West Bengal News Live Updates: মহিলা পরীক্ষার্থীদের জন্য জয়েন্ট এন্ট্রান্সের ফি কমাল রাজ্য সরকার
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
- টার্গেট লোকসভা ভোটে বাংলায় ৩৫ আসন। শুভেন্দু, সুকান্তদের নিয়ে ১৫ জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিম গড়লেন শাহ নাড্ডা। দলে ৫ কেন্দ্রীয় নেতাও।
৪ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ, সুভাষ, শান্তনু, বার্লা ছাড়াই বঙ্গে ইলেকশন ম্যানেজমেন্ট টিম গড়লেন শাহ-নাড্ডা। টিমে আছেন দিলীপ-লকেট। ঠাঁই হল রাহুল সিন্হার। নেই মিঠুন। ডাক পেলেন না অনুপম।
- বঙ্গে ভোট-সফরে এসে সাতসকালে জোড়াসাঁকোর গুরুদোয়ারায় প্রার্থনা শাহ-নাড্ডার। আধঘণ্টা কাটিয়ে গেলেন কালীঘাটে। দিলেন পুজো।
- কলকাতায় শাহ-নাড্ডা। গীতা না ফুটবল বিতর্কে ক্ষমা চাইতে হবে সুকান্তকে। দাবি তুলে পথে যুব তৃণমূল। শ্যামবাজারে মিছিল।
অর্জুন-সোমনাথ শ্যাম বিতণ্ডায় হস্তক্ষেপ তৃণমূল নেতৃত্বের। - বাড়ি থেকে মিলেছে ৭ পাতার নথি। নিয়োগ দুর্নীতিতে জড়িত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্য়ান নিতাই দত্ত, দাবি ইডি-র। চাকরি পেয়েছেন নিতাই দত্তর স্ত্রী ও ভাই, দাবি তদন্তকারী সংস্থার।
নিয়োগ-দুর্নীতিতে নিতাই-যোগ! - চাঁচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতিতে বিহার যোগ। ৫ ডাকাতের মধ্যে ২ দুষ্কৃতী বিহারের বাসিন্দা, ২ জন উত্তর দিনাজপুরের, সন্দেহ পুলিশের।
- পাঁচ ডাকাতের পাঁচ মিনিটের নিখুঁত অপারেশনে কি পরিচিত কারও হাত? সেই সম্ভাবনাও ওড়াচ্ছে না পুলিশ। সোনার দোকানের এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদ। খোঁজ মেলেনি কোনও দুষ্কৃতীর।
- রাত হলেই সিভিক ভলান্টিয়ারের বাড়িতে মদের আসর। যোগ দিচ্ছে পুলিশও। অভিযোগ ঘিরে উলুবেড়িয়ায় উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে মারধর, লাঠিচার্জের অভিযোগ।
- দু'দিন ধরে গর্জন, চারদিকে পায়ের ছাপ। অবশেষে জঙ্গলে পাঠানো গেল পাথরপ্রতিমার রয়্যাল বেঙ্গলকে, দাবি বন দফতরের। আতঙ্কর পর স্বস্তির নিঃশ্বাস এলাকায়।
West Bengal News LIVE: বাংলা থেকে ফের ৩৫টি আসনের টার্গেট শাহের
পাখির চোখ লোকসভা ভোট, বাংলা থেকে ফের ৩৫টি আসনের টার্গেট শাহের
WB News LIVE: মহিলা পরীক্ষার্থীদের জন্য জয়েন্ট এন্ট্রান্সের ফি কমাল রাজ্য সরকার
মহিলা পরীক্ষার্থীদের জন্য জয়েন্ট এন্ট্রান্সের ফি (WB JEE Fee) কমাল রাজ্য সরকার (West Bengal Government)। অসংরক্ষিত মহিলা পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি কমে ৩০০ টাকা। ২০০ টাকা কমে অসংরক্ষিত মহিলা পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা। ১০০ টাকা কমে সংরক্ষিত মহিলা পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা । ১০০ টাকা কমে সংরক্ষিত মহিলা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা। ২৮ এপ্রিল রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স, ২৮ ডিসেম্বর থেকে অনলাইন রেজিস্ট্রেশন।
West Bengal News LIVE: কলকাতায় এসে দফায় দফায় বৈঠকে শাহ-নাড্ডা
পাখির চোখ লোকসভা ভোট। কলকাতায় এসে দফায় দফায় বৈঠকে অমিত শাহ, জে পি নাড্ডা। নিউটাউনের হোটেলে বৈঠকের পর ন্যাশনাল লাইব্রেরিতেও বৈঠক।
WB News LIVE: বাংলায় চাকরির দাবিতে দিনের পর দিন রাস্তায়, বিহারে নীতীশের মাস্টারস্ট্রোক
বাংলায় চাকরির দাবিতে দিনের পর দিন রাস্তায়, বিহারে নীতীশের মাস্টারস্ট্রোক। লোকসভা ভোটের মুখে বিহারে শিক্ষক নিয়ে মাস্টারস্ট্রোক নীতীশ কুমারের। প্রায় ৪ লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি কর্মীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত। বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির পরীক্ষায় পাস করলেই সরকারি কর্মীর তকমা। চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি কর্মীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত বিহার মন্ত্রিসভার।
West Bengal News LIVE: এবিভিপি-র রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অভিযান ঘিরে ধুন্ধুমার
দুর্নীতির অভিযোগে এবিভিপি-র রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অভিযান ঘিরে ধুন্ধুমার। প্রাক্তন ভিসি অনিল ভুঁইমালি সহ একাধিক কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। তদন্ত না করায় রেজিস্ট্রারের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ এবিভিপি-র