West Bengal News Live: ফের চোখ রাঙাচ্ছে করোনা, রাজ্যে একদিনে ৩১জন সংক্রমিত
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
দিল্লির হিংসা (Delhi Violence) বিধ্বস্ত জাহাঙ্গিরপুরীতে ঢুকতেই পারল না তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পুলিশি বাধার অভিযোগ। নির্দিষ্ট পথে যায়নি বলেই বাধা, দাবি দিল্লি পুলিশের।
কুশল চকে গেলেও স্থানীয়দের সঙ্গে কথা বলতে পারলেন না সমাজবাদী পার্টির প্রতিনিধি দল। ডি রাজাকেও বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এএনআই সূত্রে খবর।
বিরোধী হলেই বাধা। অভিযোগ সুদীপের। বগটুইকাণ্ডের পর কেন যায়নি তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ? নিরাপত্তার কারণে আটকেছে পুলিশ। পাল্টা বিজেপি।
দিল্লি-হিংসার মূল চক্রীর সঙ্গে এবার বিজেপি-যোগ। বিজেপি সখ্যের পক্ষে তৃণমূলের একাধিক নেতার ট্যুইট। নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা রাহুল সিন্হা।
ফের দিল্লিতে একমঞ্চে মোদি-মমতা। ৩০ এপ্রিল বৈঠক। পড়ে থাকা মামলার দ্রুত নিষ্পত্তির পথ খোঁজার চেষ্টা। ২৯ এপ্রিল দিল্লি যাচ্ছেন মমতা (Mamata Banejee)।
শিক্ষিতদের প্রতি কি দিলীপের (Dilip Ghosh) অ্যালার্জি ? এইট পাস, অর্ধশিক্ষিত। ফের দিলীপ ঘোষকে নিশানা তথাগত রায়ের। বয়স হলে বুঝতে অসুবিধা হয়। পাল্টা দিলীপ।
আত্ম অহঙ্কার ছাড়, আত্মবিশ্লেষণ করো। পুরনো মানুষগুলো ধীরে তলিয়ে যাচ্ছে। দিলীপের পর এবার ট্যুইট অনুপমের। দেখছে কেন্দ্রীয় নেতৃত্ব, প্রতিক্রিয়া শমীকের।
পুলিশ লেখা গাড়িতে এসে সোনারপুর থানার অদূরে দুষ্কৃতী তাণ্ডব। থানার অদূরেই চলল গুলি। বন্দুক উঁচিয়ে ব্যবসায়ীদের হুমকি। গ্রেফতার ৫।
পোস্তায় বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ। বিহার থেকে গ্রেফতার প্রতিবেশী। আতঙ্কে তিনদিন অভিযোগ জানাতে পারেনি নির্যাতিতা, দাবি পরিবারের।
মাটিয়া, দেগঙ্গা, ইংরেজবাজার, বাঁশদ্রোণীর পর এবার নামখানা গণধর্ষণকাণ্ডের তদন্তের নজরদারিতে দময়ন্তী সেন। নির্দেশ হাইকোর্টের।
মালদার হবিবপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের। পলাতক অভিযুক্ত।
কলকাতায় ফের চিটফান্ডের পর্দাফাঁস। ২ হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার সুরানা গ্রুপ ফান্ডের কর্ণধার। টার্গেট ছিল বিত্তশালীরা, পুলিশ সূত্রে খবর।
West Bengal News Live: দুর্গাপুরে এফসিআই গোডাউনে লরি মালিকদের ‘সিন্ডিকেট-দৌরাত্ম্য’, বিপাকে রেশন ডিলাররা
দুর্গাপুরে এফসিআই গোডাউনে লরি মালিকদের ‘সিন্ডিকেট-দৌরাত্ম্য’। বিপাকে রেশন ডিলাররা, রেশনের চাল-গম না নিয়েই ফিরলেন পূর্ব বর্ধমানে। পূর্ব বর্ধমান থেকে লরি নিয়ে গিয়েও ফিরতে হল রেশন ডিলারদের। ‘অন্য জায়গার নয়, লরি লাগলে দুর্গাপুর থেকেই নিতে হবে’। ‘বাইরের কোনও লরিতে এফসিআই-এর চাল-গম তোলা যাবে না’। হুঁশিয়ারি দুর্গাপুর লরি মালিক সমিতির। কাল থেকে রেশন সামগ্রী কীভাবে দেওয়া যাবে? চিন্তায় রেশন ডিলাররা। ‘সবই তৃণমূলের কাটমানির জন্য হচ্ছে’। একযোগে কটাক্ষ বাম-বিজেপির। কথা বলে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন দুর্গাপুর পূর্বের তৃণমূল বিধায়ক ।
WB News Live Updates: কোর কমিটিতে নাম না থাকার পরেই জল্পনা বাড়ালেন রবীন্দ্রনাথ ঘোষ
কমিটি নিয়ে ক্ষোভ এবার তৃণমূলে। কোর কমিটিতে নাম না থাকার পরেই জল্পনা বাড়ালেন রবীন্দ্রনাথ ঘোষ। মুক্ত বিহঙ্গ বলে ফেসবুক পোস্ট।
West Bengal News Live: ফের চোখ রাঙাচ্ছে করোনা, রাজ্যে একদিনে ৩১জন সংক্রমিত
ফের চোখ রাঙাচ্ছে করোনা, রাজ্যে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় ৩১জন সংক্রমিত, ১জনের মৃত্যু। দিল্লিতেও বাড়ছে সংক্রমণ, একদিনে ১ হাজার ৯৪জন আক্রান্ত। দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত হয়ে ২জনের মৃত্যু। দেশে ফের বাড়ল সংক্রমণ, একদিনে ২ হাজার ৫২৭জন আক্রান্ত। কিছুটা কমে দেশে একদিনে করোনায় ৩৩জনের মৃত্যু। মাদ্রাজ আইআইটিতে একসঙ্গে ৫৫জন করোনা আক্রান্ত
WB News Live Updates: আইপিএলে বেটিংয়ের অভিযোগ, পার্ক স্ট্রিটে গ্রেফতার ৪
আইপিএলে বেটিংয়ের অভিযোগ, পার্ক স্ট্রিটে গ্রেফতার ৪। লালবাজারের গুন্ডাদমন শাখার হাতে গ্রেফতার ৪। উদ্ধার নগদ ২ লক্ষ ৭৭ হাজার টাকা। বাজেয়াপ্ত ৮টি মোবাইল ফোন, ল্যাপটপ।
West Bengal News Live: জাহাঙ্গিরপুরী-হিংসায় এবার দঃ ২৪ পরগনার মন্দিরতলায় দিল্লি পুলিশ
জাহাঙ্গিরপুরী-হিংসায় এবার দঃ ২৪ পরগনার মন্দিরতলায় দিল্লি পুলিশ । পূর্ব মেদিনীপুরের পর এবার দঃ ২৪ পরগনায় দিল্লি পুলিশের বিশেষ দল।দিল্লি-হিংসায় অভিযুক্তদের স্থায়ী ঠিকানার খোঁজে দিল্লি পুলিশ । মন্দিরবাজারের সেকেন্দরপুর গ্রামে গিয়ে দিল্লি পুলিশের জিজ্ঞাসাবাদ। ডায়মন্ড হারবার থানাতেও গেল দিল্লি পুলিশের বিশেষ দল