WB News LIVE Blog: একবালপুরে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
Get the latest West Bengal News and Live Updates: দিনভর জেলায় জেলায় কোথায় কী ঘটছে? জেনে নিন রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট
LIVE
Background
কলকাতা: নিয়োগে ব্যাপক দুর্নীতি, মানল এসএসসি (SSC)। শূন্য পেয়েও ৫০! বিস্ফোরক সিবিআই (CBI)। টাকা দিয়ে চাকরি, হয় ইস্তফা, নয় পদক্ষেপ, হুঁশিয়ারি হাইকোর্টের (Calcutta High Court)।
শূন্য পেয়েও কমিশনের সার্ভারে ৫০! নবম-দশম থেকে একাদশ-দ্বাদশে প্রায় ২ হাজারের নম্বর বদল। অযোগ্য প্রার্থী নিয়ে কোর্টে বিস্ফোরক সিবিআই (CBI)।
নবম-দশমে ১৮৩ জনের নিয়োগই অবৈধ। র্যাঙ্কও বদল। মানল কমিশন। রিপোর্টে বিস্মিত হাইকোর্ট। কার নির্দেশে? মুখ খুলুন সুবীরেশ, বললেন বিচারপতি।
অবৈধভাবে চাকরি প্রাপকরা ইস্তফা না দিলে পদক্ষেপ। মিলবে না অন্য সরকারি চাকরিও। জানিয়ে দিল হাইকোর্ট। কার্যত ৭ নভেম্বরের ডেডলাইন।
কোর্টের নির্দেশের পর তৎপরতা। গ্রুপ সি-গ্রুপ ডির প্রায় হাজার পদ বাতিল করে ফের নিয়োগ করবে কমিশন। ৭ নভেম্বর থেকে শুরু কাউন্সেলিং।
১৫০ কোটিরও বেশি পেরোবে নিয়োগ দুর্নীতি! পার্থকাণ্ডে আরও ২ কোম্পানি, পাটুলিতে ১৮ কাঠা জমির হদিশ পাওয়ার দাবি ইডির (Enforcement Directorate)।
ফের খারিজ পার্থের জামিনের আবেদন, ৩১ অক্টোবর জেল হেফাজত অর্পিতারও। জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি। জেল থেকে ফোনে মায়ের সঙ্গে কথায় বলায় অর্পিতাকে অনুমতি।
নিয়োগে দুর্নীতি নিয়ে তোলপাড়, মুখ খুললেন শিক্ষামন্ত্রী।
ডেডলাইন পার, সিবিআইয়ের কাছে হাজিরা দিলেন না মানিক। খোঁজ মিলল দিল্লিতে। শুক্রবার পর্যন্ত কড়া পদক্ষেপে সুপ্রিম কোর্টের রক্ষাকবচ।
পুজোর উৎসবেও ধর্মতলায় অন্ধকার। বঞ্চনার প্রতিবাদে ৫৬৩দিনে পড়ল চাকরিপ্রার্থীদের আন্দোলন।
বিশ্ববিদ্যালয় থেকে অবশেষে অপসারিত সুবীরেশ। আপাতত ৩মাসের জন্য দায়িত্বে ওমপ্রকাশ। তৃণমূল নেতা, তাও কী করে পদে? প্রশ্ন বিরোধীদের।
পুজোর মুখে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। রাজ্যের সঙ্গে ফারাক বাড়িয়ে আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা কেন্দ্রের।
ই-নাগেটসকাণ্ডে ইডির তল্লাশির মধ্যেই সক্রিয় কলকাতা পুলিশ। গ্রেফতার আরও ৪। ২ হাজার ব্যাঙ্ক আকাউন্ট খুলে কোটি কোটি প্রতারণা।
WB News Live Updates: একবালপুরে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
একবালপুরে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১। ৪০ লক্ষ টাকা পণের জন্য চাপ দেওয়ার অভিযোগ। পণের ৭ লক্ষ টাকা দিয়েছিল নির্যাতিতার পরিবার। বাকি টাকা না পাওয়ায় মহিলার ওপর শারীরিক অত্যাচার এবং গণধর্ষণের অভিযোগ। একজন গ্রেফতার হলেও বাকিরা পলাতক।
Durga Puja 2022: নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা জানিয়ে সিংহি পার্কের পুজো মণ্ডপ
নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা জানিয়ে সিংহি পার্কের পুজো মণ্ডপ। সাবেকি প্রতিমা।কমিকসের বই সাজিয়ে মণ্ডপে ঢোকার পথ।
West Bengal Live Updates: মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবসেও শ্রদ্ধা জানাতে গিয়ে তরজায় জড়াল তৃণমূল ও বিজেপি
মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবসেও শ্রদ্ধা জানাতে গিয়ে তরজায় জড়াল তৃণমূল ও বিজেপি। পূর্ব মেদিনীপুরের তমলুকে বীরাঙ্গনার গ্রামে গিয়ে অনুন্নয়নের অভিযোগে গ্রামবাসীদের ক্ষোক্ষের মুখে পড়েন স্থানীয় তৃণমূল বিধায়ক।
Durga Puja 2022: সন্ধিপুজোয় আজও হয় তোপধ্বনি, বাঁকুড়ার মালিয়াড়া রাজবাড়ির পুজো ৪৫০ বছর পুরনো
রাজ ঐতিহ্য বজায় রেখে সন্ধিপুজোয় আজও হয় তোপধ্বনি। সাড়ে চারশো বছরেরও বেশি পুরনো বাঁকুড়ার মালিয়াড়া রাজবাড়ির পুজো যেন এক আশ্চর্য মিলনমেলা। প্রতিদিন আশেপাশের গ্রামের মানুষজন রাজবাড়িতে পাত পেড়ে খান অন্ন ভোগ।
SSC Scam: ববিতা সরকারের পর প্রিয়ঙ্কা সাউ, আরও এক চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ
ববিতা সরকারের পর, এবার প্রিয়ঙ্কা সাউ। ১ মাসের মধ্যে আরও এক চাকরিপ্রার্থীকে নিয়োগ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্দেশে তিনি বলেন, ২৮শে অক্টোবরের মধ্যে প্রিয়ঙ্কা সাউকে নিয়োগপত্র দিতে হবে।