West Bengal News Live :সেন্ট্রাল অ্যাভিনিউয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি
জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
LIVE
Background
বিস্ফোরণে মৃত বেড়ে ৯ : দত্তপুকুর ( Dutta Pukur ) বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯। বেআইনি বাজি কারবারি কেরামচ আলির পর মৃত্যু আর এক অংশীদার সামসুল আলি ওরফে খুদের। গতকাল এই খুদের বাড়িতেই বিস্ফোরণ হয়। তার বাড়িতেই বাজি ও বাজির মশলা মজুত করা হত। বিস্ফোরণস্থলের অদূরেই মিলল মুণ্ডহীন দেহ।
দত্তপুকুরকাণ্ডে গ্রেফতার ১ : দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে প্রথম গ্রেফতার। পুলিশের জালে বেআইনি বাজি কারবারের নাটের গুরু কেরামত আলির পার্টনার সফিকুল ইসলাম। ধৃতের বাড়ি বেরুনারায়ণ পুকুরিয়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণে মৃত কেরামতের সঙ্গে পার্টনারশিপে ব্য়বসা চালাত সফিকুল। নীলগঞ্জ থেকেই সফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
'মজুত অ্যামোনিয়াম নাইট্রেট' : 'শুধু বাজির মশলা নয়, মজুত ছিল প্রচুর অ্যামোনিয়াম নাইট্রেট'
দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে এনআইএ-কে জানাল পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ( MHA) নির্দেশে বিস্ফোরণস্থলে পৌঁছল এনআইএ ( NIA ) ।
আইসি, ওসি সাসপেন্ড : বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত বেড়ে ৯। দত্তপুকুর থানার আইসি শুভব্রত ঘোষ সাসপেন্ড । নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রি ডোগরাও সাসপেন্ড। ক্লোজ করে নীলগঞ্জ ফাঁড়ির ওসিকে সাসপেন্ড
বেআইনি বাজি কারখানা নিয়ে নির্দেশ অমান্য করায় শাস্তি। দত্তপুকুর থানার নীলগঞ্জ ফাঁড়ির নতুন ওসি সঞ্জয় বিশ্বাস।
মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ মুখ্যমন্ত্রীর : দত্তপুকুরকাণ্ডে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর। 'এগরাকাণ্ডের পরে বলার পরেও কেন নির্দেশ কার্যকর হয়নি?' দত্তপুকুরকাণ্ডে পুলিশ, আইসি কি ঘুমোচ্ছিল? প্রশ্ন ক্ষুব্ধ মমতার, খবর সূত্রের।
'যা যা করার করতে হবে, আমি কিছু শুনতে চাই না'। পরপর ঘটনা ঘটেই যাবে? মন্ত্রিসভার বৈঠকে প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর।
দত্তপুকুরে বিজেপির প্রতিনিধিদল : বিরোধী দলনেতার নেতৃত্বে দত্তপুকুর গেল বিজেপির প্রতিনিধিদল। শুভেন্দু
অধিকারী ঘুরে দেখলেন বিস্ফোরণস্থল, কথা বললেন স্থানীয়দের সঙ্গে।
সহকারী হিসেবরক্ষককে জিজ্ঞাসাবাদ : ইডির তলবে লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসেবরক্ষকের হাজিরা। সিজিও কমপ্লেক্সে চন্দন বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ। তল্লাশির সময় বাজেয়াপ্ত করা মোবাইল ফোন অন করে জিজ্ঞাসাবাদ করা হয়। বাজেয়াপ্ত করা হাজার পাতার নথি সামনে রেখেও জিজ্ঞাসাবাদ করা হয়, খবর সূত্রের।
পুজোর পর কলেজে ভোট? অবশেষে কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ইঙ্গিত মমতার। রাজনৈতিক ভোট করতে বিধানসভায় আনা হবে সংশোধনী।
