West Bengal News Live: রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে ঝালদার ৭ বিরোধী কাউন্সিলরের মামলা
WB News Live: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
LIVE
Background
চব্বিশের ভোটের আগে মধ্যবিত্তের বড় স্বস্তি। মধ্যরাত থেকেই রান্নার গ্যাসের সিলিন্ডারের (LPG Price) দাম কমল ২০০ টাকা। উজ্জ্বলা প্রকল্পেও ছাড় বেড়ে ৪০০ টাকা।
১৬ মাস পরে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হাজারের নীচে। আরও সিদ্ধান্তের জন্য অপেক্ষা করুন, বার্তা সরকারি সূত্রে। রাখির আগে মহিলাদের উপহার, বার্তা মোদির (Narendra Modi)
২ মাসে ইন্ডিয়া জোটের ২টি বৈঠকেই গ্যাসের দাম কম, এটাই ক্ষমতা। এলপিজি নিয়ে কেন্দ্রকে কটাক্ষ মমতার (Mamata Banerjee)। রাজ্যেও তো নো ভোট টু তৃণমূল স্লোগান, পাল্টা বিজেপি (BJP)।
ডিসেম্বর, জানুয়ারি নয়, নির্ধারিত সময়েই লোকসভা ভোট (Loksabha Election)। মমতার দাবি খারিজ করে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার সূত্রে। জানুয়ারিতে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন।
ইডির (ED) রিপোর্টে সাংসদ অভিষেক (Abhishek Banerjee) লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও। তার বিরুদ্ধে কী তদন্ত? কেন সমন পাঠাননি? প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার। সমন পাঠাব, বলল ইডি।
লিপস অ্যান্ড বাউন্ডসে ইডির তল্লাশিতে কম্পিউটারে ফাইল ডাউনলোড। ব্যক্তিগত কারণের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় আদালত। ঢিলেঢালা মনোভাব, কেন এখনও সিটে? প্রশ্ন বিচারপতির।
এত বড় দুর্নীতি একা মাথার কাজ নয়। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) সময়ের তৎপরতা এখন কোথায়? পুর-নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় এজেন্সিকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার।
এবার থেকে আদালতের নজরদারিতে পুর নিয়োগ (Municipal Election) দুর্নীতির তদন্ত। থাকছে প্রাথমিক নিয়োগ তদন্তে গঠিত সিট-ই। নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার। সিবিআইয়ের (CBI) রিপোর্টে অসন্তোষ।
কোথায় গেল দুর্নীতির টাকা? কেন পুরনো তথ্যে ভরা রিপোর্ট? হাইকোর্টের (Calcutta High Court) প্রশ্নের মুখে সিবিআই। উপর থেকে নীচে নামতে কার বাধা? জানতে চাইলেন বিচারপতি।
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের মধ্যে সংঘাতের আবহেই হঠাৎ প্রধানমন্ত্রীর ডাক। দিল্লি গেলেন রাজ্যপাল (CV Ananda Bose)। প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে প্রায় ৪৫ মিনিট কথা।
রানাঘাট থেকে পুরুলিয়া। প্রায় এক সময়ে ২ জেলায় সেনকো (Senco) গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের জোড়া শোরুমে সশস্ত্র দুষ্কৃতী হানা। সোনার গয়না, হিরে লুঠ।
বিস্ফোরণের পর থেকেই বেপাত্তা। গ্রামে ফিরতেই বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত তৃণমূল (TMC) নেতার ছেলেকে গ্রামবাসীদের গণপিটুনি। দত্তপুকুরকাণ্ডের পর হঠাৎ হুঁশ ফিরল পুলিশের! পাচারের সময় এসটিএফের অভিযান। ঘোলা, আমডাঙায় ৫ ট্রাক ভর্তি বেশ কয়েক লক্ষ টাকার বাজি বাজেয়াপ্ত।
