West Bengal News Live Updates: মল্লিকবাজারের হাসপাতালের ৮ তলার কার্নিস থেকে পড়ে মৃত্যু হল রোগীর
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: এসএসসি দুর্নীতি (SSC Scam) মামলায় মন্ত্রী পরেশের (Paresh Adhikari) কন্যা অঙ্কিতার শূন্য পদে চাকরি দিতে হবে মামলাকারী ববিতাকে। ৩০ জুনের মধ্যে নিয়োগপত্র দেবে পর্ষদ, নির্দেশ হাইকোর্টের (Highcourt)।
নির্লজ্জতার সঙ্গে বেআইনি পদক্ষেপ করে অঙ্কিতাকে নিযুক্ত। অঙ্কিতার জমা দেওয়া প্রায় আট লক্ষ টাকা ১০ দিনের মধ্যে পাবেন ববিতা। নির্দেশ হাইকোর্টের।
দুর্নীতি মামলায় ববিতার সঙ্গে কথা ইডির। ডেটারুম সিবিআইয়ের হাতে, রিপোর্ট দেওয়া সম্ভব নয়। নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে জানালেন এসএসসি চেয়ারম্যান।
কর্মীদের বকেয়া মহার্ঘভাতা না মেটানোয় রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা ও বিদ্যুৎ সংবহন সংস্থার কর্তাদের বেতন বন্ধের নির্দেশ। কর্মীরা টাকার জন্য কাঁদছেন, অবাক লাগে, মন্তব্য হাইকোর্টের।
টাকা দিয়েছিলাম শুভেন্দুকে। চিঠি দিয়ে আদালততে জানিয়েছি। সারদা মামলায় আদালতে হাজিরা দিতে এসে বিস্ফোরক সুদীপ্ত সেন।
ঘোর সঙ্কটে মহারাষ্ট্রের জোট সরকার। অঙ্কের দিক থেকে ক্রমশ দুর্বল উদ্ধব। শিবসেনা ও নির্দল মিলিয়ে সঙ্গে ৫২ বিধায়ক। এবিপি আনন্দে দাবি একনাথ শিণ্ডের।
দল ভাঙার চেষ্টা বিদ্রোহী বিধায়কদের। শিবসেনা, বাল ঠাকরের নাম ব্যবহার না করে নিজেদের অস্তিত্ব প্রমাণ করে দেখান। শিণ্ডেকে পাল্টা আক্রমণ কোণঠাসা উদ্ধবের।
বিদ্রোহ ঠেকাতে নতুন রণকৌশল শিবসেনার। গুয়াহাটি থেকে মুম্বইতে বিদ্রোহী বিধায়কদের ফেরত আনতে অনাস্থার আগে, বিধানসভায় আস্থা প্রস্তাব আনার পরিকল্পনা।
মহারাষ্ট্রে শিবসেনায় বিদ্রোহ দমন করতে আইনি পথে উদ্ধব শিবির। দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নিতে ১৭ জন বিধায়কের নাম পাঠানো হল ডেপুটি স্পিকারের কাছে।
মহারাষ্ট্র মামলা পৌঁছল সুপ্রিম কোর্টে। শুনানি ২৯ তারিখ। রণকৌশল বৈঠকে অংশ নিতে শিবসেনা ভবনে আদিত্য ঠাকরে। বাড়ি থেকে বেরিয়ে দেখালেন ভিকট্রি সাইন।
ঘরের লোকের বিশ্বাসঘাতকতা, আক্রমণ উদ্ধব পুত্রের। বিরোধীশূন্য করতে চায় বিজেপি, আক্রমণ অধীরের। হিন্দুত্বের নীতি থেকে সরে এসেছে শিবসেনা, কটাক্ষ সুকান্তর।
মোদি-শাহদের নিয়ে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দাখিল এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর। সনিয়া-মমতাকে ফোন করে চাইলেন সমর্থন।
উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণ। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ছশো পার, মৃত্যু দুজনের। কলকাতা মেডিক্যালের হস্টেলে সংক্রমিত ৪ জন পড়ুয়া। লালগোলায় ডেঙ্গিতে মৃত ১।
এবার ৭ থেকে ১১ বছর বয়সের শিশুদের জন্য করোনা ভ্যাকসিনের সুপারিশ। কোভোভ্যাক্স ভ্যাকসিন দেওয়া যেতে পারে, সুপারিশ ডিসিজিআই-এর বিশেষজ্ঞ কমিটির।
সোমবার থেকে খুলছে স্কুল। কোভিড বিধি পালনে অতিরিক্ত জেলা শাসককে নোডাল অফিসার নিয়োগ। আজ থেকে স্কুলে আসতে নির্দেশ শিক্ষক-শিক্ষাকর্মীদের।
১৫ অক্টোবরে ভারতে আয়োজিত মহিলাদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে গ্রুপ এ-তে ভারত-ব্রাজিল। ১৭ অক্টোবর ভারত-ব্রাজিল ম্যাচ।
দলবদলের বাজারে এটিকে মোহনবাগানে চমক। ফ্রান্সের তারকা ফুটবলার পল পোগবার দাদা ডিফেন্ডার ফ্লোরেন্টিন পোগবা আসতে চলেছেন সবুজ-মেরুনে।
WB News Live Updates: দুর্নীতিতে অভিযুক্ত পরেশ অধিকারীর সরকারি পদপ্রাপ্তি
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রী পরেশ অধিকারীর সরকারি পদপ্রাপ্তি। হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান করা হল পরেশ অধিকারীকে। তীব্র কটাক্ষ ]বিরোধীদের। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
West Bengal News Live Updates: পাঁচলা ও উলুবেড়িয়ার ক্ষতিগ্রস্ত দলীয় অফিস পরিদর্শনে সুকান্ত মজুমদার
হাওড়ার পাঁচলা ও উলুবেড়িয়ার ক্ষতিগ্রস্ত দলীয় অফিস ঘুরে দেখলেন বিজেপির রাজ্য সভাপতি। উলুবেড়িয়ার পার্টি অফিস গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করেন তিনি। এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।
WB News Live Updates: রাজ্যে 'কাজ নেই', ভিনরাজ্যে পাড়ি তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত সদস্যের
বাংলায় কাজ পাচ্ছেন না। এমনই দাবি করে কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্য। যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
West Bengal News Live Updates: তলব সত্ত্বেও আমহার্স্ট স্ট্রিট থানায় হাজিরা দিলেন না নূপুর শর্মা
তলব করা সত্ত্বেও আমহার্স্ট স্ট্রিট থানায় হাজিরা দিলেন না সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মা। এর আগে নারকেলডাঙা থানার তলবও এড়িয়েছেন তিনি। সূত্রের খবর, ইমেলে প্রাণসংশয়ের আশঙ্কা প্রকাশ করে পুলিশের কাছে ৪ সপ্তাহ সময় চেয়েছেন নূপুর ।
WB News Live Updates: শুভেন্দুর গ্রেফতারির দাবিতে পথে নামছে তৃণমূল
শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করার দাবিতে পথে নামছে তৃণমূল। সোমবার CGO কমপ্লেক্সের পাশাপাশি, হলদিয়া ও কাঁথিতে অবস্থান-বিক্ষোভ করা হবে। রাজ্যপালের দ্বারস্থও হবে তারা।