West Bengal News Live: অসমের বিজেপি রাজ্য সভাপতিকে লেখা একটি ভাইরাল চিঠি ঘিরে সরগরম তুফানগঞ্জ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
১০ বছর পর পাহাড়ে আজ জিটিএ নির্বাচন (GTA Election)। ভোট হবে ৪৫ আসনে। লড়াই চতুর্মুখী। বয়কট গুরুঙ্গ-পন্থী মোর্চার। ভোট শিলিগুড়ি মহকুমা পরিষদেও।
ঝালদা ও পানিহাটির ২ নিহত কাউন্সিলর তপন কান্দু ও অনুপম দত্তর ওয়ার্ডে আজ উপনির্বাচন (By Election)। ভোট দমদম (DumDum), দক্ষিণ দমদম (South DumDum), চন্দননগর (Chandannagar) ও ভাটপাড়ার (Bhatpara) একটি করে ওয়ার্ডেও।
নারদ ও সারদা কেলেঙ্কারিতে শুভেন্দুর (Suvendu Adhikari) গ্রেফতারির দাবিতে সোমবার সিজিও কমপ্লেক্সের (CGO Complex) সামনে সভা তৃণমূলের। মঙ্গলবার রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দল।
যেখানে ইচ্ছা যাক, কোনও সমস্যা হবে না। প্রতিক্রিয়া শুভেন্দুর। প্রতিবাদ যেন মাঝপথে হারিয়ে না যায়, কটাক্ষ সুজনের। তৃণমূলের বাকি নেতারা সাধু নন, আক্রমণ অধীরের।
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের নাম-লোগো সঠিকভাবে দেখাতে হবে। বিডিওদের নির্দেশ ডিএম-দের। ট্যুইটে দাবি শুভেন্দুর। ইন্দিরা আবাস যোজনার নাম কেন পাল্টানো হল, পাল্টা কুণাল।
শেষরক্ষা হল না। মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের ৮ তলার কার্নিস থেকে পড়ে মৃত্যু রোগীর। রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের।
দেড়ঘণ্টা ধরে কার্নিসে রোগী। হাজির দমকল, পুলিশ, হাইড্রলিক ল্যাডার। কেন উদ্ধার করা গেল না ? গাফিলতির অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের পরিবারের। হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ভাঙা হয়েছিল গ্রিলের বোল্ট, দাবি কর্তৃপক্ষের।
রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণের সংখ্যা কমলেও মৃতের সংখ্যা ২। একদিনে আক্রান্ত ২৩৫ জন। পজিটিভিটি রেট ৭ দশমিক ২৭ শতাংশ।
West Bengal News Live: অসমের বিজেপি রাজ্য সভাপতিকে লেখা একটি ভাইরাল চিঠি ঘিরে সরগরম তুফানগঞ্জ
অসমের বিজেপি রাজ্য সভাপতিকে লেখা একটি ভাইরাল চিঠি ঘিরে সরগরম কোচবিহারের তুফানগঞ্জ। পরিচয় গোপন করে পড়শি রাজ্যের পদ্ম শিবিরের সভাপতিকে চিঠি দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি, অভিযোগ তৃণমূলেরই একাংশের। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। চিঠি ঘিরে তুঙ্গে উঠেছে তরজা।
WB News Live Updates: মালদার কালিয়াচকে দু’জায়গায় হানা এনআইএ-র, উদ্ধার ৩ লক্ষ ৪৬ হাজার টাকার জাল নোট
মালদার কালিয়াচকে দু’জায়গায় হানা এনআইএ-র। জাল নোট উদ্ধারে তল্লাশি এনআইএ-র। ধৃত দুজনের কাছ থেকে ৩ লক্ষ ৪৬ হাজার টাকার জাল নোট উদ্ধার। জাল নোট উদ্ধারের পর তল্লাশি এনআইএ-র। তল্লাশিতে বাজেয়াপ্ত মোবাইল ফোন, সিমকার্ড।
West Bengal News Live: কে কে-র মৃত্যুর ২৫ দিন পর নজরুল মঞ্চে সোনু নিগমের গানের অনুষ্ঠান
কে কে-র মৃত্যুর ২৫ দিন পর নজরুল মঞ্চে সোনু নিগমের গানের অনুষ্ঠান। অনুষ্ঠান হল লালবাজারের SOP মেনেই। ছিল আটসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। ছিল ৩টি অ্যাম্বুল্যান্স, দমকলের গাড়ি।
WB News Live Updates: শহরে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার
দমদমের স্মৃতি উসকে দিল হরিদেবপুর। শহরে ফের বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। জমা জলের মধ্যে রাস্তার পাশে ল্যাম্প পোস্টে হাত দিতেই সব শেষ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার।
West Bengal News Live: অনুব্রত মণ্ডলের পর এবার সুব্রত ভট্টাচার্য, আত্মসমালোচনায় নানুর ব্লক তৃণমূল সভাপতি
অনুব্রত মণ্ডলের পর এবার সুব্রত ভট্টাচার্য। গত পঞ্চায়েত ভোট নিয়ে আত্মসমালোচনার সুর নানুর ব্লক তৃণমূল সভাপতির মুখে। তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।