West Bengal News Live Updates: 'মমতা দেশের সেরা ১০ রাজনীতিবিদের মধ্যে একজন’, মন্তব্য মিঠুনের
জেলা জেলা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে ক্লিক করুন এই লিঙ্কে।
LIVE
Background
এক নজরে আজকের শিরোনাম ( Morning Headlines )
১। বকেয়া ডিএ-র ( DA ) দাবিতে পথে নেমে পেটে-মুখে জুটল পুলিশের ঘুষি! কয়েকজন পুলিশও আহত। গ্রেফতার ৪৭। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা সহ ৯টি ধারায় মামলা।
২। চাকরি চেয়ে পুলিশের কামড়ের পর এবার বকেয়া ডিএ চেয়ে জুটল পুলিশের ঘুষি। এ কেমন পুলিশ? প্রশ্ন বিরোধীদের। নেপথ্যে রাজনীতি, পাল্টা ফিরহাদ।
৩। কার নির্দেশে অতিরিক্ত শূন্যপদে অবৈধদের নিয়োগে এসএসসির ( SSC ) আবেদন? মাথা খুঁজতে সিবিআইকে নির্দেশ হাইকোর্টের। এক সপ্তাহে রিপোর্ট তলব।
৪। কমিশনকে সামনে রেখে কেউ কেউ বিশ্বকাপ খেলছে। মাথা খোঁজার নির্দেশ হাইকোর্টের। আবেদনপত্রে শিক্ষামন্ত্রীর সুর, মন্তব্য বিচারপতির।
৫। অবৈধদের নিয়োগ-মামলায় আজ শিক্ষা সচিবকে হাজিরার নির্দেশ। শিক্ষামন্ত্রী আসতে চাইলে স্বাগত, দালালকেও স্বাগত, মন্তব্য বিচারপতির।
‘৬। আবেদন-বিতর্কে দায় নিলেন কমিশনের চেয়ারম্যান। আপনি কি চাঁদমারি? পাল্টা প্রশ্ন বিচারপতির। ত্রুটি বুঝে প্রত্যাহারের সওয়াল রাজ্যের।
৭। 'ডিসেম্বরে ধরা পড়বে বড় চোর'... ডিসেম্বর ডেডলাইন নিয়ে ফের হুঙ্কার শুভেন্দুর। কিছু হলে প্রমাণিত হবে বিজেপির কথায় চলছে এজেন্সি, পাল্টা কুণাল।
৭। কেন্দ্রের বকেয়া টাকা নিয়ে মমতার আক্রমণ, জবাব শুভেন্দুর।
৮। বাংলার রাজ্যপাল পদে শপথ কেরলের সিভি আনন্দ বোসের। বিজেপি ত্যাগী ২ বিধায়কের পাশে কেন বিরোধী দলনেতার আসন? প্রশ্ন তুলে শপথে গরহাজির শুভেন্দু। নাটক করছেন, পাল্টা কুণাল।
৯। শপথ নিয়েই প্রথম অভিযোগ পেলেন রাজ্যপাল। ঝালদা পুরসভায় প্রশাসক বসানোর ষড়যন্ত্র করছে রাজ্য, বোসের হস্তক্ষেপ চেয়ে চিঠি অধীরের।
১০। কেন্দ্রের জন্যেই সার পাচ্ছেন না চাষিরা। দরবার করতে বিজেপি বিধায়কদের বার্তা মুখ্যমন্ত্রীর। বাংলায় তো সারের কালোবাজারি, পাল্টা শুভেন্দু।
১১। এনআরসি-র নামে ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত, অভিযোগে মমতার। অধিকার ছিনিয়ে নেওয়ার হুঙ্কার। শুধুই রাজনীতি, পাল্টা শুভেন্দু।
১২। পঞ্চায়েত ভোটের আগে পুরুলিয়ায় মিঠুন। বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ।
WB News Live Updates: 'মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সেরা ১০ রাজনীতিবিদের মধ্যে একজন’, মন্তব্য মিঠুনের
‘আমি সুভাষ চক্রবর্তীর কাছের লোক। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সেরা ১০ রাজনীতিবিদের মধ্যে একজন। মমতার কিছু মাস্টারস্ট্রোক, বিজেপি-সিপিএম-কংগ্রেস বুঝতেই পারেনি। অভিষেক খুব ভাল বক্তা, বাকি যা শুনছি, সেটা অন্য দিক’, মন্তব্য মিঠুনের
West Bengal News Live Updates: নজরে হাম-রুবেলা
হঠাৎ করে বেড়েছে হাম ও রুবেলার প্রকোপ। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে তৎপর কেন্দ্র। ২০২৩-এর ডিসেম্বরের মধ্যে ১০০ শতাংশ ভ্যাকসিনেসন করতে হবে। তৈরি করতে হবে টাস্কফোর্স। রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। তৎপর কলকাতা পুরসভাও।
WB News Live Updates: কলকাতায় কেক মিক্সিং
মাঝে আর ঠিক একটা মাস। তারপরই ঘণ্টা বাজিয়ে হাজির হবে সান্তা। বড়দিনের উত্সবে মাতবে সবাই। সেই উত্সবের কথা মাথায় রেখেই কেক মিক্সিং হয়ে গেল স্পেশালিটি রেস্তোরাঁ গ্রুপের ড্যারিওল বেকারি অ্যান্ড কনফেকশনারিতে। এখন শুধু স্বাদ নেওয়ার অপেক্ষা।
West Bengal News Live Updates: প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক
৫ই ডিসেম্বর, দিল্লিতে জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠক হবে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সেই বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, আগামী বছর মেঘালয়ে বিধানসভা ভোট। তার আগে ১২ই ডিসেম্বর, মেঘালয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
WB News Live Updates: রাজ্য সরকারের কমিটি ছাড়লেন বিভাস চক্রবর্তী
রাজ্য সরকারের কমিটি ছাড়লেন বিভাস চক্রবর্তী। নজরুল অ্যাকাডেমি থেকে অব্যাহতি চেয়ে ই-মেল। ‘আমার পক্ষে কমিটিতে থাকা সম্ভব নয়, জানিয়ে দিয়েছি’।