(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal News Live: ভোটের আগে কালো টাকার বিরুদ্ধে অভিযান, আড়াই কোটি বাজেয়াপ্ত
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
জেতা আসন চেয়েও না পেয়ে অসন্তুষ্ট দিলীপ (Dilip Ghosh)। নতুন উদ্যমে ঝাঁপালেন বর্ধমান-দুর্গাপুরে।
নতুন পিচে নেমেই ব্যাটিং শুরু দিলীপের।
বন্ধ হোক রংবাজির রাজনীতি। দুষ্টের দমন, শিষ্টের পালন করবে উত্তর কলকাতা, হুঁশিয়ারি তাপসের। সতর্ক থাকতে হবে, অতিরিক্ত আত্মবিশ্বাসের অবকাশ নেই। কুণালের সুর নরমে জল্পনা।
বসিরহাটের বিজেপি প্রার্থীকে নিয়ে খুব্ধ সন্দেশখালির মহিলাদের একাংশ। কোথাও আবার রেখা পাত্রের সমর্থনে উচ্ছ্বাস।
ব্যারাকপুরে বিজেপির টিকিট পেয়ে পার্থ ভৌমিকের গড় নৈহাটি থেকেই প্রচার শুরু অর্জুনের।
পার্থ ভৌমিকের পর অর্জুন সিং। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীর পর এবার তড়িৎ তোপদারের বাড়িতে গেলেন বিজেপি প্রার্থী।
এই হেরোইন পাচারকারী বিজেপি নেতাই কি বারাসাতের প্রার্থী স্বপন মজুমদার? প্রশ্ন তুলে এক্স হ্যান্ডলে পোস্ট অরূপ চক্রবর্তীর। মিথ্যা অভিযোগ প্রমাণের পরেও বলতে লজ্জা হয় না? পাল্টা স্বপন মজুমদার।
দার্জিলিঙে রাজু বিস্তকে প্রার্থী করতেই পাহাড়ে বিজেপিতে বিদ্রোহের সুর। কেন ভূমিপুত্র প্রার্থী নয়? বেঁকে বসে নির্দল হয়ে লড়ার হুঁশিয়ারি কার্শিয়ঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার।
ফের ভোটের আগে রক্তাক্ত ভাঙড়, দেওয়াল দখল নিয়ে পোলেরহাটে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। মাথা ফাটল কয়েকজনের। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দু'দলের।
এবার প্রাণহানির আশঙ্কা কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর দাদার। দোলের দিন বেধড়ক মারধরের পর খুনের হুমকি একদল দুষকৃতীর। নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের।
West Bengal News Live: ভোটের আগে কালো টাকার বিরুদ্ধে অভিযান, আড়াই কোটি বাজেয়াপ্ত
ভোটের আগে কালো টাকার বিরুদ্ধে অভিযান, আড়াই কোটি বাজেয়াপ্ত। কলকাতা, দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, কুরুক্ষেত্রে ইডির তল্লাশি। বিদেশি মুদ্রা বিনিময় আইনে ৪ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির অভিযান। ২ কোটি ৫৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত, ৪৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ।
WB News Live Updates: প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ
রামকৃষ্ণলোকে স্বামী স্মরণানন্দ। প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ। আজ রাত ৮.১৪-এ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে জীবনাবসান।
West Bengal News Live: 'তিহাড় থেকে খেলা হবে', কেষ্টহীন বীরভূমে তৃণমূলের দেওয়াল লিখন
'তিহাড় থেকে খেলা হবে', কেষ্টহীন বীরভূমে তৃণমূলের দেওয়াল লিখন। দুবরাজপুরে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে 'তিহাড় থেকে খেলা হবে' স্লোগান। তিহাড়ে কেষ্ট, তৃণমূলের দেওয়াল লিখনে অনুব্রতর সুর।
WB News Live Updates: বারাসাতের দলীয় প্রার্থী নিয়েও এবার বিজেপিতে অসন্তোষ
বারাসাতের দলীয় প্রার্থী নিয়েও এবার বিজেপিতে অসন্তোষ। ড্রাগ মাফিয়াকে প্রার্থী করা হয়েছে। তৃণমূলের সুরেই এই অভিযোগে সোশাল মিডিয়া পোস্টে সরব হলেন একাধিক বিজেপি নেতা-কর্মী। আদালত নির্দোষ ঘোষণা করেছে, কালিমালিপ্ত করতেই সোশাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে, পাল্টা দাবি বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের।
West Bengal News Live: ভোটের আগে ফের অশান্ত দিনহাটা, তৃণমূল নেতাকে কোপ
ভোটের আগে ফের অশান্ত দিনহাটা, তৃণমূল নেতাকে কোপ। বাজার থেকে বাড়ি ফেরার সময় তৃণমূল নেতার উপরে হামলা। মারধরের পরে ধারাল অস্ত্র দিয়ে পিঠে আঘাত, অবস্থা আশঙ্কাজনক। পঞ্চায়েত সদস্যার স্বামী তৃণমূল নেতার উপরে হামলায় অভিযুক্ত বিজেপি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হামলা, পাল্টা অভিযোগ বিজেপির।