প্রতিষ্ঠা দিবসে ধুন্ধুমার : ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অশান্তি। মহাজাতি সদনে তুমুল গন্ডগোল, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে ঘিরে অশান্তি। আক্রমণের পরিকল্পনা ছিল তৃণমূলের, অভিযোগ কৌস্তভের। নেতার বিরোধিতা নয়, দু'দল ছাত্রের মধ্যে মারপিট, সাফাই ছাত্র পরিষদের।
ছাত্র বিক্ষোভের মুখে উপাচার্য : দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ছাত্র বিক্ষোভের মুখে উপাচার্য।
ছাত্র বিক্ষোভে ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা-সহ একাধিক দাবিতে কথা বলতে চাইলেও উপাচার্য সময় দেননি বলে অভিযোগ।
বেহালায় ফের দুর্ঘটনা : বেহালায় ফের দুর্ঘটনা। রায়বাহাদুর রোডে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা লাইটপোস্টে ধাক্কা মারে একটি পণ্যবাহী গাড়ি। দুর্ঘটনার জেরে আহত হন ওই গাড়ির চালক ও এক খালাসি। লাইটপোস্টে ধাক্কা মারার ফলে ওভারহেডের তার ছিড়ে গিয়ে বেশ কিছুক্ষণ বেহালা এলাকায় ব্যাহত থাকে বিদ্যুৎ পরিষেবা। চালক গুরুতর আহত হওয়ায় প্রথমে স্থানীয় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় এম আর বাঙুর হাসপাতালে।
WB News Live : প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট শুভেন্দু অধিকারীর
'রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ২০০ টাকা কমানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। উজ্জ্বলা যোজনার গ্রাহকদেরও অতিরিক্ত ২০০ টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। রাখি বন্ধনের আগে দেশের সমস্ত বোনকে প্রধানমন্ত্রীর উপহার', সোশাল মিডিয়ায় পোস্ট করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ শুভেন্দু অধিকারীর
WB News Live Update:২০২০ সালে মল্লারপুরে জোড়া হত্যাকাণ্ডে দোষীকে মৃত্যুদণ্ডের নির্দেশ
২০২০ সালে মল্লারপুরে জোড়া হত্যাকাণ্ডে দোষীকে মৃত্যুদণ্ডের নির্দেশ।
WB News Live :বাংলার রাজ্যপালকে দিল্লি ডেকে পাঠালেন প্রধানমন্ত্রী
বাংলার রাজ্যপালকে দিল্লি ডেকে পাঠালেন প্রধানমন্ত্রী। নিজের বাসভবনে সিভি আনন্দ বোসের সঙ্গে আলোচনা নরেন্দ্র মোদির। নরেন্দ্র মোদির সঙ্গে প্রায় ৪৫ মিনিট কথা সিভি আনন্দ বোসের
WB News Live Update:দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণের পর উঠে আসছে একের পর এক বেআইনি কারবারির নাম
দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণের পর উঠে আসছে একের পর এক বেআইনি কারবারির নাম। কেরামত আলির পর এবার বেআইনি কারবারের অভিযোগ উঠল আলতাফ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, বাজির কারবারি আলতাফ তৃণমূলের সঙ্গে যুক্ত। রবিবারের বিস্ফোরণের পর এলাকায় আর টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁর!
WB News Live :চব্বিশের ভোটের আগে বড় ঘোষণা কেন্দ্রের, দাম কমছে গ্যাসের
চব্বিশের ভোটের আগে বড় ঘোষণা কেন্দ্রের, দাম কমছে গ্যাসের। সাধারণের জন্য গ্যাসের সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি, উজ্জ্বলা প্রকল্পে আরও ২০০ টাকা ভর্তুকি কেন্দ্রের। উজ্জ্বলা প্রকল্পে ৪০০ টাকা, সাধারণ রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি। ১ হাজার ১২৯ থেকে কমে রান্নার গ্যাসের দাম কমে হচ্ছে ৯২৯ টাকা। রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দিয়ে দাম কমানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার