West Bengal News Live April 24: ৪০ ডিগ্রির দোরগোড়ায় কলকাতার তাপমাত্রা, বাঁকুড়ায় পারদ ছাড়াল ৪৩!
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
কলকাতা: এসএসকেএম (SSKM) থেকে ছাড়া পেতেই নোটিস। গরুপাচারকাণ্ডে ফের সিবিআইয়ের (CBI) কাছে হাজিরা দিলেন না অনুব্রত (Anubrata Mandal)। চাইলেন ৪ সপ্তাহ সময়। অসুস্থতার কারণ দেখিয়ে নিজাম প্যালেসে হাজিরায় আরও সময় চাইলেন। চাইলে সিবিআইকে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদের প্রস্তাব দিলেন কেষ্ট।
হাসপাতাল থেকে ছাড়া পেতেই অনুব্রতকে তলব সিবিআইয়ের
একই সঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলাতেও অনুব্রতকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। কিন্তু তিনি যাচ্ছেন না বলে জানালেন তাঁর আইনজীবী। তাতে আর ডাকাডাকি নয়, সিবিআই একেবারে অনুব্রতকে গ্রেফতার করুক বলে দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পিছনে প্রতিহিংসা দেখছে তৃণমূল। গটআপ বল বলে খোঁচা দিয়েছে বামেরাও।
অন্য দিকে, সিবিআইয়ের পর গরুপাচারকাণ্ডে (Cattle Smuggling) ইডির (ED) জালে সাসপেন্ডেড বিএসএফ কম্যান্ডান্ট সতীশ। তিনি ১২ কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। টানা ৮ ঘণ্টা জেরার পরে গ্রেফতার করা হয়েছে তাঁকে।
আরও পড়ুন:Coochbehar : কোচবিহারে তৃণমূলের নতুন কোর কমিটিতে নাম নেই রবীন্দ্রনাথ ঘোষের ! শুরু বিতর্ক
এখনও ছাত্রমৃত্যুতে উত্তাল বিশ্বভারতী (Visva Bharati)। উপাচার্যের সঙ্গে দেখা করতে চেয়ে তাঁর বাড়ির সামনে দফায় দফায় বিক্ষোভ। উপাচার্যের বাড়ির সামনে থেকে বাইক বাহিনী সরায় পুলিশ। সিবিআই তদন্তের দাবি জানিয়েছে ছাত্রের পরিবার। উপাচার্যের বিরুদ্ধে চড়ছে সুর। পাল্টা জবাব দিয়েছেন উপাচার্য। বৃহস্পতিবার হস্টেলে দ্বাদশ শ্রেণির ছাত্র অসীম দাসের মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়। মৃতের পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে অসীমকে।
বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন থেকে যে লগ্নির আশ্বাস বাস্তবায়িত করতে তৎপর রাজ্য
বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন থেকে যে লগ্নির আশ্বাস মিলেছে, তা যাতে দ্রুত বাস্তবায়িত করা যায়, তার জন্য তৎপরতা বাড়াল রাজ্য প্রশাসন। শিল্প সম্মেলন শেষ হওয়ার দুদিনের মাথায় বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে বৈঠক করে কাজের গতি বাড়ানোর নির্দেশ দিলেন মুখ্যসচিব। প্রশাসন সূত্রে এমনই খবর।
কোচবিহারে তৃণমূলের কোর কমিটি নিয়ে বিতর্ক। জেলা চেয়ারম্যানের দাবি, নতুন কোর কমিটির সত্যতা নিয়েই প্রশ্ন রয়েছে তাঁর। পাশাপাশি কমিটিতে রবীন্দ্রনাথ ঘোষের নাম না থাকা নিয়েও, সংশয় প্রকাশ করেছেন। যা নিয়ে পাল্টা জবাব দিয়েছেন জেলা সভাপতি। কমিটি-বিতর্কে শাসক দলকে খোঁচা দিয়েছে বিজেপি।
West Bengal News Live Updates: ৪০ ডিগ্রি ছুঁইছুঁই কলকাতার পারদ
৪০ ডিগ্রি ছুঁইছুঁই কলকাতার পারদ। অনেক জেলাতেই তাপমাত্রা ৪০ পার। ঊর্ধ্বমুখী তাপমাত্রার সঙ্গে লাগামছাড়া আর্দ্রতায় অস্বস্তি চরমে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী চার থেকে পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে। উল্টে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে একাধিক জেলায়।
WB News Live Updates: রামপুরহাট হত্যাকাণ্ডে বড়শাল গ্রাম পঞ্চায়েতের ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ
রামপুরহাট হত্যাকাণ্ডে বড়শাল গ্রাম পঞ্চায়েতের ঠিকাদার নয়ন শেখকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল সিবিআই। ফের জিজ্ঞাসাবাদ করা হয় স্বজনহারা মিহিলাল শেখ ও তাঁর ভাইপোকে। সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পাশাপাশি, বয়ান রেকর্ড করা হয় তিনজনেরই। খুনের নেপথ্যে কোনও আর্থিক যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছে সিবিআই।
West Bengal News Live Updates: বাইক হাতিয়ে নিতে পরিকল্পিত মাওবাদী হামলা?
ঝাড়গ্রামে গুলি চালিয়ে জাতীয় সড়ক থেকে বাইক ছিনতাইয়ের ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। গুলিবিদ্ধ ব্যক্তির পরিবারের সন্দেহ, হামলা চালিয়েছে মাওবাদীরাই। শনিবার শ্যুটআউটের নেপথ্যে পারিবারিক বিবাদের কথা বললেও, রবিবার ঝাড়গ্রাম পুলিশ সূত্রে খবর, সব ধরনের সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।
WB News Live Updates: বনগাঁয় প্রকাশ্যে তৃণমূলের কোন্দল
বনগাঁয় প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অফিসে তালা লাগানোর অভিযোগ প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে। অভিযোগ ওড়ালেন শাসক দলের নেতা। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকে কটাক্ষ করেছে বিজেপি।
West Bengal News Live Updates: কাটোয়ায় বাসে বিস্ফোরক পাচারের চেষ্টা বানচাল
পূর্ব বর্ধমানের কাটোয়ায় বাসে বিস্ফোরক পাচারের চেষ্টা বানচাল। পুলিশি তৎপরতায় ধরা পড়ে গেল বিস্ফোরক পাচারকারী। পুলিশ সূত্রে খবর, মোট ৭ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। ধৃতকে জেরা করে এক বিস্ফোরক ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে পুলিশ।