West Bengal News Live Updates: ইসরোর বিজ্ঞানীদের সম্মান জানিয়ে বিশেষ ঘোষণা রাজ্যপালের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: লিপস অ্যান্ড বাউন্ডসে ইডি। অভিষেক ফিরতেই পরিবারকে টার্গেটের অভিযোগ মমতার (Mamata Banerjee)। চক্রান্তের সন্দেহ।
নিয়োগ দুর্নীতির তদন্তের ইডির (Enforcement Directorate) তল্লাশি। এজেন্সির অত্যাচারের অভিযোগে বিস্ফোরক মমতা।
লিপস অ্যান্ড বাউন্ডসকে সামনে রেখেই দুর্নীতির টাকা লেনদেন? সূত্রের খোঁজে নিউ আলিপুরের অফিসে ১৮ ঘণ্টার ইডি তল্লাশি। অসংখ্য নথি, লেজার বুক বাজেয়াপ্ত।
শুধু অফিস ঘর ব্যবহারের জন্য কেন লিপস অ্যান্ড বাউন্ডস দিয়েছিল ৯৫ লক্ষ টাকা? কালীঘাটের কাকুর সংস্থার একাধিক সন্দেহজনক লেনদেনের খোঁজে এজেন্সি।
এবার আরও বাড়ল পুজো অনুদান। ৬০ হাজার থেকে বেড়ে ৭০ হাজার করে পুজো কমিটিকে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিদ্যুতের বিলের ৩ ভাগের ২ভাগ মকুব।
পুজো অনুদানে দরাজহস্ত মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। কটাক্ষ বিরোধীদের।
যাদবপুরের হস্টেলে ছাত্রের মৃত্যু। বিরলের মধ্যে বিরলতম ঘটনা, কোর্টে সওয়াল পুলিশের। সৌরভ, মনোতোষ, দীপশেখরের ফের পুলিশ হেফাজত।
ছাত্র মৃত্যুর ঘটনায় সৌরভই কিংপিন। অভিযুক্ত প্রাক্তনীকে বাঁচাতে কারা খুলেছিল হোয়াটসঅ্যাপ গ্রুপ? নেপথ্যে অভ্যন্তরীণ চক্রান্ত, দাবি পুলিশের।
যাদবপুরকাণ্ডে এবার তদন্ত কমিটির নজরে প্রভাবশালী ছাত্র নেতা অরিত্র। কীভাবে জড়িত? জিজ্ঞাসাবাদের জন্য বিশ্ববিদ্যালয়ের তলবের আগেই থানায় হাজিরা। জিজ্ঞাসাবাদ আরও ২ জনকে।
হস্টেলে ছাত্রের মৃত্যু, ফেসবুকে টিকিটের ছবি পোস্ট করে ঘটনার সময় কাশ্মীরে থাকার দাবি অরিত্রের। শ্রীনগরে গেলে কীভাবে পরপর ৩ দিন রেজিস্টারে সই? প্রশ্ন এসএফআইয়ের।
যাদবপুরকাণ্ডে উত্তপ্ত বিধানসভা। বিধানসভায় মুলতুবি প্রস্তাব বিজেপির।আলোচনায় সন্তুষ্ট না হয়ে ওয়াক আউট।
র্যাগিংয়ের অভিযোগে এবার বালিগঞ্জের টেকনোলজি হস্টেলে গিয়ে তদন্তে পুলিশ। ২ নিরাপত্তারক্ষী, ১ সাফাইকর্মীকে জিজ্ঞাসাবাদ।
বিশ্বভারতীতেও র্যাগিংয়ের অভিযোগ, হস্টেল থেকে ২ ছাত্র বহিষ্কার। পাঠানো হল গেস্ট হাউসে। সেন্ট্রাল অফিসে ৩ অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ।
বিশাখাপত্তনমে পড়তে গিয়ে নেতাজি নগরের ছাত্রীর রহস্যমৃত্যু। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর এবার তদন্তে সিআইডি।
একের পর এক র্যাগিংয়ের ঘটনায় তোলপাড় রাজ্য। অভিযোগ জানানোর জন্য এবার লালবাজারের টোল ফ্রি নম্বর।
