West Bengal News Live : দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর
LIVE
Background
- শিরোনাম
- কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দু'দিনের ধর্নায় দেখা যায়নি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে। আসেননি যুব তৃণমূল কংগ্রেসের ধর্নাতেও। অভিমানেই তৃণমূলনেত্রীর ধর্নায় গরহাজির অভিষেক? তুঙ্গে জল্পনা। দিল্লিতে ছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, সংসদে বাজেট অধিবেশন চলছিল, সাফাই সায়নী ঘোষের।
- যোগ্য ব্যক্তিরা স্থান পায় না। অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায়। রেড রোডে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ধর্নামঞ্চে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অনুপস্থিতি ঘিরে জল্পনার মধ্যেই সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বোন অদিতি গায়েনের। তৃণমূল কোথায় এসে দাঁড়িয়েছে তারই প্রতিফলন, মন্তব্য় শমীক ভট্টাচার্যর।
- দুর্নীতি ঢাকতেই একসঙ্গে তিন তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ দেব। পোস্টার হাতে ঘাটালে স্লোগান দিয়ে অভিযোগ বিজেপির। সময়ের অভাব, দাবি দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে। বিজেপিকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
- কুণাল ঘোষের মুখে কেষ্ট-বাণী। রেড রোডে যুব তৃণমূলের ধর্নামঞ্চে বিজেপিকে নিশানা করতে গিয়ে অনুব্রত মণ্ডলের চড়াম চড়াম, নকুলদানা হুঁশিয়ারি দিলেন তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক। আগে পুলিশের গাড়ি বাজাতেন, এখন চড়াম চড়াম বাজাবেন বলছেন, কুণাল ঘোষকে পাল্টা আক্রমণ সজল ঘোষের।
WB News Live : অধীরের নিশানায় মোদি
তৃতীয়বার কত আসনে জয়? লোকসভা ভোট (Lok Sabha Election 2024) নিয়ে এদিন বড়সড় ভবিষ্যদ্বাণী করেন নরেন্দ্র মোদির (PM Modi)। শুধু হ্যাটট্রিকের দাবিই করলেন না। সেই সঙ্গে NDA কতগুলো আসন পাবে? বিজেপি এককভাবে কতগুলো আসন পাবে? তাও আগাম বলে দিলেন নরেন্দ্র মোদি। বিরোধীদের কার্যত নিশ্চিহ্ন করে বিজেপি ৩৭০টি আসনে জিতবে বলে দাবি প্রধানমন্ত্রীর। যদিও মোদির যাবতীয় দাবি ওড়ালেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর চৌধুরী বলেন,' অহঙ্কার মানুষকে কোথায় নিয়ে যায়, অহঙ্কার, অহমিকা, মানুষ কাকে ভোট দেবে তার পরোয়া পর্যন্ত করছেন না। তার মানে এরা জানে, যে এতগুলো সিট আমরা করবই। আমার খুব সন্দেহ হচ্ছে, এবারের ভোটে বড়সড় হেরাফেরি হবে।'
West Bengal News Live : সংসদে জবাবি ভাষণে বিরোধীদের তীব্র আক্রমণে প্রধানমন্ত্রী
'বিপক্ষরা আগামী কয়েক দশক বিপক্ষই থাকবে', সংসদে জবাবি ভাষণে বিরোধীদের তীব্র আক্রমণে প্রধানমন্ত্রী। 'ভোটে লড়ার মনোবল হারিয়ে ফেলেছে বিরোধীরা। বিরোধীদের অবশ্যই জবাব দেবে জনতা। কিছু হলেই বিভাজনের কথা বলে, আর কতদিন এভাবে চলবে? যাওয়ার আগে ভাল হত যদি কিছু সদর্থক কিছু করত', বিরোধীদের কয়েকজন আবার শিবির বদলের চেষ্টায়: প্রধানমন্ত্রী
WB News Live : দুর্নীতির প্রতিবাদে আন্দোলনের মধ্যেই কাল প্রাথমিকে নিয়োগের প্যানেল
দুর্নীতির প্রতিবাদে আন্দোলনের মধ্যেই কাল প্রাথমিকে নিয়োগের প্যানেল। কাল ২০০৯-এর প্রাথমিকে নিয়োগের প্যানেল প্রকাশ, ঘোষণা কুণালের
West Bengal News Live : দিল্লিতে দরবার শুভেন্দুর
শেষমুহূর্তে মমতার দিল্লি সফর বাতিল, আগেই দিল্লিতে দরবার শুভেন্দুর । অমিত শাহ, নির্মলা সীতারমণ থেকে জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ।
WB News Live : সম্পূর্ণ সুস্থ নন সুজয়কৃষ্ণ, আদালতে রিপোর্ট দিল এসএসকেএম
সম্পূর্ণ সুস্থ নন সুজয়কৃষ্ণ, আদালতে রিপোর্ট দিল এসএসকেএম। '৮ ডিসেম্বর থেকে আইসিইউ-তে ভর্তি আছেন সুজয়কৃষ্ণ। বুকে স্টেন্ট আছে, হৃদযন্ত্রের অবস্থা স্থিতিশীল'। সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'র জামিন মামলায় আদালতে জানাল হাসপাতাল। ইডি ও সুজয়কৃষ্ণর আইনজীবীকে দেওয়া হল হেল্থ রিপোর্টের কপি। ৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।