West Bengal News Live Updates: গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান চলাকালীন প্রয়াত কে কে
West Bengal Live News: প্রতি মুহূর্তের খবরে আপডেট জানতে চোখ রাখুন।
LIVE
Background
কলকাতা: • বিচারব্যবস্থা নিয়ে হলদিয়ার সভায় আক্রমণ, রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) তোপের মুখে শ্যামনগরে জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তিনি বলেন, "বিচারব্যবস্থার ১ শতাংশ নিয়ে বললে, কে জবাব দিচ্ছে? রাজ্যপাল। তার মানে ঠিক জায়গায় ঢিল পড়েছে।" তিনি আরও জানান, এসএসসি-টেট, যা ইচ্ছে নিয়ে সিবিআই (CBI) দিলেও কিছু যায় আসে না। তাঁর ববক্তব্য, "যা ইচ্ছে দিন, আমার কাঁচকলা হবে।" বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যের বিরুদ্ধে মামলা, খারিজ করল হাইকোর্ট। জন প্রতিনিধিদের এমন মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ।
• মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) দলের এক নম্বর, ২ নম্বরে দলের কর্মীরা। দলের ১ নম্বর-২ নম্বর বিতর্কের মধ্যেই জানিয়ে দিলেন অভিষেক। তিনি বলেন, "যারা ভাবছেন এ ১ নম্বর, ও ২ নম্বর। মমতাই এক নম্বর।"
• সরকারি অফিসে দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অভিযান। বলরামপুরে ভূমি রাজস্ব দফতরের কাছে দোকান সিল। প্রতারণার অভিযোগে গ্রেফতার ২।
হুঁশিয়ারির পরেই তৎপরতা
• আসানসোলে হার নিয়ে বিজেপি-তেই দ্বন্দ্ব। জিতেন্দ্র তিওয়ারিকে দায়ী করলেন অগ্নিমিত্রা পাল। 'দলে বলুন', পাল্টা জিতেন্দ্র। দল বিষয়টির উপর নজর রখছে বলে জানিয়েছেন রাজ্য় বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার।
• নরেন্দ্র মোদি সরকারের অষ্টম বর্ষপূর্তি। কলকাতায় রেলমন্ত্রী। রাজ্যে ২৫টি স্টেশন, অডিটোরিয়ামে শোনানো হবে মোদির ভার্চুয়াল-ভাষণ। ব্যর্থতার তালিকা নিয়ে নিশানা বিরোধীদের।
• ভরদুপুরে বেলেঘাটায় আক্রান্ত ব্যবসায়ী। তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। আক্রান্তকে না চেনার দাবি অভিযুক্তের। বয়ান রেকর্ড করে তদন্তে পুলিশ।
তোলা না দেওয়ায় মার।
• খাস গড়িয়াহাটে ভর দুপুরে পেট্রোল পাম্পে তাণ্ডব, গ্রেফতার ৩। টায়ার পাংচারে দেরি হওয়ায় মারধর, অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ।
• হাওয়ালা মামলায় ইডির হাতে গ্রেফতার কেজরিওয়াল সরকারের স্বাস্থ্যমন্ত্রী। কলকাতার সংস্থার সঙ্গে বেআইনি লেনদেনের অভিযোগ।
• ৩ জুন মাধ্যমিকের রেজাল্ট। ১০টা থেকে দেখা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। প্রকাশিত হবে মেধা তালিকা। রেজাল্টের দিনই মিলবে মার্কশিট।
শুক্রবার মাধ্যমিকের ফল
• ইউপিএসসিতে বাজিমাত। শীর্ষে শ্রুতি শর্মা। দ্বিতীয় কলকাতার অঙ্কিতা আগরওয়াল, তৃতীয় গামিনি। ৯৪ নম্বরে মেদিনীপুরের ইন্দ্রাশিস।
• অনলাইন চেয়ে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে আন্দোলন। পাল্টা অফলাইন দাবি পড়ুয়াদের একাংশের। মিলিয়ে মিশিয়ে হবে পরীক্ষা, জানাল কর্তৃপক্ষ। সাড়ে ৮ ঘণ্টা পর ঘেরাওমুক্ত উপাচার্য।
WB News Live Updates: প্রয়াত সঙ্গীতশিল্পী কে কে
নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান চলাকালীন মৃত্যু
West Bengal News Updates: সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমল ১৩২ টাকা
এবার খানিকটা কমছে বাণিজ্যিক গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমল ১৩২ টাকা। বাণিজ্যিক গ্যাসের নতুন দাম হল সিলিন্ডার প্রতি ২৩২২ টাকা
WB News Live Updates: মমতাকে নিশানা বিজেপির
যে দফতরগুলি কাজ অসম্পূর্ণ রাখছে, তাদের কানমলা খাওয়া উচিত। থাপ্পড় দাওয়াইয়ের পর এবার বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে কড়াবার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ক্ষোভ প্রকাশ করলেন ‘প্রজেক্ট আন্ডার প্রোগ্রেস’ নিয়েও। কানমলায় কোনও কাজ হবে না। কটাক্ষ সিপিএমের। দায়ভার মুখ্যমন্ত্রীকেই নিতে হবে। দাবি তুলল বিজেপি।
West Bengal News Updates: রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
সেচ দফতরের সরকারি জমি দখলের অভিযোগ উঠল মগরাহাট পশ্চিমের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লার বিরুদ্ধে।
WB News Live Updates: গাড়ি ছিনতাইয়ের অভিযোগ জানাতে এসে ফের খোয়া গেল গাড়ি
গাড়ি ছিনতাইয়ের অভিযোগ জানাতে এসে ফের গাড়ি চুরি। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আসানসোল দক্ষিণ থানা এলাকায় । পুলিশ সূত্রে জানা গেছে , নন্দকিশোর প্রসাদ নামে এক ব্যক্তি সোমবার দুপুরে নিজের সুইফট ডিসায়ার গাড়িতে এক ব্যক্তি কে ভাড়ায় নিয়ে যান ঝাড়খন্ডের ধানবাদে ।