র্যাগিংয়ের অভিযোগে এবার রণক্ষেত্র গড়িয়ার দীনবনধু অ্যানডরুজ কলেজ। টিএমসিপির ২ গোষ্ঠীর সংঘর্ষ। পথ অবরোধ করে আক্রান্তদের বিক্ষোভ।
মালদায় মহিলাদের বিবস্ত্র করে মার। মুখ্য ও স্বরাষ্ট্র সচিব, ডিজি, এসপিকে জাতীয় মানবাধিকার কমিশনের শোকজ। ক্লোজ হওয়া ৪ অফিসারের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট তলব।
ইতিহাস তৈরি করে চাঁদে পা রাখার অপেক্ষায় ভারত, শুরু কাউন্ট ডাউন। আজ সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর কাছে ল্যান্ডার বিক্রমের অবতরণ, জানাল ইসরো।
ইতিহাসের অপেক্ষায় ভারত। আজ সন্ধেয় চাঁদে ভারতের বিক্রম। এবিপি আনন্দে সরাসরি সম্প্রচার। খুঁটিনাটি বিশ্লেষণে জ্যোতির্বিজ্ঞানী। চাঁদ-মারি, বিকেল চারটেয়।
WB News LIVE Updates: সংখ্যালঘু ভোট নিয়ে শাসককে সোজাসাপটা বার্তা নৌশাদ সিদ্দিকির
সংখ্যালঘু ভোট নিয়ে শাসককে সোজাসাপটা বার্তা নৌশাদ সিদ্দিকির। কার্যত হুঁশিয়ারির সুর নৌশাদের গলায়। ফুরফুরার পঞ্চায়েতে বোর্ড গঠনের দিন অশান্তির ঘটনায় ৮ জনকে পুলিশের গ্রেফতারির পরই সুর চড়ালেন আইএসএফ বিধায়ক। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
West Bengal News LIVE: যাদবপুরকাণ্ডের প্রতিবাদে শুক্রবার বিজেপির যুবমোর্চার মিছিল
রাজ্যের যানজটের যুক্তি খারিজ। বৃহস্পতি নয়, যাদবপুরকাণ্ডের প্রতিবাদে শুক্রবার বিজেপির যুবমোর্চার মিছিল। গড়িয়াহাটের পরিবর্তে গোলপার্ক থেকে মিছিলের অনুমতি।
WB News LIVE Updates: বিজ্ঞান ও প্রযুক্তির পড়ুয়াদের উৎসাহ দিতে 'চন্দ্রযান পুরস্কার' ঘোষণা রাজ্যপালের
বিজ্ঞান ও প্রযুক্তির পড়ুয়াদের উৎসাহ দিতে 'চন্দ্রযান পুরস্কার' ঘোষণা রাজ্যপালের
পশ্চিমবঙ্গ ও কেরলের পড়ুয়াদের জন্য 'চন্দ্রযান পুরস্কার' ঘোষণা সিভি আনন্দ বোসের
West Bengal News LIVE: আগামী মঙ্গলবার সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
আগামী মঙ্গলবার সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
WB News LIVE Updates: ঝাড়খণ্ডের বেআইনি বালি খাদান মামলার তদন্তে সোনারপুর-সহ রাজ্যের ৩ জায়গায় তল্লাশি চালাল ইডি
ঝাড়খণ্ডের বেআইনি বালি খাদান মামলার তদন্তে সোনারপুর-সহ রাজ্যের ৩ জায়গায় তল্লাশি চালাল ইডি। সোনারপুর-রাজপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে প্রয়াত এক ব্য়বসায়ীর স্ত্রীর বাপের বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করা হয় প্রয়াত ব্য়বসায়ীর স্ত্রীকে।