West Bengal News Live: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭৪৬, মৃত্যু ১২ জনের
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২দিনে রাজ্যে ৯জনের মৃত্যু সোদপুরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যু এক পরিবারের ৩জনের মৃত্যুর পরে আবাসনে আতঙ্ক
LIVE
Background
কলকাতা : এক দুর্যোগ কাটতে পারল না, নতুন করে আরেক দুর্যোগের ভ্রুকুটি। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার ফের ঘনাচ্ছে নিম্নচাপ। তার জেরে সপ্তাহান্তে ফের বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।
দমদম.... সোদপুর। একই দিনে উত্তর ২৪ পরগনার দুই জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ২ কিশোরী সহ ৩ জনের। জমা জলের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ২ কিশোরীর মৃত্যু হয়েছে মতিঝিলের বান্ধবনগরে।
জমা জলে মৃত্যুফাঁদ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ বান্ধবীর মৃত্যু! মৃত দুই কিশোরীর নাম, স্নেহা বণিক, অনুষ্কা নন্দী। দু’জনেই মতিঝিল গার্লসের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। প্রতিবেশী এই দুই কিশোরীই, অভিন্ন হৃদয় বন্ধু! বুধবার, বিকেলে টিউশনে যাচ্ছিল দুই কিশোরী। পুরো রাস্তা জলমগ্ন। স্থানীয়রাই দু’জনকে উদ্ধার করে। আরজি কর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনার পরে, এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রাত ১০টা নাগাদ সোদপুরের রামচন্দ্রপুরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হন দীপক নাথ চৌধুরী নামে এক ব্যক্তি। খড়দার বলরাম বসু স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে, মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।রবিবার রাত থেকে শুরু হওয়া দুর্যোগে এই নিয়ে ২ দিনে রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ জনের মৃত্যু হল।
জলবন্দি ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন-তিনজনের মৃত্যু! মর্মান্তিক সেই ঘটনার সাক্ষী পরিবারের খুদে সদস্য। সেই ঘটনার পরের দিনই আবাসন ছেড়ে ত্রাণশিবিরে আশ্রয় নিল একাধিক পরিবার।
উত্তর ২৪ পরগনার খড়দার পাতুলিয়া সরকারি আবাসন জুড়ে এখন শুধুই আতঙ্ক। মঙ্গলবার এই আবাসনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মা ও তাঁদের বড় ছেলের মৃত্যু হয়। প্রতিবেশীদের সূত্রে খবর, ঘরের মধ্যে জল জমে ছিল। সেই সময় মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন গৃহকর্তা। স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন স্ত্রী। আর বাবা-মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় দশ বছরের বড় ছেলেও। খাটে বসে নিমেষের মধ্যে তিন-তিনজনের মৃত্যুর সাক্ষী হয় চার বছরের ছোট ছেলে। ওই ঘটনার জেরে পাতুলিয়ার এই সরকারি আবাসন ছেড়ে চলে যাচ্ছে একাধিক পরিবার। গ্রামপঞ্চায়েতের ত্রাণশিবিরে আশ্রয় নিচ্ছেন তাঁরা।
West Bengal News Live : ডেঙ্গি ইস্যুতে বৈঠক পুর প্রতিনিধিদের
ডেঙ্গি আক্রান্ত যুবকের মৃত্যুর পরই নড়ে বসল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন পুর প্রতিনিধিরা।
West Bengal News Live : বাংলা ঝাড়খণ্ড সীমান্তে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক
বাংলা ঝাড়খণ্ড সীমান্তে আসানসোলের কুলটি থানার বরাকর চেকপোস্ট থেকে গ্রেফতার যুবক। উদ্ধার ২৫টি আগ্নেয়াস্ত্র, ৪৬টি খালি ম্যাগাজিন। কোথা থেকে এল এত আগ্নেয়াস্ত্র ? তদন্তে পুলিশ।
West Bengal News Live : অভিনব উদ্যোগ পিয়ারলেস হাসপাতালে
শিশুদের জিনঘটিত বিরল এক রোগের ওষুধের দাম বছরে দেড় থেকে আড়াই কোটি টাকা। পিয়ারলেস হাসপাতালে এই রোগে আক্রান্ত ১৩ জন শিশুকে ওষুধ প্রস্তুতকারী সংস্থার উদ্যোগে বিনামূল্যে কোটি টাকার ওষুধ দেওয়া শুরু হয়েছে। তিন বছর ধরে এই ওষুধ দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে দাবি।
West Bengal News Live : সুকান্ত মজুমদারকে কটাক্ষ অনুব্রতর
ভেড়া ছিল, এখন ছাগল এসেছে। বিজেপির নতুন রাজ্য সভাপতি নিয়ে কটাক্ষ অনুব্রতর। যার যেমন বুদ্ধি, পশু-মানুষের পার্থক্যই বোঝে না, পাল্টা আক্রমণে দিলীপ।
West Bengal News Live : চিকিৎসায় গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যুর অভিযোগ দুর্গাপুরে
চিকিৎসায় গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যুর অভিযোগ দুর্গাপুরে। অভিযুক্ত চিকিৎসকের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের ।