West Bengal News Live: পিএসির প্রথম বৈঠকেই গরহাজির কৃষ্ণ কল্যাণী
West Bengal News Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
এক নজরে আজকের শিরোনাম ( Headlines )
- লেটারহেডে নাম লিখে শিক্ষকের চাকরির সুপারিশ করেছিলেন ৩ তৃণমূল বিধায়ক অখিল, অসীম, শুভ্রাংশু। ডিভিশন বেঞ্চে তালিকা দিয়ে মামলা।
- লেটারহেডে চাকরির সুপারিশ, হাইকোর্টে তালিকা দিয়ে মামলা। সইয়ের সত্যতা নিয়েই প্রশ্ন অখিল-শুভাংশুর। কিছু মনে নেই, দাবি অসীম মাজির।
- নিজেরাই নিজেদের অনিয়মের তদন্ত করবেন, তা হতে পারে না। নিয়োগে দুর্নীতির মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে হাইকোর্টের ভর্ত্সনা।
- মনে হল কাউকে ১ নম্বর করে দেবেন, দিয়ে দিলেন! নিয়োগে দুর্নীতি মামলায় পর্ষদকে প্রশ্ন হাইকোর্টের। বক্তব্য লিখিতে আকারে না দেওয়ায় তিরস্কার।
- শিক্ষক নিয়োগে দুর্নীতি, ক্ষোভকে কাজে লাগাতে চায় বিজেপি। বঞ্চিতদের বুথ সভাপতি করার বার্তা শুভেন্দুর। কুৎসিত মনোভাব, পাল্টা কুণাল।
- লোকসভা ভোটের আগেই বাংলায় কার্যকর হবে সিএএ। ফের হুঙ্কার বিজেপির। বিভ্রান্তি ছড়িয়ে ধর্মীয় মেরুকরণের চেষ্টা, অভিযোগ তৃণমূলের।
- সিবিআই জিজ্ঞাসাবাদের পর প্রথমবার সাংবাদিক বৈঠকের পরেই আশ্বাস অনুব্রতর।
- জামার আড়ালে রড লুকিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ৭ ঘণ্টা! কীভাবে ঢুকল হাফিজুল, কাদের গাফিলতি? এবার তদন্তে সিট গঠন করল লালবাজার।
- মুখ্যমন্ত্রীর সুরক্ষায় আরও কড়াকড়ি। কালীঘাটের বাড়ি থেকে নবান্ন। পুলিশকর্মীদের মোবাইল ফোন ব্যবহার নিষেধাজ্ঞা রিজার্ভ ফোর্সের।
- মুখ্যমন্ত্রীর বাড়িতে সন্দেহভাজন, পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন ভাইয়ের। (বাইট-যেখানে মাছি গলার কথা নয়, সেখানে একটা মানুষ ৭/৮ ঘন্টা ধরে বসে রয়েছে!
- মুখ্যমন্ত্রীর বাড়িতে সন্দেহভাজন। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার। দেখলেন উত্তর থেকে দক্ষিণ কলকাতার রাতের নিরাপত্তা ব্যবস্থা।
- ডোমকলে বোমা বাঁধতে গিয়ে দুষ্কৃতীর মৃত্যু, হাত উড়ল সঙ্গীর। এনআইএ চেয়ে শাহকে চিঠি শুভেন্দুর। নিজেরাই তো ঘটাচ্ছে, পাল্টা কুণাল।
- পাওয়ার গ্রিড নিয়ে ফের উত্তপ্ত ভাঙড়। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে বিক্ষোভ। হঠকারিতা ঠিক নয়, বার্তা ফিরহাদের। আজ বৈঠকে এসডিও।
- এবার এক ছবিতে মিঠুন-দেব। সল্টলেকে শুরু প্রজাপতি-র শ্যুটিং। মৃগয়ার পর ৪৬ বছর বাদে একসঙ্গে দেখা যাবে মিঠুন-মমতাশঙ্করকে।
West Bengal News Update : পিএসির প্রথম বৈঠকেই গরহাজির কৃষ্ণ কল্যাণী
পিএসির প্রথম বৈঠকেই গরহাজির কৃষ্ণ কল্যাণী। ভাঙছে পরম্পরা, কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। অন্য দলে যোগের প্রমাণ নেই, পাল্টা অধ্যক্ষ।
WB News Live : মমতা সম্পর্কে কুরুচিকর মন্তব্য, কাঁথি থানায় দিলীপের বিরুদ্ধে মামলা
মমতা সম্পর্কে কুরুচিকর মন্তব্য, কাঁথি থানায় দিলীপের বিরুদ্ধে মামলা। তীব্র আক্রমণ অভিষেকের। বিভ্রান্তির জন্য শাসকদলই দায়ী, পাল্টা সুকান্ত।
West Bengal News Update : সৌগতর পর এবার রাজ্যপাল নিয়ে বিস্ফোরক দাবি সুদীপের
সৌগতর পর এবার রাজ্যপাল নিয়ে বিস্ফোরক দাবি সুদীপের
WB News Live :পাহাড় ছাড়িয়ে যে কোনও সময় সমতলেও প্রকোপ দেখা দিতে পারে নাইরোবি ফ্লাইয়ের
পাহাড় ছাড়িয়ে যে কোনও সময় সমতলেও প্রকোপ দেখা দিতে পারে নাইরোবি ফ্লাইয়ের। অনুমান পতঙ্গবিদদের। সতর্ক থাকার পাশাপাশি, রাতে মশারি টাঙানোর পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা।
West Bengal News Update : শিক্ষক-দমকলের পরে এবার বিধানসভার কর্মী নিয়োগেও দুর্নীতি?
শিক্ষক-দমকলের পরে এবার বিধানসভার কর্মী নিয়োগেও দুর্নীতি? বিধানসভার কর্মী নিয়োগে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। অষ্টম ও মাধ্যমিকের ভুয়ো মার্কশিট দিয়ে নিয়োগের অভিযোগ শুভেন্দুর। ভুয়ো মার্কশিট দিয়ে তৃণমূলের ক্যাডার নিয়োগের অভিযোগ বিরোধী দলনেতার।