West Bengal News Live: জাতীয় শিক্ষা নীতি নয়, নিজস্ব শিক্ষানীতি আনছে রাজ্য
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: ঝালদার (Jhalda) কংগ্রেস (Congress) কাউন্সিলর তপন কান্দু হত্যার ঘটনায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। আজই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানানোর সম্ভাবনা। গত ৪ এপ্রিল সিবিআই-কে এই মামলার তদন্তভার দেয় বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ। ঝালদাকাণ্ডে গতকালই FIR দায়ের করে তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। আর গতকালই কংগ্রেস কাউন্সিলর খুনের প্রধান সাক্ষী ও প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তাঁর বাড়ি থেকে।
রাজ্যে শিক্ষকদের শূন্য পদ নিয়ে তুঙ্গে উঠল শাসক-বিরোধী তরজা। শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) জবাব দিয়ে শিক্ষামন্ত্রী (Education Minister) ব্রাত্য বসু ট্যুইটারে লিখেছেন, বিধানসভায় বিরোধী দলনেতার অতিরিক্ত প্রশ্নের উত্তরে যে সংখ্যার কথা তিনি জানিয়েছিলেন, তা আসলে শূন্য পদ নয়, পূর্ণ পদ। যা মোটের ওপর ৩ লক্ষ ৫৮ হাজার। কিছু দিন আগে পরিসংখ্যান তুলে ধরে বিরোধী দলনেতা ট্যুইট করেন, রাজ্যে শিক্ষকদের শূন্য পদ ৩ লক্ষ ৫৮ হাজার ৯২০।
না শোধরালে ফাঁড়িতে বেঁধে রাখব, তালা মেরে রাখব। এবার প্রকাশ্য সভা থেকে চোপড়ার রামগঞ্জ ফাঁড়ির ওসিকে হুমকি স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের। কটাক্ষ বিজেপির।
আদালতে গোপন জবানবন্দি দিলেন মৃত ছাত্রনেতা আনিস খানের বাবা। সালেম খানের পাশাপাশি এদিন উলুবেড়িয়া আদালতে গোপন জবানবন্দি দেন আনিসের দাদা ও দুই খুড়তুতো ভাই। যদিও আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন তাঁরা। আনিস কাণ্ড নিয়ে এদিনও বাগযুদ্ধে জড়িয়েছে শাসক ও বিরোধী শিবির।
রাজ্যসভায় বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হলেন অমিত শাহ। জে পি নাড্ডার কনভয়ে হামলার প্রসঙ্গ টেনে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, বাংলায় গেলে প্রাণ চলে যাবে। পাল্টা হাথরস, উন্নাওয়ের প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। আর কংগ্রেস কটাক্ষের সুরে বলছে, তৃণমূল-বিজেপি একই মুদ্রার এপিঠ-ওপিঠ।
West Bengal News Live: ৫৮ সেকেন্ড ধরে জাতীয় সঙ্গীত, বিজেপির বিরুদ্ধে থানায় তৃণমূল
৫২ সেকেন্ডের জাতীয় সঙ্গীত ৫৮ সেকেন্ড ধরে গাওয়া হয়েছে। এই অভিযোগে শুভেন্দু অধিকারী-সহ পাঁচ বিজেপি নেতার বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ জানাল তৃণমূল। গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির।
West Bengal News Live: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সংসদে প্রতিবাদ তৃণমূলের
মানুষের দুর্ভোগ বাড়িয়ে হু হু করে দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। আর এতেই অগ্নিমূল্য হচ্ছে বাজার। এই অবস্থায় কেন্দ্রকে বিঁধে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস। মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংসদ চত্বরে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। এই প্রেক্ষিতে রাজ্যকে তার কর কমানোর পরামর্শ দিয়েছে বিজেপি।
West Bengal News Live: প্রতিক্রিয়া জানিয়েছেন একাধিক শিক্ষাবিদ
শিক্ষাবিদ নৃসিংহ প্রসাদ ভাদুড়ি বলেন, 'আগেও মনে হয়েছে, যেভাবে কেন্দ্রীয় সরকার তৈরি করেছে তা প্রধানত আমেরিকার অনুকরণ হয়েছে। যে পদ্ধতিতে তৈরি হয়েছে সেটা এই দেশে হয় না।'
West Bengal News Live: ২ মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে কমিটি
২ মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে কমিটিকে। রিপোর্টের ভিত্তিতে তৈরি হবে রাজ্যের শিক্ষানীতি। জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
West Bengal News Live: ১০ সদস্যের কমিটি গঠন রাজ্য সরকারের
১০ সদস্যের কমিটি গঠন সরকারের। কমিটিতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। রয়েছেন সুগত বসু, সুরঞ্জন দাস, নৃসিংহপ্রসাদ ভাদুড়িও