West Bengal News Live Updates: লোকসভা উপনির্বাচনের মুখে স্লোগান যুদ্ধে সরগরম আসানসোল
West Bengal News Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকেই।
LIVE
Background
কলকাতা: ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের (diesel) দাম। এই নিয়ে ১৫ দিনে ১৩ বার দাম বাড়ল জ্বালানির। সেইসঙ্গে দেশে সর্বকালীন রেকর্ড ছুঁল পেট্রোলের (petrol) দাম। লিটারপ্রতি ৮৩ পয়সা বেড়ে কলকাতায় (kolkata) পেট্রোলের দাম হয়েছে ১১৪ টাকা ২৮ পয়সা। লিটারে ৮০ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের দাম হয়েছে ৯৯ টাকা ২ পয়সা। এই ১৫ দিনে পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ৯ টাকা ৬১ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ৯ টাকা ২৩ পয়সা।
মধ্যমগ্রামে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএমে ১১ লক্ষ টাকা লুঠের অভিযোগ। সিসি ক্যামেরা ঢেকে গ্যাসকাটার দিয়ে এটিএম কেটে টাকা লুঠ। এটিএমের আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
সিনেমা হল ভাঙা নিয়ে তোলাবাজির অভিযোগ উঠল লেকটাউনে। এক ঠিকাদারের অভিযোগ, মন্ত্রী সুজিত বসুর আপ্ত সহায়ক বিপুল অঙ্কের টাকা চান। বিহিত চেয়ে মুখ্যমন্ত্রী ও কলকতার মেয়রকে চিঠি দিয়েছেন ওই ঠিকাদার। সুজিত বসুর পাল্টা অভিযোগ, নেপথ্যে ষড়যন্ত্র আছে।
West Bengal News Live: লোকসভা উপনির্বাচনের মুখে স্লোগান যুদ্ধে সরগরম আসানসোল
লোকসভা উপনির্বাচনের মুখে স্লোগান যুদ্ধে সরগরম আসানসোল। বিজেপি প্রার্থীকে কটাক্ষ করে চন্দ্রিমা ভট্টাচার্যর মন্তব্য, মুখে শুধু ঘরের মেয়েকেই চায় বললে হবে না। চন্দ্রিমার কোনও কথার জবাব দেব না বলে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন অগ্নিমিত্রা পাল। আমি হিন্দুস্তানের সন্তান, মন্তব্য তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হার।
West Bengal News Updates: ত্রিশঙ্কু ঝালদা পুরসভায়, মঙ্গলবার নির্দলদের সমর্থনে বোর্ড গঠন করল তৃণমূল
ত্রিশঙ্কু ঝালদা পুরসভায়, মঙ্গলবার নির্দলদের সমর্থনে বোর্ড গঠন করল তৃণমূল। অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধে ঝালদা পুরসভা দখলের অভিযোগ তুলে, মঙ্গলবার কালা দিবস পালন করে কংগ্রেস। তাদের বিক্ষোভ ঘিরে এদিন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
West Bengal News Live: ১৬দিনে ১৪ বার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের
১৬দিনে ১৪ বার! কাল ফের দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের ৮৪ পয়সা মূল্যবৃদ্ধি। কলকাতায় লিটার প্রতি ডিজেল বাড়ছে ৮১ পয়সা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হচ্ছে ১১৫.১২ টাকা। কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হচ্ছে ৯৯.৮৩ টাকা।
West Bengal News Updates: কাঁথি মহকুমা হাসপাতালে বাংলাদেশ সরকারের ওষুধ!
কাঁথি মহকুমা হাসপাতালে বাংলাদেশ সরকারের ওষুধ! কীভাবে কাঁথি হাসপাতালে বাংলাদেশ সরকারের ওষুধ? কাঁথি হাসপাতালের আউটডোরে ওষুধ ঘিরে বিতর্ক। আউটডোরে বাংলাদেশ সরকারের অ্যান্টিবায়োটিক ওষুধ! কীভাবে কাঁথি হাসপাতালে এল বাংলাদেশ সরকারের ওষুধ?
West Bengal News Live: মালদার চাঁচলে ই-কমার্স সংস্থায় ডাকাতির ঘটনার কিনারা করল পুলিশ
মালদার চাঁচলে ই-কমার্স সংস্থায় ডাকাতির ঘটনার কিনারা করল পুলিশ। গ্রেফতার ওই সংস্থার কর্মী সহ ৫ দুষ্কৃতী। প্রসঙ্গত মার্চ মাসের ২০ তারিখ ওই সংস্থায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ১১ লক্ষ টাকা লুঠের ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তে নামে পুলিশ। ধৃতদের মধ্যে ২ জন উত্তর দিনাজপুর ইটাহারের বাসিন্দা। ৩ জনের বাড়ি মালদার চাঁচল থানার বিভিন্ন এলাকায়। আরও দুই দুষ্কৃতীর খোঁজ পেতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।