(Source: ECI/ABP News/ABP Majha)
BJP News: উপনির্বাচনেও বিজেপির ভরাডুবি, কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা তথাগত রায়ের
ABP Ananda Live: উপনির্বাচনেও বিজেপির ভরাডুবি, কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা তথাগত রায়ের। 'রাজ্য নেতৃত্বের থেকে কেন্দ্রীয় নেতৃত্বের গলদ বেশি'। 'পশ্চিমবঙ্গের মতো এমন কঠিন রাজ্যে পূর্ণসময়ের সভাপতি নেই!' 'বিজেপি নেতাদের বক্তৃতায় কোনও সামঞ্জস্য নেই'। 'বিজেপির কোনও লাইন নেই, কী বলতে হবে কেউ জানেন না'। উপনির্বাচনে ভরাডুবির পর বিস্ফোরক বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়।
মহারাষ্ট্রে ঐতিহাসিক জয়ের পর শনিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে অবস্থিত বিজেপির সদর দফতরে আয়োজিত বিজয় উৎসবে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi। সেখানে বক্তব্য রাখার সময়ে মহারাষ্ট্রে (Maharashtra) বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি (Mahayuti) জোটের রের্কড জয়ের জন্য সেখানকার মানুষকে অভিনন্দন জানানোর পাশাপাশি কংগ্রেস নেতৃত্বাধীন মহা বিকাশ আগাড়ি জোটকে কটাক্ষ করেন তিনি। বলেন, "মহারাষ্ট্রের মানুষ নেতিবাচক ও পরিবারতান্ত্রিক রাজনীতিকে পরাজিত করেছেন।" পাশাপাশি জানান মহারাষ্ট্রের জয় উন্নত ভারত গড়ার কাজকে আরও শক্তিশালী করেছে।
দিল্লির সদর দফতরে হাজির হওয়া বিজেপি নেতা ও কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "উন্নয়ন, সুশাসন ও সামাজিক ন্যায়ের জয় হয়েছে মহারাষ্ট্রে। অন্যদিকে পরাজয় হয়েছে মিথ্যা ও কুৎসার রাজনীতির। আজ পরাজয় হয়েছে নেতিবাচক রাজনীতির। আজ পরাজয় হয়েছে পরিবারবাদের। এর ফলে বিকশিত ভারতের সংকল্প আরও জোরদার হল। আমি এই জয়ের জন্য গোটা দেশজুড়ে থাকা বিজেপি ও এনডিএ কর্মীদের অভিনন্দন জানাই।"