West Bengal News Live Updates: কোচবিহারে বিজেপি বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কেন্দ্রীয় বাহিনীর নজরদারি, রামনবমীর (Ram Navami) অশান্তি এড়াল হনুমান জয়ন্তী। কলকাতা, হুগলি, ব্যারাকপুরে রুট মার্চ। লেকটাউন, একবালপুর-চষে বেড়ালেন রাজ্যপাল।
রামনবমীর অশান্তি এড়াতে এবার পথে নামলেন খোদ রাজ্যপাল (Governor)। চষে বেড়ালেন উত্তর থেকে দক্ষিণ কলকাতা।
হনুমানজয়ন্তীতে রাজপথে রাজ্যপাল। প্রশংসায় দিলীপ-লকেট। মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় যেখানে মিছিল নেই, সেখানে নিয়ে যাওয়া হয়, আক্রমণে শুভেনদু। ফের প্রকাশ্যে বিজেপির সার্কাস, পাল্টা কুণাল।
মাত্র ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামতেই উধাও অশান্তি। বাহিনী না পেলে পঞ্চায়েত ভোটে (Panchayet Election) অংশ নয়, হুঁশিয়ারি সংগ্রামী মঞ্চের। কোর্টে যাওয়ার প্রস্তুতি।
রিষড়ার পর বাঁশবেড়িয়া। হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে যাওয়ার পথে ফের লকেটকে পুলিশের বাধা, গো ব্যাক স্লোগান। শুধু নাটক, কটাক্ষ তৃণমূলের।
হনুমান জয়ন্তীতেও বাঁশবেড়িয়ায় অস্ত্র হাতে মিছিল। বেশ কয়েকজনকে আটক।
পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেই স্বমহিমায় শাসক-বিরোধী। হাঁসখালি থেকে বাঁকুড়া, মঙ্গলকোট-খুনের হুমকি থেকে বিরোধীদের চামড়াতোলার দাওয়াই!
কুন্তলের মুখে ফের অভিষেকের সুর। এতদিন এজলাসে আসছেন, আগে বলেননি কেন? প্রশ্ন বিচারকের।
কার নম্বর কত বাড়াতে হবে, সেই অনুযায়ী রেট! কুন্তল-শান্তনুদের বিরুদ্ধে দাবি সিবিআইয়ের। কুন্তল একাই তোলে ১০০ কোটি, চার্জশিটে বিস্ফোরক ইডি।
এবার উচ্চশিক্ষায় রাজভবনের নজরদারি। সরকার মারফত নয়, আর্থিক বিষয়ে নিতে হবে অনুমতি। প্রতি সপ্তাহে রিপোর্ট। আইনি পরার্মশ নিচ্ছে উচ্চ শিক্ষা দফতর।
পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) খারিজ শুভেনদুর মামলা। হাইকোর্টের (High Court) রায়ই বহাল । নির্বাচন করতে কমিশনকে আটকাতে পারি না, মন্তব্য প্রধান বিচারপতির।
গ্রামবাসীদের হয়রানির অভিযোগ তুলে ইসলামপুরে দুয়ারে সরকার ক্যাম্পে তৃণমূল নেতার তাণ্ডব। খবর সম্প্রচারের পরেই গ্রেফতার।
ডিএ-জট (DA Agitation) কাটাতে হস্তক্ষেপ হাইকোর্টের। ১৭ এপ্রিলের মধ্যে কর্মীদের সঙ্গে রাজ্যকে আলোচনায় বসার নির্দেশ। ইতিবাচক সমাধান সূত্র বেরোক, মন্তব্য আদালতের।
বকেয়া ডিএ-র দাবিতে ফের পেন ডাউন। সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলা, অপেক্ষা করতে পারছেন না? প্রশ্ন আদালতের। মুখ্যমন্ত্রীর অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ, বললেন আন্দোলনকারীরা।
শক্তিগড়ে শ্যুটআউটের পর ফের ইডির নজরে সিবিআইয়ের (CBI) কাছে নিখোঁজ আব্দুল লতিফ। গরু পাচার মামলায় চলতি সপ্তাহেই দিল্লিতে হাজিরার নির্দেশ।
WB News Live: বিজেপি ছেড়ে TMC যোগের আগে দণ্ডি কেটে 'পাপের' প্রায়শ্চিত্ত
দণ্ডি কেটে পাপের প্রায়শ্চিত্ত, বিজেপি যোগদানের (BJP) পাপ মুক্ত করতে দণ্ডি কেটে এসে তৃণমূলে যোগদান (TMC Join)। আর এমনই অভিনব যোগদান কর্মসূচি দেখল দক্ষিণ দিনাজপুর জেলা।
West Bengal News Live: ফের সোনাপাচারকাণ্ডে পর্দাফাঁস
ফের সোনাপাচারকাণ্ডে পর্দাফাঁস।মায়ানমার থেকে কলকাতায় পাচারের আগেই শিলিগুড়ির কাছে পানকৌরি টোল প্লাজায় ধরা পরল ১৪ কেজি সোনা। যার বাজার মূল্য ৮ কোটি ৬১ লক্ষ ৪৬ হাজার টাকা। আটক ২। একজন পুরুষ একজন মহিলা।
WB News Live: কোচবিহারে বিজেপি বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ
কোচবিহারে বিজেপি বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ। আজ কোচবিহার এক নম্বর ব্লকে দলীয় কার্যালয়ের উদ্বোধনে গিয়েছিলেন। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। ফেরার পথে তাঁর গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অস্বীকার শাসক দলের। তৃণমূলের পাল্টা দাবি, এলাকায় আসেন না বিধায়ক। তার জেরেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি বিধায়ককে।
West Bengal News Live: 'শান্তি' ইস্যুতে কী বার্তা দিলীপের ?
দিলীপ ঘোষ এদিন বলেন,' এখানে যে সরকার চলছে, তারা চায় না শান্তি থাকুক। কারণ এতেই তাদের রাজনৈতিক লাভ।'
WB News Live:নিয়োগ দুর্নীতিতে ইডি-র চার্জশিটেই উঠে এল বিকাশ ভবনের নাম
নিয়োগ দুর্নীতিতে এবার ইডি-র চার্জশিটেই উঠে এল বিকাশ ভবনের নাম। রিষড়ায় অশান্তির কারণ নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিল, চন্দননগর পুলিশ কমিশনারেট