West Bengal News Live: 'দুর্নীতির মাত্রা অগাধ, সন্দেহজনক আর্থিক লেনদেনের তদন্ত হওয়া উচিত', অভিষেকের মামলায় নির্দেশ ডিভিশন বেঞ্চের
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
কলকাতা: টানা ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। মধ্য়রাতে রথীন ঘোষের (Rathin Ghosh) বাড়ি ছাড়ল ইডি। 'ভাগ ইডি ভাগ', স্লোগান তৃণমূল কর্মীদের। রাজনৈতিক উদ্দেশ্যে ইডির অভিযান। অভিযোগ খাদ্যমন্ত্রীর।
বঞ্চনার অভিযোগে রাজভবনের (Rajbhawan) সামনে ধর্না মঞ্চে অভিষেক, হঠাৎ হাজির স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। থাকলেন বেশ কিছুক্ষণ। কথা বললেন অরূপ বিশ্বাসের (Arup Biswas) সঙ্গে।
তৃণমূলের অভিযানের দিনই উত্তরবঙ্গে রাজ্যপাল। পালিয়ে যাওয়ার অভিযোগে আক্রমণে অভিষেক। দেখা না পাওয়া পর্যন্ত ধর্না চালানোর হুঙ্কার।
উত্তরবঙ্গে রাজ্যপাল, মিছিল করে গিয়েও দেখা পেল না তৃণমূল। স্মারকলিপি দেওয়া হল সচিবকে। জমিদারের মতো আচরণ বলে বোসকে আক্রমণে অভিষেক।
দিল্লি ফিরে জমিদার-অস্ত্রেই অভিষেককে জবাব রাজ্যপালের। অট্টালিকা থেকে কৃষকদের নিয়ন্ত্রণ করাই নব্য জমিদারি, তৃণমূল ভয় পাচ্ছে বলে তীব্র আক্রমণ।
লিপস অ্যান্ড বাউন্স মামলায় আজ অভিষেকের মাকে তলব ইডির।
১০ অক্টোবরের মধ্যে ইডি-কে নথি দিতেই হবে অভিষেককে। সন্তুষ্ট না হলে সমন করুন। ১২, ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করুন, পুজোর মধ্যে তলব নয়। নির্দেশ হাইকোর্টের।
নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডিকে ভর্ৎসনা হাইকোর্টের। ১৯ মাস ধরে কিছুই করেননি। ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করুন। মৌখিক ভাবে সময় বাঁধল আদালত।
মেঘভাঙা বৃষ্টিতে হিমাচলের ছায়া সিকিমে। ৪ জওয়ান-সহ ১৮ জনের মৃত্যু। নিখোঁজ শতাধিক। তিস্তার গ্রাসে জাতীয় সড়ক। বাংলার বহু পর্যটক আটক।
পিছিয়ে যাচ্ছে ২৮ অক্টোবরের ডার্বি। লক্ষ্মী পুজো থাকায় পর্যাপ্ত সুরক্ষা দেওয়া দেওয়া সম্ভব নয় বলে সরকার জানানোর পরেই ডার্বি পিছোনর সিদ্ধান্ত।
West Bengal News Live: 'দুর্নীতির মাত্রা অগাধ, সন্দেহজনক আর্থিক লেনদেনের তদন্ত হওয়া উচিত', অভিষেকের মামলায় নির্দেশ ডিভিশন বেঞ্চের
'দুর্নীতির মাত্রা অগাধ, সন্দেহজনক আর্থিক লেনদেনের তদন্ত হওয়া উচিত'। নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে অভিষেকের মামলায় নির্দেশ ডিভিশন বেঞ্চের । 'সত্য খুঁজে বের করার জন্য স্বচ্ছ ও দ্রুত তদন্ত প্রয়োজন'। 'মাথা তুলে দাঁড়ানোর একটা বদভ্যাস আছে সত্যের'। 'শুধুমাত্র স্বচ্ছ তদন্তেই মানুষের আশা-ভরসা ফেরানো সম্ভব'। 'সবাইকে চেষ্টা করতে হবে যাতে দোষীরা ধরা পড়ে, উপযুক্ত শাস্তি হয়'। তদন্তে আদালতের হস্তক্ষেপের অভিযোগ খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। 'তথ্য প্রমাণ, নথির অভাব দেখলে আদালত চোখ বন্ধ করে বসে থাকতে পারে না'। 'সংস্থা এবং তার ডিরেক্টরদের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ'। 'অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, সম্পত্তির খতিয়ান দিলে ক্ষতি হবে না'। 'অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করবেন, আশা করে আদালত'। ১০ অক্টোবরের মধ্যে ইডির কাছে অভিষেককে নথি পাঠানোর নির্দেশ ডিভিশন বেঞ্চের । 'নথি দেখে হাজিরার প্রয়োজন মনে হলে ৪৮ ঘণ্টার আগাম নোটিস দিতে হবে'। '১৯ থেকে ২৬ অক্টোবরের মধ্যে অভিষেককে ডাকতে পারবে না ইডি'। অভিষেককে হাজিরার নোটিস নিয়ে জানিয়ে দিলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
