West Bengal News Live Updates: কেন্দ্রীয় বাহিনীর নজরদারি, রামনবমীর অশান্তি এড়াল হনুমান জয়ন্তী
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
আস্থা নেই পুলিশে (Police)। হনুমান জয়ন্তীতেও (Hanuman Jayanti) কেন্দ্রীয় বাহিনী। হাইকোর্টের (High Court) নির্দেশের পর কলকাতা, হুগলি, ব্য়ারাকপুরে ৩ কোম্পানি বাহিনী। মিছিলে থাকতে পারবেন না ১০০ জনের বেশি, স্পর্শকাতর এলাকায় ১৪৪ ধারা।
রামনবমীর (Ram Navami) পরে হনুমান জয়ন্তী। মমতার (Mamata Banerjee) মন্তব্যে উস্কানি দেখছেন শুভেন্দু। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নজরবন্দি করার দাবি। আগে ওকে গ্রেফতার করুক, পাল্টা তৃণমূল।
পুলিশে অনাস্থা আদালতের। হনুমান জয়ন্তী নিয়ে কোনও রাজনৈতিক নেতা বক্তব্য পেশ করবেন না, নির্দেশ হাইকোর্টের।
শান্তি ফেরাতে কিছু করা দরকার। রামনবমীর শোভাযাত্রায় ছাদ থেকে পাথর ছোড়ার অভিযোগ, কী করছিল গোয়েন্দা বিভাগ? এটা ব্যর্থতা। পুলিশে অনাস্থা প্রকাশ করে মন্তব্য আদালতের।
হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় বাহিনী (Central Force) চাইতে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ফেল রাজ্য সরকার। আক্রমণে শুভেন্দু।
পুলিশে অনাস্থা আদালতের। হনুমান জয়ন্তীর নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকলে, পঞ্চায়েত ভোটে তা হবে না কেন? প্রশ্ন বিরোধীদের।
রামনবমীর মিছিল ঘিরে অশান্তি। হনুমান জয়ন্তীর আগে সব রাজ্যকে আইনশৃঙ্খলা বজায় রাখতে অ্যাডভাইসারি জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ।
আগ্নেয়াস্ত্র হাতে রামনবমীর মিছিল। হাওড়ার ঘটনায় সুমিত সাউয়ের পর গ্রেফতার ২ সঙ্গী। তিনজনেরই ৮ দিনের পুলিশ হেফাজত। শিবপুরে অশান্তিতে (Shibpur Violence) এখনও পর্যন্ত গ্রেফতার ৪১।
অশান্তির পর এখনও থমথমে রিষড়া। বন্ধ অধিকাংশ দোকান। চন্দননগর কমিশনারেটে লকেটের স্মারকলিপি দেওয়া ঘিরে তুলকালাম। পুলিশ-বিজেপি ধস্তাধস্তি।
২০১৬-র নিয়োগ প্রক্রিয়া নিয়ে কী জানেন? চাকরি-দুর্নীতি মামলায় মানিককে ২৯ মিনিট জিজ্ঞাসাবাদ বিচারপতির। জেলে আছি, তথ্য নেই। সত্য সামনে আসুক, হাতজোড় করে দাবি প্রাক্তন পর্ষদ সভাপতির।
ষোলোর নিয়োগে সিলেকশন কমিটি হয়েছিল? মানা হয়েছিল সংরক্ষণ নীতি? সিবিআই তদন্তে অসন্তোষের পর মানিককে জিজ্ঞাসাবাদ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। হয়েছিল, সিদ্ধান্ত নিয়েছিল পর্ষদ, দাবি মানিকের।
কেস ডায়েরিতে প্রভাবশালীদের নাম দেখুন, বুঝবেন কী হতে চলেছে। নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি। ফের খারিজ শান্তনুর জামিন-আর্জি। ১৯ এপ্রিল পর্যন্ত জেল হেফাজত।
ঘুষ নেওয়া অন্যায় হলে, ঘুষ দেওয়াও অন্যায়। নিয়োগ দুর্নীতি নিয়ে আজব সাফাই রায়গঞ্জের তৃণমূল বিধায়কের (TMC MLA)। ঘুষখোরের থেকেও ঘুষাদাতাকে বেশি করে দায়ী করার চেষ্টা? কটাক্ষ বিরোধীদের।
সিউড়ি (Suri) থানার আইসির পর আসানসোল জেলের সুপার। গরুপাচার মামলায় কৃপাময় নন্দীকে জিজ্ঞাসাবাদ ইডির। ব্যাঙ্ক স্টেটমেন্ট, সম্পত্তি সংক্রান্ত নথি নিয়ে হাজিরা।
