West Bengal News Live Updates: শিক্ষা থেকে কয়লা, গরু পাচার-দুর্নীতির অভিযোগে শুভেন্দুর নিশানায় তৃণমূল
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: হাওড়ার (Howrah) পর এবার হুগলির (Hooghly) রিষড়া (Rishra)। রাম নবমীর (Ram Navami) মিছিল ঘিরে ফের অশান্তি। ভাঙচুর, ইটবৃষ্টি, আগুন! বাদ গেল না কিছুই। আবার আইনশৃঙ্খলা নিয়ে উঠল প্রশ্ন। প্রশ্নের মুখে পুলিশের (Police) ভূমিকাও। এদিন হুগলির রিষড়ায় রাম নবমীর মিছিলে অংশ নেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। অভিযোগ, আচমকা এলাকায় অশান্তি বাধে। পুলিশ এবং নিরাপত্তার দায়িত্বা থাকা কেন্দ্রীয় জওয়ানরা দিলীপ ঘোষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে।
রাজ্যের অন্যান্য খবরগুলি দেখে নিন এক নজরে-
হাওড়ার অশান্তির ঘটনা ঘিরে চাপানউতোর চলছেই। বৃহস্পতিবারের অশান্তির পরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, অস্ত্র-হাতে এক যুবকের ভিডিও ট্যুইট করেছিলেন। সেই ভিডিওর সত্যতা নিয়েই প্রশ্ন তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ।
গতমাসে শিলিগুড়ির বালাসন নদীর পাড়ে, বেআইনিভাবে বালি ও মাটি কাটার জেরে ভূমিধসে মৃত্য়ু হয় ২ নাবালক সহ ৩ জনের। সেই ঘটনায় নিহতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকা করে ও আহতদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য়ের নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালত। ১ মাসের মধ্য়ে রাজ্য় সরকারকে এই অর্থ সাহায্য় করার নির্দেশ দেওয়া হয়েছে।
কয়লা মাফিয়া রাজু ঝা হত্যাকাণ্ডে রহস্যের কেন্দ্রবিন্দুতে নীল রংয়ের একটি গাড়ি! প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, নীল রঙের গাড়িতে করেই এসেছিল আততায়ীরা! সেই গাড়িই উদ্ধার হয়েছে শক্তিগড় থানার কাছে! গাড়িতে যে নম্বর প্লেট রয়েছে, তার রেজিস্ট্রেশন কলকাতার পাটুলির বাসিন্দার। যদিও ওই গাড়ি থেকে একাধিক নম্বর প্লেট পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে খবর।
রাজু ঝা হত্যাকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। রাজু ঝা-কে দলের কর্মী দাবি করে, বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই ইস্যুতে কড়া জবাব দিয়েছে তৃণমূলও। এদিকে, রাজু ঝায়ের সঙ্গে গরু পাচারকাণ্ডে অভিযুক্ত আবদুল লতিফের প্রত্যক্ষ যোগসূত্র ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
মালদার রতুয়ায় কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ ঘিরে তুলকালাম বাধল। হাতাহাতি, ইট, বোতল ছোড়াছুড়ির জেরে আহত হন দুপক্ষের ৮ জন। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠ কোস্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী এলাকায় বিজেপি ও তৃণমূলের সংঘর্ষ। আহত হয়েছেন ৯ জন। ২টি ঘটনাতেই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
West Bengal News and Live Updates :পঞ্চায়েত ভোটের টিকিট বিলি নিয়ে, তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে হুঁশিয়ারি দিয়ে পোস্টার পড়ল হুগলির চুঁচুড়ায়
পঞ্চায়েত ভোটের টিকিট বিলি নিয়ে, তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে হুঁশিয়ারি দিয়ে পোস্টার পড়ল হুগলির চুঁচুড়ায়
WB LIVE News Updates:রিষড়ায় আক্রান্ত বিজেপি, সুকান্তকে ফোন জেপি নাড্ডার
রিষড়ায় আক্রান্ত বিজেপি, সুকান্তকে ফোন জেপি নাড্ডার। সন্ধে ৬.২০: রিষড়ার পরিস্থিতি জানতে সুকান্তকে নাড্ডার ফোন। নাড্ডার কাছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সুকান্তর, বলছে সূত্র।
West Bengal News and Live Updates :পুলিশের বাধার মুখেও রিষড়ায় ঢুকতে অনড় বিজেপি
পুলিশের বাধার মুখেও রিষড়ায় ঢুকতে অনড় বিজেপি। দফায় দফায় বচসা, হাতাহাতি। হেঁটেই রিষড়ায় ঢোকার চেষ্টা সুকান্ত মজুমদারের।
WB LIVE News Updates:এবার 'নো ভোট টু মমতা' টি-শার্ট পরে তৃণমূলকে উৎখাতের ডাক শুভেন্দুর
এবার 'নো ভোট টু মমতা' টি-শার্ট পরে তৃণমূলকে উৎখাতের ডাক শুভেন্দুর
West Bengal News and Live Updates :রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের নিরাপত্তা কেন প্রত্যাহার হয়েছে ? ৭ দিনের মধ্যে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট
রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের নিরাপত্তা কেন প্রত্যাহার হয়েছে ? ৭ দিনের মধ্যে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট