West Bengal News Live: লোকসভা নির্বাচন এগিয়ে আসতে পারে, মন্তব্য মমতার
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
- ফের বাজি কাড়ল প্রাণ। দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত বেড়ে ৭। বিস্ফোরণের তীব্রতায় উড়ল গোটা বাড়ি, কার্যত মাঠে পরিণত।
- বিস্ফোরণের তীব্রতায় কারও উড়েছে হাত-পা, কারও মৃতদেহ পড়ল পাশের বাড়ির চালে। এলাকায় ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহের অংশ।
- দত্তপুকুরের মোচপোলে পরিত্যক্ত ইটভাটায় অত্যাধুনিক গবেষণাগার। মিলল অত্যাধুনিক মেশিন, টেস্ট টিউব, সিরিঞ্জ, রাসায়নিক, কাচের শিল্ড লাগানো হেলমেট, স্টোন চিপস।
- ১০ বছর আগে বন্ধ ইটভাটার ফাঁকা চত্বরে বিজ্ঞানসম্মতভাবে পরিকল্পনা করে তৈরি হয়েছিল তিনটি বিল্ডিং। হেলিপ্যাডের মতো তৈরি করা হয়েছিল কংক্রিটের ঢালাই করে। ঘটনাস্থলে ফরেন্সিক।
- এগরার পর দত্তপুকুর। সাড়ে ৩ মাসের মধ্যেই ফের বিস্ফোরণ। ৫ কিলোমিটার দূরে শোনা গেল শব্দ। আর্থ মুভার এনে সরানো হল ধ্বংসস্তূপ। তীব্রতায় উড়ে গেল পাশের বাড়ির ছাদ।
- এগরার ভানু বাগের মতো দত্তপুকুরে তিন অংশীদার। বাড়ির মালিক সামসুল তৃণমূল কর্মী। শব্দবাজির আড়ালে তৈরি হত বোমা। টাকা পেত পুলিশ, পঞ্চায়েত সদস্যরা, অভিযোগ স্থানীয়দের।
- বিস্ফোরণে মৃত্যু অভিযুক্ত কেরামত ও তাঁর ছেলের। এগরার বিস্ফোরণের পর রাজ্যে পুলিশি অভিযানে বাদু থেকে গ্রেফতার কেরামত। পরে মুর্শিদাবাদ থেকে লোক নিয়ে চালাত কারখানা।
- এগরার অ্যাকশন রিপ্লে দত্তপুকুরে। ২০১৪ সালে বিস্ফোরণে মৃত্যু হয় কেরামতের শ্যালিকার। শনিবার রাতেও এসেছিল ট্রাকভর্তি বারুদ। কোথায় পুলিশের নজরদারি ? উঠছে প্রশ্ন।
- খোঁজ নেই সুতির ১০ জন কর্মীর। পিংলায় হাত উড়ে যাওয়া আহতরা যোগ দেয় দত্তপুকুরে। এখনও শনাক্ত হয়নি পাঁচজনের দেহ। গতকাল কেন হল না ময়নাতদন্ত ? প্রশ্ন বিভিন্ন মহলে।
- মাটিগাড়া থেকে সোজা দত্তপুকুরে রাজ্যপাল। ঘটনাস্থলের পর হাসপাতালে সরেজমিনে পরিদর্শন।
- সব জানতেন খাদ্যমন্ত্রী, দাবি স্থানীয়দের। বোমার কারখানা রয়েছে জানতাম না, নেপথ্যে আইএসএফ, দাবি রথীন ঘোষের। তৃণমূলের লোকেরাই বোমা বাঁধত, পাল্টা নৌশাদ।
- দত্তপুকুর থেকেও কাটমানি ? ভারত বিরোধী রাষ্ট্রের যোগ আছে কিনা তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সুকান্তর। আপত্তি নেই, জানালেন খাদ্যমন্ত্রী।
- লুকিয়ে তৈরি হত বোমা, এনআইএ দাবি বিজেপির। এগরা থেকে শিক্ষা কই, প্রশ্ন অধীরের, এনআইএ দাবি নৌশাদ-কৌস্তভের। পুলিশি তদন্তেই আসল তথ্য সামনে আসবে, পাল্টা কাকলি।
- নিয়োগ, পুরসভার দুর্নীতির পর এবার সমবায় দুর্নীতি। সোনারপুরে ১০ কোটি টাকা তছরুপ, টাকা রেখে সর্বস্বান্ত গ্রাহকরা। টাকা ফেরাতে ফের আমানতকারীদের বিক্ষোভ।
- আলিপুরদুয়ার, সোনারপুরের পর এবার সিঙ্গুর। সমবায়ে ২ কোটি ২৯ লক্ষের তছরুপের অভিযোগ। ম্যামেজার, হিসাবরক্ষক গ্রেফতারির পরেও টাকা ফেরত পাওয়া নিয়ে সংশয়ে গ্রাহকরা।
- তল্লাশি শেষে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস কম্পিউটারে মেয়ের হস্টেলের খোঁজখবর নিচ্ছিলেন ইডির অফিসার। অজান্তেই ডাউনলোড ১৬টি ফাইল। সিপি-কে ব্যাখ্যা ইডির।
- কন্যাদের সুরক্ষা ছাড়া কন্যাশ্রী সফল হতে পারে না। মাটিগাড়ায় ছাত্রী মৃত্যুর ঘটনায় তৃণমূল সরকারকে আক্রমণ রাজ্যপাল। কেন্দ্র বেটি বাঁচাও বলে কী সুরক্ষা দিচ্ছে ? পাল্টা শান্তনু।
- ফের ইতিহাস নীরজ চোপড়ার। বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয় নীরজের। ৮৮.১৭ মিটার জ্যাভলিন ছুঁড়ে বাজিমাত।
- এগরার পর দত্তপুকুর, সাড়ে ৩ মাসে ফের বিস্ফোরণে মৃত্যুমিছিল। তছনছ এলাকা, চারদিকে দেহাংশ! ৫ কিমি দূরেও বিস্ফোরণের আওয়াজ।
- বোমা বাঁধতেই মজুত বিপুল স্টোনচিপস? রহস্যময় ল্যাবে জার্মানির কন্টেনার, তরল রাসায়নিক! ‘নেপথ্যে থাকতে পারে জঙ্গি-যোগও’, বলছেন বিশেষজ্ঞরা।
- বারবার বিস্ফোরণ, কেন ঘুম ভাঙছে না প্রশাসনের? NIA চায় বিজেপি-কংগ্রেস। ‘এটা নিছক দুর্ঘটনা নয়, ব্যবস্থা নেওয়া হবে’, বার্তা রাজ্যপালের।
West Bengal News Live: লোকসভা নির্বাচন এগিয়ে আসতে পারে, মন্তব্য মমতার
'কিছুদিন বাদে লোকসভা নির্বাচন রয়েছে, সন্দেহ হচ্ছে এরা ডিসেম্বরে না লোকসভা নির্বাচন করে দেয়, জানুয়ারিতেও করে দিতে পারে, এদের কেউ বিশ্বাস করতে পারে না',
তৃণমূল ছাত্র পরিষদের সভায় মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
WB News Live: পঞ্চায়েত ভোটের মনোনয়নে তৃণমূল কর্মী খুন, ভবানীভবনে জিজ্ঞাসাবাদ নৌশাদকে
পঞ্চায়েত ভোটের মনোনয়নে তৃণমূল কর্মী খুন, ভবানীভবনে নৌশাদ। তৃণমূলকর্মী রাজু নস্কর খুনের মামলায় আইএসএফ বিধায়ককে জিজ্ঞাসাবাদ। কাশীপুর থানায় দায়ের হওয়া মামলায় নৌশাদকে সিআইডির জিজ্ঞাসাবাদ। ৩১ অগাস্ট ফের সিআইডির তলব, জিজ্ঞাসাবাদের পর জানালেন নৌশাদ। 'তৃণমূলকর্মী খুনে সক্রিয়, আইএসএফ কর্মী খুনে কেন নিষ্ক্রিয়?', ভবানীভবন থেকে বেরিয়ে প্রশ্ন ভাঙড়ের আইএসএফ বিধায়কের।
West Bengal News Live: দত্তপুকুরকাণ্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়
বিভিন্ন জেলার থানায় থানায় পুলিশরা কী করছেন, সব নজরে আছে। দত্তপুকুরকাণ্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়।
WB News Live: সিজিও কমপ্লেক্সে লিপস অ্যান্ড বাউন্ডসের কর্মীকে সাড়ে ১০ ঘণ্টার জিজ্ঞাসাবাদ
সিজিও কমপ্লেক্সে লিপস অ্যান্ড বাউন্ডসের কর্মীকে সাড়ে ১০ ঘণ্টার জিজ্ঞাসাবাদ। ইডির তলবে লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসেবরক্ষকের হাজিরা। তল্লাশির পর এবার লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসেবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ। তল্লাশির সময় বাজেয়াপ্ত করা মোবাইল ফোন অন করে জিজ্ঞাসাবাদ, খবর সূত্রের।
West Bengal News Live: দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণ, সোমবার সকালেও যত্রতত্র উদ্ধার দেহাংশ
এগরাকাণ্ডের সাড়ে ৩ মাসের মাথায় এবার দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণ। প্রাণ গেল ৯ জনের। সোমবার সকালেও যত্রতত্র উদ্ধার হয়েছে, দেহাংশ। এফআইআরে নাম থাকা ৪ জনের মধ্যে বিস্ফোরণে মৃত্যু হয়েছে তিনজনের। এদিন, একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাসিন্দাদের অভিযোগ, পুলিশের মদতেই চলত বেআইনি কারবার। প্রশ্ন উঠছে, রাজনৈতিক ছত্রছায়া আর পুলিশের একাংশেরই লোভেই কি বারুদের স্তুপে বাংলা?