West Bengal News Live: ধনধান্য প্রেক্ষাগৃহে যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
লোকসভা ভোটের প্রচারের ঢাকে কাঠি। সুপার সানডেতে ব্রিগেডে DYFI-এর শক্তি প্রদর্শন। নবীন-প্রবীণ বিতর্কের মুখে পৈলানে অভিষেক। নেতাইয়ে শুভেনদুর শহিদ-স্মরণ।
শিক্ষা থেকে রেশন, দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ করে হুঙ্কার মীনাক্ষীর।
তৃণমূল-বিজেপিকে নিশানা সেলিমের। ৫০ বছরেও ক্ষমতায় আসতে পারবেন না, কটাক্ষ কল্যাণের। বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি, খোঁচা শুভেন্দুর।
নবীন-প্রবীণ বিতর্কের মধ্যেই অবস্থানে অনড় অভিষেক।
বয়স-বিতর্কে সংঘাতের জল্পনা খারিজ অভিষেকের।
লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে যেই দাঁড়াক না কেন, অসুবিধা নেই। নাম না করে শুভেনদু-নৌশাদকে চ্যালেঞ্জ অভিষেকের। বিজেপি ওকে হারাবেই, পাল্টা বিরোধী দলনেতা।
সরকারের আগেই ভোটের মুখে ডায়মন্ড হারবারে বার্ধক্যভাতা চালু অভিষেকের। ৭৬ হাজারেরও বেশি প্রবীণকে মাসে হাজার টাকা দেওয়ার ঘোষণা।
ডায়মন্ড হারবারে ৭৬ হাজারেরও বেশি প্রবীণকে অভিষেকের ভাতা। উৎস নিয়েই প্রশ্ন শুভেন্দুর। কয়লা-বালি চুরির টাকা, অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগ।
West Bengal News Live: ইডি-র উপর হামলার ৩ দিন পরেও ধরাছোঁয়ার বাইরে শেখ শাহজাহান
ইডি-র উপর হামলার ৩ দিন পরেও ধরাছোঁয়ার বাইরে শেখ শাহজাহান। জানি না কোথায়, দাবি তৃণমূল নেতার ভাইয়ের। এলাকাতেই আছেন, ধোঁয়াশা বাড়িয়ে দাবি, শাসক বিধায়কের।
WB News Live Updates:গঙ্গাসাগরে মেলার আগের পরিস্থিতি পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আজ থেকে দু’দিনের জন্য গঙ্গাসাগরে মেলার আগের পরিস্থিতি পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। দুপুরে সাগর হেলিপ্যাডে নামেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ভারত সেবাশ্রমে যাবেন। এরপর কপিল মুনির মন্দিরে গিয়ে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাতে গঙ্গাসাগরেই থাকবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল যাবেন জয়নগরে। সেখানে প্রশাসনিক সভা রয়েছে। সভা সেরে কালই কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর।
West Bengal News Live: পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননার মামলায় ক্ষমা চাইলেন রাজীব সিন্হা
পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননার মামলায় ক্ষমা চাইলেন তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা
WB News Live Updates: এসএসকেএম হাসপাতালে বসে চিঠি কি জ্যোতিপ্রিয় মল্লিকই লিখেছিলেন?
এসএসকেএম হাসপাতালে বসে চিঠি কি জ্যোতিপ্রিয় মল্লিকই লিখেছিলেন?
ইডি-র দাবি, জেরায় চিঠি লেখার কথা স্বীকার করেছেন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী
ইডি সূত্রে খবর, এবার সেই চিঠির লেখা আর জ্যোতিপ্রিয়র হাতের লেখা মিলিয়ে দেখতে চায় কেন্দ্রীয় এজেন্সি
হাতের লেখা মেলাতে তারা হ্যান্ড রাইটিং বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে
হাসপাতালে চিঠি লেখার কথা স্বীকার করলেও, পরে বয়ান বদলাতে পারেন জ্যোতিপ্রিয়, আশঙ্কা ইডি-র
তাই হাতের লেখা মিলিয়ে তথ্য প্রমাণ নিজেদের হাতে রাখতে চায় ইডি, খবর সূত্রের
West Bengal News Live: ইডি-র উপর হামলার ৩ দিন পরেও ধরাছোঁয়ার বাইরে শেখ শাহজাহান
ইডি-র উপর হামলার ৩ দিন পরেও ধরাছোঁয়ার বাইরে শেখ শাহজাহান
জানি না কোথায়, দাবি তৃণমূল নেতার ভাইয়ের
এলাকাতেই আছেন, ধোঁয়াশা বাড়িয়ে দাবি শাসক বিধায়কের