিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। রবিবার সকাল থেকে চূড়ান্ত তৎপরতা। কলকাতার তাজ হোটেলে ছিলেন অর্জুন। অন্য দিকে, ক্যামাক স্ট্রিটে উত্তর ২৪ পরগনার বিধায়কদের নিয়ে সমন্বয় বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), যাতে অর্জুনকে ফেরানো নিয়ে কোথাও কোনও দ্বিমত না থাকে। এর পরই বিকেল সওয়া ৪টে নাগাদ তাজ থেকে বেরোন অর্জুন। সটান ক্যামাক স্ট্রিটে হাজির হন।
- বনগাঁর তৃণমূলনেত্রী (Bongaon TMC Leader) আলোরানি সরকার কি বাংলাদেশি (Bangladeshi) ? না কি এদেশের নাগরিক? এনিয়ে শুরু হয়েছে জোর তরজা। এরইমধ্যে বিজেপির (BJP) দাবি, আলোরানির বাংলাদেশের ভোটার কার্ডের প্রতিলিপি তাঁদের হাতে। এনিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূলও।
- কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি। বিপর্যস্ত শহরের উত্তর থেকে দক্ষিণ। ব্যাহত হল বিমান ও মেট্রো পরিষেবা। শহরের বিভিন্ন রাস্তায় গাছ পড়ে বিপত্তি। এরইমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।
- পুরসভার (Municipality) উচ্ছেদ অভিযান ঘিরে কল্যাণীতে ধুন্ধুমার। বিজেপির পার্টি অফিস ভেঙে দেওয়ায় পুরকর্মীদের সঙ্গে মারামারি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিজেপি কর্মীরা। যদিও তা মানতে নারাজ পুলিশ। বিজেপির বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে পুরসভা।
- জ্বালানির ক্ষতে শুল্ক হ্রাসের মলম! পেট্রোল-ডিজেলের এক্সাইজ ডিউটি কমাল কেন্দ্রীয় সরকার। পেট্রোলে ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা করে কমানো হচ্ছে শুল্ক। ফলে প্রতি লিটার পেট্রোলে ৯ টাকা এবং প্রতি লিটার ডিজেলে ৭ টাকা দাম কমবে। সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে কেন্দ্র। একসুরে দাবি বিরোধীদের। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।
- শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সূত্রের খবর, মেয়ে অঙ্কিতার নিয়োগের সময় ফোনে কাদের কাদের সঙ্গে তাঁর কথা হয়েছিল? কী বিষয়ে কথা হয়েছিল? এই সব নিয়েই পরেশকে প্রশ্ন করে সিবিআই। এই ইস্যুতে রাজনৈতিক তরজাও চলছে সমানতালে।
- থার্ড লাইন সম্প্রসারণের জন্য আগামী শুক্রবার দুপুর ৩টে থেকে সোমবার দুপুর ৩টে পর্যন্ত বন্ধ থাকবে ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। ফলে বাতিল হচ্ছে বহু মেল-এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন। প্রভাব পড়বে লোকাল পরিষেবাতেও।
- হাবড়ায় ইমারতি ব্যবসায়ী ও তাঁর সঙ্গীকে গুলিকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। গোটা ঘটনায় ধৃত শম্ভু দে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে পুলিশের দাবি। গতকাল অশোকনগর এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। এই নিয়ে হাবড়ায় গুলিকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ৬। বুধবার রাতে হাবড়ার শ্রীনগরে গুলিবিদ্ধ হন ইমারতি ব্যবসায়ী রাজু ঘোষ ও তাঁর সঙ্গী শান্তনু রায়। ছোড়া হয় বোমাও।
West Bengal News Live: ২ নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাংচার দোকানে গ্যাস ট্যাঙ্কার
২ নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাংচার দোকানে ঢুকে পড়লো গ্যাস ট্যাঙ্কার। শক্তিগড় থানার আমড়া এলাকার ল্যাংচা বাজার এলাকার ঘটনা। বরাত জোরে প্রাণে বাঁচলেন কয়েকজন। দুর্গাপুরগামী এলপিজি গ্যাসের ট্যাঙ্কার আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দোকানে। ঘটনাস্থলে শক্তিগড় থানার পুলিশ।
WB News Live: বীরভূম নলহাটি থানার লোহাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আগুন
বীরভূম নলহাটি থানার লোহাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আগুন। আতঙ্কে হুড়োহুড়ি রোগী, চিকিত্সক সহ স্বাস্থ্যকর্মীদের। নার্সিং স্টাফদের অফিসে প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়। পরে ছড়িয়ে পড়ে আগুন। সরিয়ে নিয়ে যাওয়া হয় রোগীদের। দমকল আসার আগে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসি থেকে আগুন, অনুমান দমকলের।
West Bengal News Live: মাউন্ট এভারেস্টের শীর্ষে পিয়ালি বসাক, রেকর্ড গড়লেন চন্দননগরের বাঙালি কন্যা
সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্টের শীর্ষে পিয়ালি বসাক। প্রথম ভারতীয় মহিলা হিসেবে রেকর্ড গড়লেন চন্দননগরের বাঙালি কন্যা।
WB News Live: চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগ
চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের এক তৃণমূল নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তালাবন্দি অভিযুক্তর বাড়ি। এনিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। যদিও অভিযুক্ত ব্যক্তি দলের কেউ নন বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
West Bengal News Live: রাজ্য পুলিশের কনস্টেবল পদে পরীক্ষায় জালে একাধিক ভুয়ো পরীক্ষার্থী
রাজ্য পুলিশের কনস্টেবল পদে পরীক্ষায় জালে একাধিক ভুয়ো পরীক্ষার্থী। লেকটাউন, বিধাননগর নর্থ, বিধাননগর সাউথ ও নিউটাউনে অভিযোগ দায়ের। ১২টি অভিযোগ দায়ের, গ্রেফতার ৩৭ জন। গ্রেফতার কিংপিন সন্তোষ কুমার, ব্যাঁটরার বাসিন্দা।
‘বিহার থেকে অন্যের হয়ে মোটা টাকার বিনিময়ে পরীক্ষা। পরীক্ষা দিতে এসেছিলেন অভিযুক্তরা’, জানাল পুলিশ।