West Bengal News Live Updates:তিহাড় জেলে সকন্যা-অনুব্রত, ফের পাশে থাকার বার্তা মমতার
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: কলকাতায় আজ এই মরশুমের শীতলতম দিন। এবারের শীতে এই প্রথম এগারোর ঘরে নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। উত্তুরে হাওয়া রীতিমতো কাঁপুনি ধরাচ্ছে। কাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। যার প্রভাব পড়তে পারে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়। ঘন কুয়াশায় ঢাকা দিল্লি, চলছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমেছে সাতের ঘরে। গোটা উত্তর ভারত শীতে জবুথবু। কুয়াশার জেরে দিল্লি থেকে ছাড়া ২৮টি ট্রেন দেরিতে চলছে। বিমান চলাচলেও প্রভাব পড়েছে।
রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধনের দিন তৃণমূলের (TMC) তরফে দেওয়া হল সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা। জেলায় জেলায় মিছিল করলেন তৃণমূলে নেতা-কর্মীরা। 'রাম'-ভজনা করলেন শিলিগুড়ির (Siliguri) তৃণমূল নেতা গৌতম দেব। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি (BJP)।
কলকাতা থেকে জেলায় জেলায়, তৃণমূলের তরফে দেওয়া হল সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে এদিন মিছিল করে তৃণমূল। সন্দেখালির এক এবং দুই নম্বর ব্লক মিলিয়ে সংহতি মিছিল করা হয়। জলপাইগুড়ি শহরেরও মিছিল করে তৃণমূল। মিছিল যায় বিজেপির জেলা পার্টি অফিসের সামনে দিয়ে। তখন, তৃণমূলের তরফে জয় বাংলা আর বিজেপির তরফে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়।
Bengal News LIVE Updates: বাংলায় 'INDIA' জোটের ভবিষ্য়ৎ কী? বার্তা রাহুলের
আসন-রফা নিয়ে তৃণমূলের সঙ্গে জটিলতার মধ্যেই, জোট-বার্তা দিলেন রাহুল গান্ধী। কিন্তু, তাৎপর্যপূর্ণভাবে সোমবারই সংহতি মিছিলের পর পার্ক সার্কাসের জনসভা থেকে সিপিএমকে এবং নাম না করে কংগ্রেসকেও আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বাংলায় 'INDIA' জোটের ভবিষ্য়ৎ কী? আদৌ কি কংগ্রেস-তৃণমূল জোট হবে?না কি কংগ্রেস-সিপিএম জোট বেধে লোকসভা ভোটে লড়বে? রাহুল গাঁধী বলেন, আমাদের সিট নেগোশিয়েশন চলছে, মমতাজির সঙ্গে আমার কথা হয়-পার্টির কথা হয়। কখনও কখনও ওদের কেউ বলে, কখনও আমাদের কেউ বলে, এটা বড় কিছু নয়।'
WB News LIVE Updates: DA-আন্দোলনকারীদের মঞ্চে শুভেন্দু
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে DA-আন্দোলনকারীদের মঞ্চে শুভেন্দু অধিকারী। সরকারি কর্মচারীদের ফের একবার নবান্ন অভিযান কর্মসূচি করার আহ্বান জানালেন বিরোধী দলনেতা। বাংলার বুকে গভীর কোনও চক্রান্তের ইঙ্গিত, মন্তব্য় করেছেন কুণাল ঘোষ।
West Bengal News LIVE Updates: কাজল শেখের ভূমিকায় ক্ষুব্ধ মমতা
কাজল শেখের ভূমিকায় ক্ষুব্ধ মমতা, নানুর-কেতুগ্রাম ছাড়া কোনও সংগঠন না দেখার নির্দেশ। পৌষ মেলা নিয়ে ডিএমের বৈঠক ছেড়ে বেরিয়ে আসায় ক্ষুব্ধ তৃণমূলনেত্রী: সূত্র
WB News LIVE Updates: মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় তাঁর প্রাক্তন বন্ধুকে তলব করল সিবিআই
মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় এবার, তাঁর প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদ্রাইকে তলব করল সিবিআই। আগামী বৃহস্পতিবার দুপুর ২টোয় সংশ্লিষ্ট বিষয়ে যাবতীয় তথ্যপ্রমাণ নিয়ে তাঁকে সিবিআই দফতরে সামনে হাজির হতে বলা হয়েছে।
West Bengal News LIVE Updates: 'মমতাজির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভাল', বার্তা রাহুল গাঁধীর
আসন-রফায় তৃণমূলের সঙ্গে জটিলতার মধ্যেই জোট-বার্তা রাহুলের। 'মমতাজির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভাল। আমার দলের সঙ্গেও ওঁর সম্পর্ক ভাল। আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। কখনও আমাদের কেউ কিছু বলে দেন, কখনও ওঁদের কেউ বলে দেন', এতে জোটে কোনও প্রভাব পড়বে না, বার্তা রাহুল গাঁধীর