এজেন্সির অতি সক্রিয়তার অভিযোগ, সুপ্রিম কোর্টে কংগ্রেস-তৃণমূল-সহ ১৪ বিরোধীদলের জোর ধাক্কা। নেতাদের জন্য পৃথক নিয়ম নয়, জানিয়ে দিল আদালত।
একশো দিনের বকেয়া টাকার দাবিতে এবার দিল্লির দরবারে তৃণমূল (TMC)। মন্ত্রীকে না পেয়ে সচিবের সামনেই ক্ষোভপ্রকাশ। টাকা না পেলে বঞ্চিতদের নিয়ে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি অভিষেকের।
বকেয়া ডিএ আদায়ে আজ ফের পেন ডাউনের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। ১০-১১ এপ্রিল দিল্লিতে অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত। রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতি-কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা।
আজ বিজেপির ৪৪তম প্রতিষ্ঠা দিবস। সমস্ত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মোদি। বুথ স্তর থেকে দেশজুড়ে একাধিক কর্মসূচির পরিকল্পনা।
WB News Live: 'যেখানে হনুমান জয়ন্তীর মিছিল নেই, সেখানেই সঙ্গে সিপি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজ্যপালকে', মন্তব্য শুভেন্দুর
যেখানে হনুমান জয়ন্তীর মিছিল নেই, সেখানেই সঙ্গে সিপি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজ্যপালকে। পুরোটাই মুখ্যমন্ত্রীর পরিকল্পনা। রাজ্যপালের পথে নামা নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর।
West Bengal News Live: কেন্দ্রীয় বাহিনীর নজরদারি, রামনবমীর অশান্তি এড়াল হনুমান জয়ন্তী
কেন্দ্রীয় বাহিনীর নজরদারি, রামনবমীর অশান্তি এড়াল হনুমান জয়ন্তী। মাত্র ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামতেই উধাও অশান্তি। কলকাতা, হুগলি, ব্যারাকপুরে রুট মার্চ। লেকটাউন, একবালপুর-চষে বেড়ালেন রাজ্যপাল। বাহিনী না পেলে পঞ্চায়েত ভোটে অংশ নয়, হুঁশিয়ারি সংগ্রামী মঞ্চের। বাঁশবেড়িয়ায় হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে যাওয়ার পথে ফের লকেটকে পুলিশের বাধা, গো ব্যাক স্লোগান। শুধু নাটক, কটাক্ষ তৃণমূলের।
WB News Live: ABVP-র কলকাতা বিশ্ববিদ্যালয় বাঁচাও অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল কলেজ স্ট্রিটে
ABVP-র কলকাতা বিশ্ববিদ্যালয় বাঁচাও অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল কলেজ স্ট্রিটে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় ABVP-র সদস্যদের। বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ
West Bengal News Live: সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুনের জেরে প্রায় ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ, ১৫টি দোকান পুড়ে ছাই
দঃ ২৪ পরগনার সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন। শিয়ালদা-বজবজ আপ-ডাউনে প্রায় ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ। প্ল্যাটফর্মে অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই।
WB News Live: 'মুখ্যমন্ত্রীর যা করা উচিত ছিল, সেটাই করেছেন সিভি আনন্দ বোস', হনুমান জয়ন্তী নিয়ে মন্তব্য দিলীপের
হনুমান জয়ন্তীতে রাজপথে রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর যা করা উচিত ছিল, সেটাই করেছেন সিভি আনন্দ বোস। মন্তব্য দিলীপ ঘোষের।