WB News Live Updates: কলকাতায় নয়, রাজ্যপালের সঙ্গে তৃণমূলের দেখা হচ্ছে দার্জিলিঙে
বকেয়ার দাবিতে তৃণমূলের ধর্নার মধ্যেই সাক্ষাতে 'সম্মতি'। কলকাতায় নয়, রাজ্যপালের সঙ্গে তৃণমূলের দেখা হচ্ছে দার্জিলিঙে। দিল্লি থেকে ফিরে কাল আবার উত্তরবঙ্গে যাচ্ছেন রাজ্যপাল। দার্জিলিং থেকে ফিরে দিল্লি গিয়ে, ফিরছেন রাজ্যপাল: সূত্র।
West Bengal News Live: ভুক্তভোগীদের চিঠি রাজ্যপালকে পড়িয়েই ছাড়ব, হুঙ্কার অভিষেকের
একদিন পার, রাজভবনের সামনে তৃণমূলের ধর্না। কেন্দ্রকে অবিলম্বে রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে ধর্না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের সামনে ধর্না। 'কাল আমাদের তিনজনের প্রতিনিধি দল দার্জিলিং যাবেন আপনার সঙ্গে দেখা করতে'। 'কাল বিকেল সাড়ে পাঁচটায় দার্জিলিঙে রাজ্যপাল দেখা করার সময় দিয়েছেন'। 'আপনি দেখা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে'। ভুক্তভোগীদের চিঠি রাজ্যপালকে পড়িয়েই ছাড়ব, হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'কেন বাংলার টাকা বকেয়া, কেন্দ্রের কাছে কারণ জানতে চান রাজ্যপাল'। 'দুর্নীতি হলে তদন্ত করুন, টাকা আটকে রাখবেন না'।
WB News Live Updates: ১২ অক্টোবর মুখ্যমন্ত্রীর বাড়িতেই মন্ত্রিসভার বৈঠকের সম্ভাবনা
পায়ে চোট, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেই মন্ত্রিসভার বৈঠক। ১২ অক্টোবর মুখ্যমন্ত্রীর বাড়িতেই মন্ত্রিসভার বৈঠকের সম্ভাবনা।
সোমবার থেকে নবান্নে আসতে না পারলে, কালীঘাটেই বৈঠক: সূত্র।
West Bengal News Live: হাসপাতালে রোগীর রক্তচাপ মাপছেন সিভিক ভলান্টিয়ার ! রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন সুকান্তর
হাসপাতালে রোগীর রক্তচাপ মাপছেন সিভিক ভলান্টিয়ার ! এক্স হ্যান্ডলে ভিডিও পোস্ট করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন সুকান্ত মজুমদারের। 'তৃণমূলের এগিয়ে বাংলার বিস্ময়কর নিদর্শন'। 'এই ছবিই বলে দিচ্ছে কেমন বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা দেয় তৃণমূল সরকার'। দঃ দিনাজপুরের কুশমণ্ডি গ্রামীণ হাসপাতালের ছবি পোস্ট করে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতির। 'হাসপাতালে রোগীর চাপ সামলাতে অনেক ক্ষেত্রেই সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানো হচ্ছে'। 'প্রশাসনের নির্দেশেই সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানো হচ্ছে'। 'এ ক্ষেত্রে ডাক্তারদের সাহায্য় করতে প্রেসার মাপার যন্ত্র এগিয়ে দিয়েছেন সিভিক ভলান্টিয়ার'। কুশমণ্ডি গ্রামীণ হাসপাতালের ঘটনা নিয়ে দাবি সিএমওএইচের