West Bengal News : দমকলের অপারেটর পদের নিয়োগের আগের প্যানেল বাতিল
West Bengal news live updates : এক নজরে আজকের শিরোনাম ও লেটেস্ট নিউজ জানতে নজর রাখুন।
LIVE
Background
এক নজরে আজকের শিরোনাম ( Headlines )
১। 'দেওয়াল তোড় দো', ওএমআর শিট মামলায় বিস্ফোরক মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ( Abhijit Gangopadhyay )। জনসমক্ষে নয় কেন বিতর্কিতদের প্রাপ্ত নম্বর? কেন আড়াল? প্রশ্ন কমিশনকে।
২। ভুয়ো চাকরিপ্রাপকদের আর একদিনও স্কুলে ঢুকতে দেব না, হুঁশিয়ারি বিচারপতি বিশ্বজিৎ বসুর। এসএসসির তালিকা পেশের পর কাসবের প্রসঙ্গ টেনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ।
৩। বছর শেষেও থাকতে হবে জেলে। আদালতে অন্য মুডে পার্থ ( Partha Chatterjee )। দল দূরত্ব রাখলেও তৃণমূলের পাশেই আছেন, জানালেন প্রাক্তন মহাসচিব।
৪। অনুব্রতর ( Anubrata Mondal ) বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগের ৪ দিন পর শিবঠাকুরের গোপন জবানবন্দি আদালতে। কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার চেষ্টা। দুবরাজপুর মামলার নথি চাইল ইডি।
৫। পূর্ব বর্ধমানের সভায় প্রশাসনের আপত্তি। ৮ জানুয়ারি সভার ঘোষণা করে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেনদুর। ত্রিপুরায় কী হয়েছিল? পাল্টা আক্রমণে তৃণমূল।
৬। তৃণমূলের সোশাল মিডিয়া ও আইটি সেলের তরফে জেলায় জেলায় কার্টুন-সহ ফ্লেক্সে নিরুদ্দেশ ঘোষণা। শুভেনদুকে কটাক্ষ, অভিযোগ বিজেপির। ডিসেম্বর তারিখ বলে কেউ কার্টুন, পাল্টা তৃণমূল।
৭। কম্বল বিতরণকাণ্ডে পদপিষ্ট হয়ে মৃত্যুর তদন্তে সহযোগিতা করতেই হবে জীতেন্দ্র পত্নীকে। নির্দেশ বিচারপতির। চৈতালি তিওয়ারির বিরুদ্ধে নোটিস খারিজ মামলা আদৌ কি গ্রহণযোগ্য? প্রশ্ন আদালতের।
'সহযোগিতা করতেই হবে'
৮। ধনকড় পর্ব অতীত। রাজভবনে সাক্ষাৎ সেরে নতুন রাজ্যপালের ভূয়সী প্রশংসায় মুখ্যমন্ত্রী। বললেন, রাজ্যপাল খুব ভাল, আশা করি কোনও সমস্যা হবে না।
১০। উৎসবের মরশুমে ফের করোনার চোখ রাঙানি। পরিস্থিতির উপর নজর রাখছি, বললেন মুখ্যমন্ত্রী।
১১। বড়দিনের আগেই খুলছে সাঁতরাগাছি ব্রিজ। ডেডলাইনের আগেই কাজ শেষ। আজ থেকেই স্বাভাবিক হচ্ছে যান চলাচল।
১১এ। দেশের ষষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে বাংলা। চলবে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে। ৩০ ডিসেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
West Bengal Live: দমকলের অপারেটর পদের নিয়োগের আগের প্যানেল বাতিল
দমকলের অপারেটর পদের নিয়োগের আগের প্যানেল বাতিল। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ নতুন করে নিয়োগের আগে গাইড লাইন তৈরি করে দিল। সেই গাইড লাইন মেনে পাবলিক সার্ভিস কমিশন কে প্রক্রিয়া শুরু করতে হবে। তার আগে জার যা অভিযোগ আছে, সেসব সাতদিনের মধ্যে শুনতে হবে। খুলতে হবে পোর্টাল। পরের ১৫ দিনে সেই সব সমস্যার সমাধান করতে হবে।
সেই কাজ শেষ করতে হবে দুই মাসের মধ্যে।
WB News Live: 'ঘুষের টাকা ফেরত চাই, ফেরত দাও', হুঙ্কার শুভেন্দুর
'১২ ডিসেম্বরের মামলা ১৩ জানুয়ারি হয়ে গিয়েছে, ডিএ যেদিন দিতে হবে, সেদিন এই রাজ্যের বেতন বন্ধ হবে, লক্ষ্মীর ভাণ্ডারেও টান পড়বে, ঘুষের টাকা ফেরত চাই, ফেরত দাও', হুঙ্কার শুভেন্দুর।
West Bengal Live: শিক্ষকের পর এবার গ্রুপ ডি পদে নিয়োগেও 'দুর্নীতি' প্রকাশ্যে
১০০জনের মধ্যে ৯৪জনের ওএমআর শিটে নম্বর শূন্য, কমিশনের সার্ভারে ৪৩! বাকি ৬জনের মধ্যে ৫জনের প্রাপ্ত নম্বর ১, কমিশনের সার্ভারে ৪৩! গ্রুপ ডি নিয়োগে কমিশনের তথ্যেই বেনজির 'দুর্নীতি' প্রকাশ্যে। শিক্ষকের পর এবার গ্রুপ ডি পদে নিয়োগেও 'দুর্নীতি' প্রকাশ্যে। হাইকোর্টের নির্দেশে ১০০জনের তালিকা প্রকাশ করল এসএসসি।
WB News Live : উপাচার্যর বিরুদ্ধে আন্দোলন, সাসপেন্ড বিশ্বভারতীর ৫ ছাত্র
উপাচার্যর বিরুদ্ধে আন্দোলন, সাসপেন্ড বিশ্বভারতীর ৫ ছাত্র। আন্দোলনকারী ৫ ছাত্রকে সাসপেন্ড করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এক বছরের জন্য সাসপেন্ড বিশ্বভারতীর ৫ পড়ুয়া। সাসপেন্ড বিদ্যাভবনের ২ পড়ুয়া। ভাষাভবন, সঙ্গীত ভবন ও শিক্ষাভবনের একজন করে পড়ুয়া সাসপেন্ড। গতকাল চাকরি থেকে বরখাস্ত করা হয় অর্থনীতি ও রাজনীতি বিভাগের এক অধ্যাপককে
WB News Live : উপাচার্যর বিরুদ্ধে আন্দোলন, সাসপেন্ড বিশ্বভারতীর ৫ ছাত্র
উপাচার্যর বিরুদ্ধে আন্দোলন, সাসপেন্ড বিশ্বভারতীর ৫ ছাত্র। আন্দোলনকারী ৫ ছাত্রকে সাসপেন্ড করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এক বছরের জন্য সাসপেন্ড বিশ্বভারতীর ৫ পড়ুয়া। সাসপেন্ড বিদ্যাভবনের ২ পড়ুয়া। ভাষাভবন, সঙ্গীত ভবন ও শিক্ষাভবনের একজন করে পড়ুয়া সাসপেন্ড। গতকাল চাকরি থেকে বরখাস্ত করা হয় অর্থনীতি ও রাজনীতি বিভাগের এক অধ্যাপককে