West Bengal Live News : 'BJP ভাইরাস হলে, ভ্যাকসিন TMC', বার্তা অভিষেকের
West Bengal Live : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকে
LIVE
Background
গরুপাচারে বিএসএফের 'হাত' : বিএসএফ ( BSF ) আধিকারিকদের একাংশের যোগসাজশেই ভারত থেকে বাংলাদেশে পাচার হত গরু। অমিত শাহের অধীনে থাকা বিএসএফের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ ইডির ( ED ) চার্জশিটে।
'কমিশন পেত বিএসএফ' : পুলিশ ট্রাক আটকালে দেওয়া হত টোকেন। রাত ১১ থেকে চার ঘণ্টার জন্য খুলত দরজা। কমিশন পেত বিএসএফ। অনুব্রত যোগে বীরভূম থেকে বিনা বাধায় গরুর ট্রাক যেত মুর্শিদাবাদে। উল্লেখ চার্জশিটে।
'তৃণমূলের অভিযোগেই মান্যতা' : গরুপাচারে বিএসএফ জড়িত থাকার অভিযোগ বারবার দাবি করেছে তৃণমূলই। সেই কথাই সাপ্লিমেন্টারি চার্জশিটে লিখল কেন্দ্রীয় সংস্থা। প্রতিক্রিয়া ফিরহাদের।
দায়-সংঘাত : গরুপাচারে ( Cow Smuggling ) জড়িত রাজ্য পুলিশ, বিএসএফ। সব টোকেনের খেলা, কটাক্ষ সুজনের। সবাই টাকা খেয়েছে, আক্রমণ অধীরের। দোষীদের সাজা হোক, নাহলে অপরাধ বন্ধ হবে না, পাল্টা দিলীপ।
গরুপাচারে ৭৭ কোটি ! : গরুপাচার মামলায় ৭৭ কোটির হদিশ। অনুব্রত ও ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে জমা প্রায় ১৩ কোটি টাকা। ব্যবসা চালাতেন মেয়ে, বয়ান অনুব্রতর। বাবার নির্দেশেই কাজ, বয়ান সুকন্যার, ইডি সূত্রে খবর।
সায়গলের ফোনে কেষ্ট-কথন! : অনুব্রতর ( Anubrata Mondal ) সঙ্গে গরুপাচারকারীরা কথা বলত তাঁর ফোনেই। কথা বলতেন তৃণমূল নেতা-বিধায়ক-পুলিশকর্তারাও। ইডি-র চার্জশিটে সায়গল হোসেনের বিস্ফোরক স্বীকারোক্তির উল্লেখ।
'প্রভাব খাটিয়ে লটারি-প্রাপ্তি' : ৩ বছরে ৫টি লটারিতে প্রায় ২ কোটির টাকা লক্ষ্মীলাভ কেষ্টর। লটারিতে বিজয়ীর নাম আগে জেনে প্রভাব খাটিয়ে যোগাযোগ কেষ্ট ঘনিষ্ঠ কাউন্সিলরের। ইডির চার্জশিটে উল্লেখ।
‘কৃপাময়কে কেষ্ট-তথ্য জেলারের’ : শক্তিগড়ে কোথায় দাঁড়াবে কেষ্টর কনভয়, কোন দোকানে ব্রেকফাস্ট। আগেই সুকন্যার গাড়িচালক তুফান মিদ্দা ও তৃণমূল নেতা কৃপাময় ঘোষকে জানিয়েছিলেন জেল আধিকারিক। চার্জশিটে দাবি ইডির।
‘মুখ খুললেই ঠোক দো’ : 'এজেন্সিকে বিজেপি বলছে ধামাকা করে দাও, যেমন NRC নিয়ে আপনারা দেখছেন, বিলকিস নিয়েও আপনারা দেখছেন, আমাদের অনেক কাণ্ড হয়েছে, হিন্দু-মুসলিম সবাইকে নিয়ে।' মমতার নিশানা বিজেপিকে ।
অভিষেকের জনসংযোগ : দুই দিনাজপুরের পর এবার মুর্শিদাবাদ। রোড শোয়ের সময় ফের গাড়ির ছাদে অভিষেক। সারলেন জনসংযোগ।
ক্ষোভ সামলাতে অভিষেক-বার্তা : মালদা তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। বিনোদপুরের পর ইংরেজবাজারের কাজিগ্রাম। স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ দলেরই একাংশের। ৭দিনের মধ্যে দ্বন্দ্ব মেটাতে নির্দেশ অভিষেকের।
মমতার জোট-বার্তা: ২৪-এর ভোটের আগে বিজেপি বিরোধীদের একজোট হওয়ার বার্তা মমতার। আগে বিশ্বাসযোগ্যতা প্রমাণ করুন, পাল্টা অধীর।
