West Bengal News Live: ভরসন্ধেয় দত্তপুকুরের কাশিমপুরে গুলি, একজনের মৃত্যু
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
হরিদেবপুরে (Haridevpur) বৃষ্টিতে রাস্তায় জমা জল পেরোতে গিয়ে লাইটপোস্টে (light post) হাত। বিদ্যুৎস্পৃষ্ট (electrocuted) হয়ে মর্মান্তিক মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হল এলাকা।
কোথায় ছাপ্পা ভোট, কোথাও দু দলের সংঘর্ষ, কোথাও ভোটের আগেই পড়ল ভোট। বাংলায় ৬টি ওয়ার্ডের উপনির্বাচনেও বিক্ষিপ্ত অশান্তি।
পানিহাটিতে (Panihati) বুথ চত্বরে সাংবাদিকদের ঢুকতে বাধা। নিজেদের আচরণ বিধি দেখালেন খড়দা থানার আইসি। রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। খবর সম্প্রচারের পর ঢুকতে অনুমতি।
শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে ফাঁসিদেওয়ায় আক্রান্ত কংগ্রেস প্রার্থী। বুথেই নির্দল প্রার্থীর ফোন ভাঙার অভিযোগ। বাগডোগরায় আক্রান্ত বিজেপি প্রার্থীর এজেন্ট। অস্বীকার শাসক দলের।
অশান্তি ছাড়াই পাহাড়ে ভোট। ভোট দিলেন না বিমল গুরুঙ্গ। গণতন্ত্র ফিরেছে পাহাড়ে, প্রতিক্রিয়া বিনয় তামাংয়ের। ঝগড়া করার দরকার নেই, দাবি অনীত থাপার।
অবাধ-শান্তিপূর্ণ নির্বাচন, জানাল রাজ্য নির্বাচন কমিশন। ভোটের নামে প্রহসন, কটাক্ষ অধীরের। ভোট লুঠ করে জয়ের চেষ্টা শাসক দলের, আক্রমণ সুকান্তর।
কেন দলত্যাগীদের ফেরানো হচ্ছে ? বিজেপি থেকে তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে সরব হাওড়ার তৃণমূল সাংসদ। ব্যক্তিগত মত, দলের নয়, প্রতিক্রিয়া ডোমজুড়ের বিধায়ক।
রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেলেও কমল পজিটিভিটি রেট। দৈনিক মৃত্যু শূন্য। কলকাতা মেডিক্যালে আক্রান্ত আরও ১০জন ডাক্তারি পড়ুয়া।
West Bengal News Live: শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সরব তৃণমূল নেতা
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে তৃণমূল নেতাই সরব! ‘পরেশ অধিকারীর জন্য মোবাইল, টিভি খোলা যায় না, পরেশ অধিকারীর জন্য বাড়ির বাইরে বেরোনো যায় না’। মাথাভাঙার সভা থেকে আক্রমণে মেখলিগঞ্জের প্রাক্তন ব্লক সভাপতির।
WB News Live Updates: রাস্তা দখল করে ব্যবসা নিয়ে বিবাদ, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর
রাস্তা দখল করে ব্যবসা করার অভিযোগ নিয়ে বিবাদ। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারধর করার অভিযোগ তুললেন বাইপাসের পঞ্চান্নগ্রামের ব্যবসায়ী তপন রায়। তাঁর অভিযোগ, রবিবার সকালে ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ এসে তাঁকে দোকান সরিয়ে নিতে বলেন। প্রশ্ন করতেই সদলবলে ব্যবসায়ীকে মারধর করেন কাউন্সিলর। অভিযোগ অস্বীকার করে শাসক দলের কাউন্সিলরের দাবি, রাস্তা দখল করে ব্যবসা করার জন্য রাস্তা সম্প্রসারণ করা যাচ্ছে না। সেই কথা বলতে গেলে ওই ব্যবসায়ী ও তাঁর সঙ্গীরাই তাঁদেরকে মারতে আসেন।
West Bengal News Live: সূর্যকান্ত মিশ্রের বিরুদ্ধে মানহানির মামলা
দুর্নীতিগ্রস্ত বলে ফেসবুক পোস্ট, সূর্যকান্ত মিশ্রের বিরুদ্ধে মানহানির মামলা করলেন কারামন্ত্রী। ৮জুন সোশাল মিডিয়ায় উজ্জ্বল বিশ্বাসকে দুর্নীতিবাজ বলে অভিযোগ করে পোস্ট সূর্যকান্ত মিশ্রের। পাল্টা মানহানির মামলা দায়ের কারামন্ত্রীর।
WB News Live Updates: রাজ্যে করোনায় লাফিয়ে বাড়ল দৈনিক সংক্রমণ
রাজ্যে করোনায় লাফিয়ে বাড়ল দৈনিক সংক্রমণ, পজিটিভিটি রেট। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫৫১ জন। রাজ্যে পজিটিভিটি রেট ৯ দশমিক ৫৫ শতাংশ। রবিবার রাজ্যে পজিটিভিটি রেট ছিল ৫ দশমিক ১১ শতাংশ। তবে উদ্বেগ কমিয়ে করোনায় দৈনিক মৃতের সংখ্যা শূন্য।
West Bengal News Live: ভরসন্ধেয় দত্তপুকুরে গুলি
ভরসন্ধেয় দত্তপুকুরের কাশিমপুরে গুলি, একজনের মৃত্যু। নিহত জমি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয়দের দাবি।