West Bengal News Live : উত্তর ২৪ পরগনার হালিশহরে শুরু হল জেটিয়া উৎসব
West Bengal News Update : এখানে ক্লিক করে পড়ে নিন জেলা থেকে জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি।
LIVE
Background
এক নজরে আজকের শিরোনাম
১। টালিগঞ্জ, বেলঘরিয়া, গার্ডেনরিচের পর এবার খড়দায় টাকার পাহাড়। ফ্ল্যাট থেকে ৩২ লক্ষের হদিশ। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশের ম্যারাথন অভিযান। অধ্যাপক পরিচয়ে ফ্ল্যাট ভাড়া। বারাসাত-হাবড়ায় অফিস। তল্লাশিতে মিলল দক্ষিণ ভারতের কলেজের নথি। উদ্ধার ৩২ লক্ষ ভর্তির কমিশনের টাকা বলে সন্দেহ পুলিশের।
২। গরুপাচারের সিবিআই তদন্তে সিউড়ির সমবায় ব্যাঙ্কে অসংখ্য বেনামি অ্যাকাউন্টের হদিশ। লক্ষ লক্ষ টাকার লেনদেন, জানেনই না গ্রাহক!
৩। মৃতের নামে অ্যাকাউন্ট! কেউ নিম্নবিত্ত, কেউ নিরক্ষর, তাও সই করে অ্যাকাউন্টে লেনদেন। সই মেলাতে বিশেষজ্ঞদের ডাকছে সিবিআই। ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ।
৪। আঠেরোর পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ। শুভেন্দুর ঘাড়ে দায় ঠেলেও মানলেন হাওড়ার তৃণমূল বিধায়ক।
৫। শুভেন্দুর নির্দেশেই বিরোধীশূন্য, পাঁচলার তৃণমূল বিধায়কের অভিযোগে তোলপাড়। তৃণমূলে থাকতে পাপ, বিজেপিতে এসে প্রায়শ্চিত্ত, দাবি রাহুলের।
৬। শুভেন্দুর বিরুদ্ধে বয়ান নিতে হুমকি দিয়ে অত্যাচার করেছিল পুলিশ। জামিনে ছাড়া পেয়েই বিস্ফোরক কাঁথি পুরসভার ঠিকাদার। এরকম কিছু ঘটেনি, দাবি এসডিপিও-র।
৭। বিধায়কের পর এবার ব্লক সভাপতি। আবাস-বিতর্কে ফের তৃণমূল নেতার নিশানায় বিডিও।
৮। দোতলা পাকা বাড়ি, তাও আবাস তালিকায় নাম! মালদায় কেন্দ্রীয় দলের সামনেই দুর্নীতি ফাঁস!
৯। মালদায় আবাসের তালিকা ধরে খোঁজ কেন্দ্রীয় দলের। যাঁরা ঘর পেয়েছেন তাঁদের সঙ্গে কথা। আবেদন করেছেন কিনা, প্রশ্ন কাঁচাবাড়ির মালিকদের।
WB News Live : উত্তর ২৪ পরগনার হালিশহরে শুরু হল জেটিয়া উৎসব
উত্তর ২৪ পরগনার হালিশহরে শুরু হল জেটিয়া উৎসব। উৎসবে থাকছে সাংসকৃতিক অনুষ্ঠান, পাখি প্রদর্শনী, অঙ্কন প্রতিযোগিতা থেকে অসংখ্য বিনোদের ব্যবস্থা। চলবে ১৪ তারিখ পর্যন্ত।
WB Weather Updates: আমরাও চাই বিরোধীরা দু-একটি আসন পাক, বললেন ব্রাত্য
'আমরাও চাই বিরোধীরা দু-একটি আসন পাক। সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচন চায় তৃণমূল কংগ্রেস। মানুষ বিরোধীদের ভোট না দিলে আমরা কী করব,' কটাক্ষ ব্রাত্য বসুর।
Awas Yojana: আবাস-দুর্নীতিতে সমান দায়ী বিডিও-রাও, বললেন শ্যামপুরের তৃণমূল বিধায়ক
আবাস-দুর্নীতিতে সমান দায়ী বিডিও-রাও। বিস্ফোরক মন্তব্য করলেন হাওড়ার শ্যামপুরের তৃণমূল বিধায়ক। সরকারি আধিকারিকরা সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্যই এসব করেছেন বলে অভিযোগ করে তাঁর দাবি, কৈফিয়ত দিতে হলে বিডিও দিন। নিজেরা দুর্নীতি করে বিডিওর ঘাড়ে দোষ চাপাচ্ছে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।
WB Weather Updates: মমতা-অভিষেক সব, কাউন্সিলর, বিধায়ক, সাংসদ, কেউ কিছু নয়, বললেন তৃণমূল নেতা
'কোম্পানির নাম তৃণমূল কংগ্রেস। ব্র্যান্ডের নাম মমতা বন্দ্যোপাধ্য়ায়', মন্তব্য হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর। 'মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেকের নেতৃত্বে চলছে বাংলা। কাউন্সিলর, বিধায়ক, সাংসদ, কেউ কিছু নয়। সবাই ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ,' মন্তব্য তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর।
WB News Live : স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে
স্কুল ছুটি দিয়ে প্রধান শিক্ষকদের রাজ্য সম্মেলনের আয়োজন করার অভিযোগ উঠল মুর্শিদাবাদের বহরমপুরে। প্রতিবাদ করায়, স্কুলেরই এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন শাসক-নেতা। উল্টে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন প্রধান শিক্ষক।