বহরমপুরে মেসের সামনেই কলেজ ছাত্রীকে কুপিয়ে খুন। দোষী সাব্যস্ত প্রাক্তন প্রেমিক। আজ রায়দানের সম্ভাবনা। বীরভূমের মল্লারপুরে মেয়ে-মাকে খুনের দায়ে তান্ত্রিকের মৃত্যুদণ্ড।
পশ্চিমবঙ্গ (West Bengal) প্রতিষ্ঠা দিবস পালন নিয়েও সংঘাত। সরকারের একপেশে মনোভাবের অভিযোগ তুলে সর্বদল বৈঠকে গরহাজির বিজেপি।
WB News Live: নিয়োগ দুর্নীতি মামলায় জেলে মিডলম্যান প্রসন্ন রায়, স্ত্রীর ফ্ল্যাটে সিবিআই
নিয়োগ দুর্নীতি মামলায় জেলে মিডলম্যান প্রসন্ন রায়, স্ত্রীর ফ্ল্যাটে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় নিউটাউনে ধৃত প্রসন্ন রায়ের স্ত্রীর ফ্ল্যাটে সিবিআই তল্লাশি। ৩ ঘণ্টা পার, এখনও চলছে তল্লাশি।
West Bengal News Live: চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতালে প্রসূতির শ্লীলতাহানির অভিযোগ
চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতালে প্রসূতির শ্লীলতাহানির অভিযোগ। জোর করে হাসপাতালের ছাদে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ। ২জনের বিরুদ্ধে মারধর করে শ্লীলতাহানির অভিযোগ
ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হাসপাতাল কর্তৃপক্ষের। অভিযোগকারিণীর সঙ্গে কথা বলে তদন্তে ভবানীপুর থানার পুলিশ। সিসি ফুটেজ সংগ্রহ করে তদন্তে ভবানীপুর থানার পুলিশ। চিকিৎসার জন্য অভিযোগকারিণীকে আনা হল এসএসকেএমে
WB News Live: বাবার হাত ধরে স্কুল যাওয়ার পথে লরি পিষে দিয়েছিল সাত বছরের সৌরনীলকে
বাবার হাত ধরে স্কুল যাওয়ার পথে লরি পিষে দিয়েছিল সাত বছরের সৌরনীলকে। সেই দুর্ঘটনা শুধু তার মা-বাবাকে সন্তানহারা করেনি। গোটা পরিবারটাকে ছারখার করে দিয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সৌরনীলের বাবা এখনও হাসপাতালে। তাঁর একটা পা বাদ দিতে হতে পারে বলেও আশঙ্কা করছেন চিকিৎসকরা। এরপর সংসার চলবে কীকরে, ভেবে SSKM-এর ট্রমা কেয়ারের বাইরে চোখের জল ফেলছেন সৌরনীলের মা।
West Bengal News Live: 'সবার জন্য বাড়ি' প্রকল্পে টাকা না পাওয়ার অভিযোগে হাইকোর্টে মামলা
'সবার জন্য বাড়ি' প্রকল্পে টাকা না পাওয়ার অভিযোগে হাইকোর্টে মামলা। রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে ঝালদার ৭ বিরোধী কাউন্সিলরের মামলা। বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে মামলা ঝালদার ৭ বিরোধী কাউন্সিলরের
WB News Live: বহুমূল্যের লাল চন্দনকাঠ বিদেশে পাচারের ছক বানচাল করল পুলিশ
বহুমূল্যের লাল চন্দনকাঠ বিদেশে পাচারের ছক বানচাল করল পুলিশ। কলকাতা বিমানবন্দর থেকে হাতেনাতে তিন পাচারকারীকে গ্রেফতার করল NSCBIA থানা। পুলিশ সূত্রে খবর, দিল্লি হয়ে হংকংয়ে লাল চন্দনকাঠ পাচারের পরিকল্পনা ছিল। ৭টি ব্য়াগ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২০০ কেজি লাল চন্দনকাঠ। ধৃত তিনজনই খিদিরপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, এদিন লাগেজ স্ক্যানিংয়ের সময় ব্যাগগুলিতে কাঠ দেখতে পান বিমানবন্দরের কর্মীরা। চন্দনকাঠ পাচারের রুট মূলত দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্য়। এ রাজ্যে উত্তরবঙ্গ দিয়েই মূলত কাঠ পাচার হয়। লাল চন্দনকাঠ এভাবে কলকাতা দিয়ে পাচারের ছক প্রায় নজিরবিহীন বলেই মনে করছে পুলিশ। নেপথ্যে বড়সড় চক্র বলে অনুমান।