West Bengal News Live: মেরামতির কাজ, বাতিল শিয়ালদা সাউথ সেকশনের একাধিক আপ ও ডাউন লোকাল ট্রেন
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
৪ দিনে দু'বার, মুর্শিদাবাদে (Murshidabad) ফের শ্যুটআউট, এবার ডোমকলে গুলিবিদ্ধ যুবক। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি (Murshidabad Medical)। যুবকের পেটে গুলি লেগেছে। বাইক আরোহী দুই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
বীরভূমে (Birbhum) ফের বিক্ষোভের মুখে পড়লেন 'দিদির দূত' বিকাশ রায় চৌধুরী। সিউড়ির বিধায়কের কাছে তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানালেন গ্রামবাসীরা। যদিও গ্রামবাসীদের দাবি, তাঁদের অভিযোগ জানাতে বাধা দেন তৃণমূলেরই (TMC) কর্মীরা। এনিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
দিদির দূত হয়ে গ্রামে গিয়ে ফের ক্ষোভের মুখে পড়লে তৃণমূল সাংসদ শতাব্দী রায় (Satabdi)। এবার দুবরাজপুর। রাস্তা বেহাল, মেলে না পানীয় জল, পোস্ট থাকলেও আলো জ্বলে না। এমনই সমস্ত অভিযোগ শুনতে হল সাংসদকে। সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।
পাচার রুখতে বীরভূম (Birbhum) জেলা পুলিশের অভিযান। তিন জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হল প্রায় ৩০ টন কয়লা। অন্য়দিকে, বালি পাচার রুখতে, ড্রোন উ়ড়িয়ে চলল নজরদারি।
পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে জমির দখল ঘিরে ফের প্রকাশ্য়ে তৃণমূলের বিবাদ। দুবরাজপুরে সংঘর্ষে জড়ালেন তৃণমূলের প্রাক্তন ও বর্তমান অঞ্চল সভাপতির অনুগামীরা। জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। নোটিস দেওয়া হবে অভিযুক্ত তৃণমূল নেতাকে (TMC Leader)। জানিয়েছেন বিএলএলআরও।
কাঁথিতে পুলিশকে আক্রমণ শিশির অধিকারীর (Sisir Adhikari)। 'কাঁথিতে বাস করতে হলে নাকি পুলিশকে স্যালুট করে চলতে হয়' মন্তব্য শিশিরের। পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ারও অভিযোগ। একই সঙ্গে ছেলে শুভেন্দুর প্রশংসা করে বলেন, 'কাঁথি জন্ম দিয়েছে শুভেন্দুর' 'যে শুভেন্দু আজ বাংলার মানুষকে আলো দেখাচ্ছেন'।
হাওড়া-NJP-র পর এবার হাওড়া-পুরী। চালু হতে চলেছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস। রেল সূত্রে খবর, সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতেই ট্র্যাকে নামতে পারে সেমি হাইস্পিড ট্রেন।
১০০ দিনের কাজে দুর্নীতির (Scam) খোঁজে মালদায় কেন্দ্রীয় দল। নদিয়া (Nadia) সফর সেরে ফের আসার কথা মালদায় (Malda)। এত দল এল-গেল, কী হল? খোঁচা তৃণমূলের।
একশ দিনের প্রকল্পে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েতের কর্মীদের একাংশের বিরুদ্ধে। মালদার জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ গাজোলের দেওতলা গ্রাম পঞ্চায়েত এলাকাবাসীর একাংশের। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক (DM)।
গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। চাঁচলের ভগবানপুর থানার ঘটনা। গ্রেফতার অভিযুক্ত। কীভাবে এই ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ (Police)।
WB News Live : মানুষ যাদের কাছ থেকে কাজের আশা করে, তাদের কাছেই ক্ষোভ জানাবে, দিদির দূতে ক্ষোভ নিয়ে মন্তব্য অভিষেকের
মানুষ যাদের কাছ থেকে কাজের আশা করে, তাদের কাছেই ক্ষোভ জানাবে। গ্রামে গ্রামে দিদির দূতদের ক্ষোভের মুখে পড়া নিয়ে, এই কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরং ক্ষোভের মুখে পড়ে বিচলিত না হওয়ার পরামর্শ দিলেন তিনি। যা নিয়ে আবার কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
West Bengal News Live: বিজেপি সাংগঠনিক জেলা সভাপতিকে জুতোপেটা অভিযোগকারী মহিলা বিজেপি কর্মীর
বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার বৈঠকে ধুন্ধুমার। জেলা সভাপতিকে জুতোপেটা অভিযোগকারী মহিলা বিজেপি কর্মীর। বকখালির আবাসিক হোটেলে বৈঠক চলাকালীন চেয়ার ছোড়াছুড়ি। অভিযোগকারী বিজেপি মহিলা কর্মী সভায় উপস্থিত হওয়ায় কটূক্তির অভিযোগ। মহিলা বেরিয়ে যেতে গেলে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনার পরেই জেলা সভাপতিকে জুতোপেটা অভিযোগকারী মহিলার।
WB News Live : তৃণমূল বিধায়কের ভাইয়ের নাম করে উত্তর ২৪ পরগনার শ্যামনগরে জমি ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
তৃণমূল বিধায়কের ভাইয়ের নাম করে উত্তর ২৪ পরগনার শ্যামনগরে জমি ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। থানায় ৩ দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিধায়কের ভাই। প্রাথমিক তদন্তে ঘটনায় বিধায়কের ভাইয়ের কোনও যোগসূত্র মেলেনি, জানিয়েছে পুলিশ।
West Bengal News Live: হাওড়ার চামরাইলে মোমের কারখানার সামনে বিধ্বংসী আগুন
হাওড়ার চামরাইলে মোমের কারখানার সামনে বিধ্বংসী আগুন। রাস্তার ধারে থাকা কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
WB News Live : পার্ক সার্কাস স্টেশনে তৈরি হবে ফুটওভার ব্রিজ, বাতিল করা হয়েছে শিয়ালদা সাউথ সেকশনের একাধিক আপ ও ডাউন লোকাল ট্রেন
পার্ক সার্কাস স্টেশনে তৈরি হবে ফুটওভার ব্রিজ। তার জন্য আজ ও কাল রাত ১০টা ৪০ থেকে সকাল ৬টা ৪০ পর্যন্ত বাতিল করা হয়েছে শিয়ালদা সাউথ সেকশনের একাধিক আপ ও ডাউন লোকাল ট্রেন। দুর্ভোগের আশঙ্কায় যাত্রীরা।