অধরা শাসক-নেতা : বেলেঘাটায় তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের পর অধরা শাসক নেতা। দল আগাম পদক্ষেপ করলে ঘটনা ঘটত না, আক্ষেপ রাজু নস্করের ছেলের। পদে থেকে মন্তব্য সঠিক নয়, পাল্টা কুণাল।
মিছিলে মতবিরোধ : বকেয়া ডিএ-র দাবিতে অভিষেকের বাড়ির সামনে মিছিল নিয়ে আন্দোলনকারীদের মধ্যে সংঘাত। মিছিল নয়, হোক সমাবেশ, দাবি একপক্ষের। মিছিল হবেই, পাল্টা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কের।
WB News Live: DA মিছিলের স্লোগানের আওয়াজ চাপা অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে
টানা ১২ বছর পর হরিশ মুখার্জি রোডে মিছিলের অনুমতি। রাজ্যের মুখ্যমন্ত্রীর পাড়া দিয়ে মিছিল পেরলো শান্তিপূর্ণ ভাবেই। মিছিলের স্লোগানের আওয়াজ চাপা দিতে রাস্তাজুড়ে মাইক লাগিয়ে উচ্চস্বরে রবীন্দ্রসংগীত বাজানোর অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে।
West Bengal News Live : ভাতারে মেঝে কেটে গয়না চুরি
দোতলা মাটির বাড়ির টিনের ছাউনি ও মেঝে কেটে গয়নার দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ভাতারের কামারপাড়া বাজার এলাকায়।
WB News Live: তৃণমূলে ভাঙ্গন অব্যাহত
তৃণমূলে ভাঙ্গন অব্যাহত। প্রায় দুই শতাধিক তৃণমূল কর্মী যোগদান করলেন জাতীয় কংগ্রেসে। সুজাপুর বিধানসভার গয়েসবাড়ি অঞ্চল তৃণমূলের সহ-সভাপতি ,তার সঙ্গে প্রায় দুই শতাধিক তৃণমূল কর্মী এদিন সুজাপুর কংগ্রেস কার্যালয়ের সামনে যোগদান সভায় কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন।
West Bengal News Live : ডিএ মিছিল প্রসঙ্গে আক্রমণ কুণালের
মমতা-অভিষেকের পাড়ায় ডিএ মিছিল প্রসঙ্গে আক্রমণ কুণালের। এদিন কুণাল ঘোষ বলেন,‘বাইরে থেকে লোক এনে অসভ্যতা হয়েছে। ডিএ মঞ্চ থেকে কুৎসিত রাজনৈতিক আক্রমণ।' পাশাপাশি এদিন তিনি বিরোধী দলনেতার মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ ।এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'ডিসেম্বর থেকে জুলাই গড়াল ডিএ মামলা, পিছনের খেলা জানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই খেলা বন্ধ হবে। বিরোধীনেত্রী হিসেবে মমতা হকের দাবির কথা বলেছিলেন। আগামী দিনে লাগাতার কর্মবিরতি করতে, ধর্মঘটে যান। যোগ্য কর্মপ্রার্থীরাও একসঙ্গে পথে নামুন।' আর এরপরেই আপত্তি তুলেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'ডিএ মামলা নিয়ে শুভেন্দুর মন্তব্যে সুপ্রিম কোর্টের অবমাননা।’
WB News Live: ডিএ আন্দোলনকারীদের নিশানা করতে গিয়ে জিভ টেনে ছেঁড়ার হুঁশিয়ারি মন্ত্রীর!
ডিএ আন্দোলনকারীদের নিশানা করতে গিয়ে জিভ টেনে ছেঁড়ার হুঁশিয়ারি মন্ত্রীর! 'মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসাকারীদের জিভ টেনে ছিঁড়ে দিন। এটাই হবে আগামী দিনের আন্দোলনের রূপরেখা'। আসি-যাই মাইনে পাই চলবে না, হুঙ্কার মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের