West Bengal News Live Updates: হরিশ মুখার্জি রোডে জোড়া খুন, ফ্ল্যাটে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার
West Bengal Live News : চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...
LIVE
Background
কলকাতা: সব দলেরই আছে চর (spy), তাঁদেরও আছে। সুকান্তর (Sukanta Majumdar) পাল্টা দাবি ঘিরে আলোড়ন। পাল্টা কুণালের (Kunal Ghosh) চ্যালেঞ্জ, ওরা দরজার আড়ালে কিছু বললেও, ফাঁস করতে পারি, চ্যালেঞ্জ কুণালের। খোঁচা অধীরেরও।
ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) মামলায় আরও ৫ তৃণমূল (TMC) নেতা-কর্মী সহ ৬ জনকে সিবিআই জিজ্ঞাসাবাদ। দুর্গাপুরে অস্থায়ী ক্যাম্প অফিসে জিজ্ঞাসাবাদ অনুব্রতর দেহরক্ষীদেরও।
কসবায় (Kasba) দুষ্কৃতী তাণ্ডবে নতুন মোড়। নিজের বাড়ি ভেঙে তাঁকে বদনামের চেষ্টা বাড়ি মালিকের, দাবি কাউন্সিলর সুশান্ত ঘোষের। নাম না করে মন্ত্রীকে খোঁচা, পাল্টা কটাক্ষ জাভেদ খানের।
ডানকুনিতে গোটা পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ। কাঠগড়ায় ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। বিবাদ মেটাতে গিয়েছিলাম, অভিযোগ অস্বীকার করে দাবি কাউন্সিলের।
কেকে-মৃত্যুতে (KK Death) মুখ খুললেন দেব (Dev)। কেকে-র মৃত্যুর জন্য ভিড় দায়ী হলে রাজনৈতিক সভাও বন্ধ করা উচিত, মন্তব্য দেবের। ২ হাজারের হলে ৭ হাজার লোক কেন? ফের প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির।
শহরে অভিনব প্রতারণা। বিদ্যুতের বিল আপডেট করতে গিয়ে লিঙ্ক খুলতেই গায়েব সিইএসসি আধিকারিকের ৫০ হাজার টাকা। শহরের একটি বিজ্ঞাপন সংস্থার অফিসের কম্পিউটারেও হানা।
ফের চোখ রাঙাচ্ছে করোনা। ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত সাড়ে ৪ হাজার ছুঁইছুঁই। উদ্বেগ বাড়াচ্ছে মুম্বই। সংক্রমিত শাহরুখ খান, সুস্থ হয়ে ওঠার শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
West Bengal News Live: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে সভা
কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে কোথাও প্রতিবাদ মিছিল তো কোথাও প্রতিবাদ সভা। আজ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ১নং ব্লক তৃনমূল কংগ্রেসের ডাকে একটি প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়।
West Bengal News Live: বর্ধমান হাসপাতালে বেহাল অবস্থা
বর্ধমান হাসপাতালের সিটি স্ক্যান মেশিন খারাপ থাকায় ৫ কিমি দূরে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে সিটি স্ক্যান করাতে বলা হচ্ছে হাসপাতালের তরফে।অভিযোগ, অনাময়ে সময় মতো সিটি স্ক্যান করা যাচ্ছে না।পাশাপাশি রোগীকে নিয়ে অনাময়ে যেতে আসতে খরচ হচ্ছে মোটা অঙ্কের টাকা।
West Bengal News Live: স্টেশন ফিডার রোডের ফাস্টফুডের দোকানে আগুন
শিলিগুড়ির স্টেশন ফিডার রোডের একটি ফাস্টফুড দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ালো। সোমবার রাতে ওই দোকানে খাবার তৈরি করা হচ্ছিল সেই সময় আচমকাই গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়। ঘটনা দেখে দোকানে থাকা কর্মচারী এবং খদ্দেররা দোকান থেকে বেরিয়ে যায়। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যেই আগুন ভয়ঙ্কর আকার ধারণ করে।
West Bengal News Live: কোচবিহারে নর্দমা থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ
কোচবিহার শহরের খালাসি পট্টি এলাকায় নর্দমা থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ। কোচবিহার শহরের বিবেকানন্দ স্ট্রিট এলাকার বাসিন্দা সঞ্জয় রায় গত পরশু দিন থেকে নিখোঁজ ছিল বলে জানা গেছে, আজ সন্ধ্যায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন খালাসী পট্টি এলাকার সাধারণ মানুষ নর্দমার জলের মধ্যে মৃতদেহটি ভেসেছিল। পরে পুলিশ ও দমকল এসে মৃতদেহটি উদ্ধার করেছে। মৃত্যুর পেছনে দুর্ঘটনা না অন্য কোনো কারণ রয়েছে তা তদন্ত করছে পুলিশ।
West Bengal News Live: ভবানীপুরে ফ্ল্যাটে জোড়া খুন
শহরের বুকে জোড়া খুন। ফ্ল্যাট থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। স্বামী-স্ত্রী-র মৃতদেহ উদ্ধার।