Bangladesh News: গ্রেফতার ইসকনের সন্ন্যাসী, তুমুল বিক্ষোভ। আড়াই ঘন্টা ধরে প্রিজন ভ্যানে চিন্ময়কৃষ্ণ
Hindu Monk Attack: 'কোন সন্ন্যাসীকে গ্রেফতার করা বাংলাদেশের মানুষের জন্য ভাল বার্তা নয়',বললেন রবিশঙ্কর, সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে উঠেছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ। জামিনের আবেদন খারিজ আদালতে। পাঠানো হল বিচারবিভাগীয় হেফাজতে। দিল্লির হস্তক্ষেপ চাইল ইসকন। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে ফের উত্তপ্ত বাংলাদেশ। চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার। প্রতিBangladesh বাদে বাংলাদেশের চট্টগ্রাম-সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ । সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে কড়া প্রতিক্রিয়া ইসকনের। কেন্দ্রীয় সরকারের কাছে হস্তক্ষেপের আর্জি ইসকনের। ভিত্তিহীন অভিযোগ, চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি দিক বাংলাদেশ সরকার, দাবি ইসকনের। এই ঘটনার জেরে বিক্ষোভ দেখাল বিজেপি। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে শুভেন্দুর নেতৃত্বে বিক্ষোভ বিজেপির। ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর-গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ। চিন্ময়কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কোর্টে আনতেই বিক্ষোভে বাংলাদেশী সংখ্যালঘুরা। বিক্ষোভের মুখে আড়াই ঘণ্টা প্রিজন ভ্যান থেকে নামাতেই পারল না পুলিশ। বাংলাদেশি সংখ্যালঘুদের বিক্ষোভ, ঢাকা পুলিশের লাঠিচার্জ।