West Bengal News Live Updates: রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতি-তদন্ত চলাকালীনই আজ প্রাথমিকের টেট
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: লক্ষ কন্ঠে গীতাপাঠকে (Geeta Path) কেন্দ্র করে একাধিক বিশ্ব রেকর্ড (World Record) গড়তে প্রস্তুত কলকাতার (Kolkata) ব্রিগেড প্যারেড গ্রাউন্ড (Brigrade parade ground)। ১ লাখ ৩০ হাজার মানুষ গীতা পাঠের জন্য নাম এমনটাই দাবি।
গতবার মায়াপুরে একসঙ্গে ৫ হাজার মানুষ গীতা পাঠ করেছিলেন। আর এবার, ব্রিগেডে হবে লক্ষ কন্ঠে গীতাপাঠ। অভিনব এই উদ্যোগ নিয়েছে, অখিল ভারতীয় সংসকৃত পরিষদ, সংস্কৃতি সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম। সকাল ৯টায় এই অনুষ্ঠান শুরু হবে ২০ হাজার ৮টি শঙ্খধ্বনিতে। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে ‘লক্ষ কন্ঠে গীতা পাঠ’ অনুষ্ঠান । দ্বারকার শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী, পুরীর দ্বৈতাপতির উপস্থিতিতে এই অনুষ্ঠানের শুভারম্ভ হবে।
ব্রিগেডে অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন,’অর্থাভাবে আমরা ট্রেন দিতে পারিনি,তাই উত্তরবঙ্গ থেকে ছয় হাজার আবেদন পেয়েছি । দক্ষিণবঙ্গ ও সংলগ্ন এলাকা থেকে এক লাখ ত্রিশ হাজার আবেদন জমা পড়েছে । এত আবেদন জমা পড়বে আমরা আশা করিনি ।’
ব্রিগেডে লক্ষ কন্ঠে গীতাপাঠের আয়োজন করেছে অখিল ভারতীয় সংসকৃত পরিষদ, সংস্কৃতি সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম প্রভৃতি বিভিন্ন অরাজনৈতিক হিন্দু সংগঠনগুলি । মোট ২০টি ব্লক তৈরি করা হয়েছে । প্রতিটি ব্লকে ৫ হাজার জন করে ধর্মীয় গুরুকে বসানো হবে । মূল মঞ্চ হবে ৩ টে ।
গঙ্গা থেকে জল এনে হোম যজ্ঞ করে খুঁটি পূজার মাধ্যমে এই গীতা পাঠের অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতন সংস্কৃতি সংসদের সভাপতি।
West Bengal News LIVE Updates: বনদফতরের জারি করা বিশাল অঙ্কের ক্যাম্পিং-ফি-এর গেড়োয় অনিশ্চিত জয়ন্তির প্রকৃতি-পাঠ শিবির
বনদফতরের জারি করা বিশাল অঙ্কের ক্যাম্পিং-ফি-এর গেড়োয় অনিশ্চিত জয়ন্তির প্রকৃতি-পাঠ শিবির
WB News LIVE Updates: ডোমকলে চাঞ্চল্য সৃষ্টি বালতি ভর্তি বোমা উদ্ধার
ডোমকলে চাঞ্চল্য সৃষ্টি বালতি ভর্তি বোমা উদ্ধার করল ডোমকল থানার পুলিশ ডোমকলের নরজপুর সবজিপাড়া মাঠের মধ্যে বোমা উদ্ধার করে পুলিশ।
West Bengal News LIVE Updates: সরকারি বাসের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের
সরকারি বাসের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। ঘটনায় ব্যাপক উত্তেজনা মালদার চাঁচলের আশাপুর রাজ্য সড়কের হসপিটাল মোড় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, সরকারি বাসটি বেপরোয়া গতিতে আসছিল যার কারণে এই দুর্ঘটনা, যদিও বাসের চালক বাস নিয়ে পালানোর চেষ্টা করলে চাচোল স্ট্যান্ড এলাকায় স্থানীয়রা ধরে ফেলে। উত্তেজিত জনতা সরকারি বাসে ব্যাপক ভাংচুর চালায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচলের এসডিপিও শুভেন্দু মন্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।
WB News LIVE Updates: সাধারণতন্ত্র দিবসে দিল্লীর রাজপথে প্যারেডে অংশ নেবেন বাঁকুড়ার জঙ্গল মহলের এক আদিবাসী কন্যা
সাধারণতন্ত্র দিবসে দিল্লীর রাজপথে প্যারেডে অংশ নেবেন বাঁকুড়ার জঙ্গল মহলের এক আদিবাসী কন্যা। খাতড়ার চিরুনগর গ্রামের সুস্মিতা সরেনের এই সাফল্যে খুশীর হাওয়া এলাকা জুড়ে। বাবা সহদেব সরেন পেশায় স্থানীয় সুপুর হাই স্কুলের শিক্ষক, মা মমতা সরেন প্রাথমিক শিক্ষিকা হলেও প্রত্যন্ত চিরুনগর গ্রাম থেকে দিল্লীর রাজপথ সুস্মিতার এই জার্নিটা মোটেই সহজ ছিলনা। খড়বন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষার পাঠ শেষ করে গড় রাইপুর হাই স্কুল থেকে মাধ্যমিক ও খাতড়ার কংসাবতী শিশু বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ শেষে বর্তমানে বাঁকুড়া সম্মিলনী কলেজে সংস্কৃত অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী সে। এই কলেজে পড়াশুনা করতে এসেই এন.এস.এস অর্থাৎ জাতীয় সেবা প্রকল্পে নিজের নাম লেখানোর সুযোগ পায় সে। পরে চলতি বছরে নভেম্বর মাসে দেশের পূর্বাঞ্চলের রাজ্য গুলিকে নিয়ে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। আর সেখান থেকেই এরাজ্যের আটজন সাধারণতন্ত্র দিবসে দিল্লীতে প্যারেডে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছেন, জঙ্গল মহলের সুস্মিতা সরেন তাঁদের মধ্যে অন্যতম।
West Bengal News LIVE Updates: টেট পরীক্ষার দিন সকালেই ভাঙলো হাবরা এক নম্বর রেলগেট
টেট পরীক্ষার দিন সকালেই ভাঙলো হাবরা এক নম্বর রেলগেট। আর তাতেই বিপত্তিতে পড়লেন টেট পরীক্ষার্থী সহ নিত্যযাত্রীরা। রবিবার ছুটির দিন হলেও আজ কয়েক লক্ষ পরীক্ষার্থী টেট পরীক্ষা দিতে হাবরা অশোকনগর ট্রেনে করে আসছেন। এছাড়াও আজ ব্রিগেডে রয়েছে লক্ষ্য কন্ঠে গীতা পাঠ সকলেরই আজ দেরি হল এই গেট ভাঙ্গার কারণে ট্রেন বিলম্বে আসায়। মাঝের হাট লোকাল চল্লিশ মিনিট পরে হাবরা স্টেশনে আসে জানালেন নিত্যযাত্রীরা। পাশাপাশি হাবড়ায় উড়ালপুলের দাবি জানাতেও শোনা গেল নিত্যযাত্রীদের। রেল পরিষেবার নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করলেন যাত্রীরা. গৃহবধূ কান্নায় ভেংগে পড়েছেন