Bangladesh: BNP-র আগরতলা অভিযান শুরুর আগে, দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের বক্তব্যে ফের উঠল যুদ্ধজিগির
Bangladesh News: বিএনপি-র আগরতলা অভিযান শুরুর আগে, দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের বক্তব্যে ফের উঠল যুদ্ধ জিগির। দ্বিপাক্ষিক বৈঠকে সম্প্রীতির দাবি করলেও বাংলাদেশের যুদ্ধজিগির অব্যাহত। আজ আগরতলা অভিযানের ডাক খালেদা জিয়ার দলের ৩টি সংগঠন। ঢাকার নয়া পল্টন থেকে আগরতলার কাছে ভারত-বাংলাদেশ সীমান্তের আখাউড়া পর্যন্ত মিছিল করবে BNP-র তিন সংগঠন। মিছিল করবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। আগরতলায় বাংলাদেশের কনস্য়ুলেটের কাজ আগেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইউনূস সরকার। অভিযান ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে ত্রিপুরা পুলিশ। আগরতলা চেকপোস্ট সংলগ্ন এলাকায় মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ, BSF ও CRPF। অস্থির হওয়ার পর থেকে বাংলাদেশে পাকিস্তানের তৎপরতা বেড়েছে। এই প্রথম চট্টগ্রাম বন্দরে সরাসরি এসে নোঙড় করেছে পাকিস্তানি জাহাজ। এই পরিস্থিতিতে, পাকিস্তানের এক কট্টরপন্থী ধর্মীয় নেতা ভারতকে সরাসরি হুমকি দিয়ে বললেন, পাকিস্তানের হাতে যে সব পরমাণু বোমা আছে, সেগুলোও বাংলাদেশের! ABP Ananda Live