West Bengal News Live Updates: সেনার আদলে পোশাক পরে সটান যাদবপুর ক্যাম্পাসে! স্বতঃপ্রণোদিত মামলা দায়ের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: হাতের মুঠোয় চাঁদ (Chandrayaan 3 Mission)। ইতিহাস গড়ল ভারত। ধাপে ধাপে গতি কমিয়ে চন্দ্রবক্ষে পাখির পালকের মতো (Soft Landing) অবতরণ করল চন্দ্রযান ৩।
অন্তরালে থাকা চাঁদের দক্ষিণ মেরুর কাছে প্রথম দেশ হিসেবে পৌঁছে গেল ভারত। সন্ধে ৬টা ৪মিনিটে সফল অবতরণ ল্যান্ডার বিক্রমের (Lander Module Vikram)। সুদূর জোহানেসবার্গ থেকে অভিনন্দন মোদির (PM Narendra Modi)।
মুছে গেল চন্দ্রযান-২-এর ব্যর্থতা। মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস গড়ল ভারত। ঘড়ি মিলিয়ে সেফ ল্যান্ডিং বিক্রমের। ১৪দিন চাঁদের মাটিতে পরীক্ষা-নিরীক্ষা চালাবে রোভার প্রজ্ঞান।
মহাকাশের সুপার লিগে এবার ভারত, শুভেচ্ছা মমতার (CM Mamata Banerjee)। ১৯৬২-তে শুরু ভারতের মহাকাশ গবেষণা নতুন উচ্চতায়, বার্তা রাহুলের। জাতীয় পতাকা উড়িয়ে উচ্ছ্বাস শুভেন্দুর।
চাঁদ তারে তোড় লাঁয়ু..। নিজের ছবির গানের লাইন উদ্ধৃত করে ইসরোকে অভিনন্দন শাহরুখের। অক্ষয়, কাজল, সানি থেকে প্রসেনজিৎ-শুভেচ্ছা জানালেন তারকাদের।
লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেক, ডিরেক্টর ছিলেন ২০১২-র এপ্রিল থেকে ২০১৪-র জানুয়ারি পর্যন্ত। মমতার আক্রমণের পরদিনই বিবৃতিতে দাবি ইডির।
লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর ছিলেন অভিষেক, দাবি ইডি-র। ফাঁসিতে ঝুলতে হবে না, এজেন্সিকে সাহায্য করুন, খোঁচা শুভেনদুর। আপনি কবে তদন্তকারী সংস্থার অফিসে যাবেন, পাল্টা অভিষেক।
ইডির স্ক্যানারে লিপস অ্যান্ড বাউন্ডসের কর্মীর ফোন, সিজ মোবাইল। তথ্য লোপাট হয়েছে কি? যেত কি কোনও নির্দেশ? তথ্য জানতে ফোন যাচ্ছে ফরেন্সিকে।
WB News Live Update: মাটিগাড়ায় ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় এবার এনকাউন্টারের পক্ষে সওয়াল করলেন শুভেন্দু অধিকারী
মাটিগাড়ায় ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় এবার এনকাউন্টারের পক্ষে সওয়াল করলেন শুভেন্দু অধিকারী। টানলেন উত্তরপ্রদেশের প্রসঙ্গ। উত্তেজনা ছড়ানোর চেষ্টা বলে তোপ তৃণমূলের। বাংলা উত্তরপ্রদেশ হোক চাই না, মন্তব্য নৌশাদ সিদ্দিকির।
WB News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগানোর দাবিতে সরব, স্বরূপনগরে বিরোধিতা টিএমসিপির!
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগানোর দাবিতে সরব, স্বরূপনগরে বিরোধিতা টিএমসিপির! স্বরূপনগরে কলেজে সিসিটিভি লাগানোর প্রতিবাদে ভাঙচুর। সিসিটিভি লাগানোর প্রতিবাদে ছাত্র আন্দোলনে উত্তাল স্বরূপনগরের শহিদ নুরুল ইসলাম কলেজ। অধ্যক্ষের ঘরে তাণ্ডব, ভাঙচুর আসবাব, সিসিটিভি। টিচার্স কমন রুমের সিসিটিভি ভাঙচুর পড়ুয়াদের।
WB News Live Update: ইডি-র নজরে লিপস অ্যান্ড বাউন্ডসের হার্ড ডিস্ক
ইডি-র নজরে লিপস অ্যান্ড বাউন্ডসের হার্ড ডিস্ক। কনসালটেন্সি ফার্মের আড়ালে অন্য খেলা? উত্তরের খোঁজে ইডি। নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে উদ্ধার হার্ড ডিস্কে বেশকিছু কোম্পানির নাম, খবর ইডি সূত্রে।
WB News Live: সেনার আদলে পোশাক পরে সটান যাদবপুর ক্যাম্পাসে! স্বতঃপ্রণোদিত মামলা দায়ের
গতকাল নিজে থেকেই নিরাপত্তা দিতে চেয়ে যাদবপুর কর্তৃপক্ষের কাছে আর্জি জানায় স্বেচ্ছাসেবী সংস্থা। অনুমতি ছাড়া কীভাবে এমন পোশাক? প্রশ্নের মুখে ভুল স্বীকার করে ক্যাম্পাস ছেড়েছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। ক্যাম্পাস ছাড়েন এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির প্রতিনিধিরা।
WB News Live Update: সেনার আদলে পোশাক পরে সটান যাদবপুর ক্যাম্পাসে! স্বতঃপ্রণোদিত মামলা দায়ের
সেনার আদলে পোশাক পরে সটান যাদবপুর ক্যাম্পাসে! স্বতঃপ্রণোদিত মামলা দায়ের যাদবপুর থানার। ডেকে পাঠানো হতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে।