West Bengal News Live Updates: লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিত্ সিংহের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর
West Bengal Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
কলকাতা: বোলপুরে (Bolpur) আরও এক রাইস মিলে সিবিআই (CBI)। সওয়া চার ঘণ্টার তল্লাশি। উদ্ধার নথি। মিলের মালিকানা নিয়ে ধন্দ। সরকারি প্রকল্পের জন্য যেত অতি নিম্নমানের চাল, অভিযোগ প্রাক্তন কর্মীর।
বুধবার অনুব্রত মণ্ডলকে আদালতে তোলার আগে, দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) বোলপুরের ফ্ল্যাটে তৃতীয়বার সিবিআই। সঙ্গে ব্যাঙ্ক আধিকারিক। অ্যাক্সিস ব্যাঙ্কে গিয়েও খোঁজ। নজর ৭টি ব্যাঙ্কের ১৮টি অ্যাকাউন্টে।
গরু পাচারের টাকায় অনুব্রতর বিপুল সম্পত্তি। তালিকায় চালকল, ক্র্যাশার, জমি, বাড়ি, হোটেল। ২০১৪ থেকে মণ্ডল পরিবারের আয় রকেট গতিতে বৃদ্ধি, আদালতে রিপোর্ট সিবিআইয়ের।
অন্ত্যোদয় যোজনার চাল গিয়েছিল ভোলে ব্যোম রাইস মিল থেকে। ২০১৮’য় অভিযোগ মুকুল রায়ের (Mukul Roy)। ওঁর সঙ্গে কথা বলুক সিবিআই, এবিপি আনন্দে বললেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।
দুর্নীতির অভিযোগ তোলায় ৭ বছর আগে সাসপেন্ড। তখন তাঁর কথায় গুরুত্ব দিলে, অনুব্রতর এই অবস্থা হতো না। দুর্নীতি নিয়ে ফের বিস্ফোরক তৃণমূলে ফেরা প্রাক্তন বিধায়ক স্বপনকান্তি ঘোষ।
২ মাসে এই নিয়ে তিনবার। কলকাতায় আসার পথে মারিশদায় শুভেন্দুর কনভয়ে থাকা গাড়ি ফের দুর্ঘটনার কবলে। ট্রাকের সঙ্গে ধাক্কা কনভয়ের পিছনে থাকা গাড়ির।
তিন মাসের সময়সীমা পেরোলেও কেন মেলেনি ডিএ? রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের সরকারি কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের। ২৫ অগাস্ট শুনানির সম্ভাবনা।
এবার পুজো অনুদান বেড়ে ৬০ হাজার টাকা। পুজোর বিদ্যুত্ বিলে ৬০ শতাংশ ছাড়। ঘোষণা মুখ্যমন্ত্রীর। টাকা নেই বলে ডিএ বাদ, ভোট বাঁচাতে অনুদান, কটাক্ষ বিরোধীদের।
তৃণমূলের সবাইকে চোর বললে শিক্ষা দেব, হুঁশিয়ারি সৌগতর। চোরকে তো চোরই বলবে, পাল্টা সুকান্ত। মনে হয় ঘুসি মেরে মুখ ভেঙে দিই, আক্রমণ শোভনদেবের। পয়েন্ট বাড়ানোর চেষ্টা, খোঁচা বিরোধীদের।
নারকেলডাঙাকাণ্ডে গ্রেফতার ৮। জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের। নতুন ধারা যুক্ত করে অন্যায় করেছেন। পুলিশকে হুঁশিয়ারি মেয়র পারিষদের।
হেস্টিংসে রাজ্য বিজেপির বৈঠকে উঠল সিএএ ইস্যু। ২০২৪-এর মধ্যেই হবে, আশ্বাস মালব্যর। জনমত তৈরিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরামর্শ।
ভুয়ো সরকারি বিল ছাপিয়ে বীরভূমে পাথরবোঝাই লরি থেকে তোলাবাজির অভিযোগ। ৪ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট জমার নির্দেশ হাইকোর্টের। ১ নভেম্বর ফের শুনানি।
দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি। ধন্যবাদ জানাতে ১ সেপ্টেম্বর মিছিল, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ৮ অক্টোবর কলকাতায় পুজো কার্নিভাল। এবার পুজো কার্নিভাল হবে জেলাতেও।
West Bengal News Live Updates: বেলেঘাটায় বিস্ফোরণে জখম ব্যক্তিকে নিয়ে এভাবেই ছোটাছুটি করলেন পরিবারের লোকজন
কলকাতা থেকে ক্যানিং। আবার সেখান থেকে কলকাতায়। বেলেঘাটায় বিস্ফোরণে জখম ব্যক্তিকে নিয়ে এভাবেই ছোটাছুটি করলেন পরিবারের লোকজন। সোমবার গভীর রাতে NRS হাসপাতাল থেকে রোগীকে ক্যানিং নিয়ে যান তাঁরা। কিন্তু জেলার নার্সিংহোম ফিরিয়ে দেওয়ায়, ফের SSKM-এ ভর্তি করা হয় তাঁকে।
West Bengal News Live: আসন্ন পঞ্চায়েত ভোটে কি স্বচ্ছ ভাবমূর্তিই তুলে ধরতে মরিয়া তৃণমূল?
আসন্ন পঞ্চায়েত ভোটে কি স্বচ্ছ ভাবমূর্তিই তুলে ধরতে মরিয়া তৃণমূল? সূত্রের খবর, আজ দলীয় বৈঠকে তমলুক, কাঁথি ও পশ্চিম বর্ধমানের তৃণমূল নেতাদের কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ২-৪টে আসন কম হলেও ভোটে গা জোয়ারি করা যাবে না। প্রার্থী নির্বাচনে গুরুত্ব পাবে স্বচ্ছ ভাবমূর্তি। তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
West Bengal News Live Updates: বারাসাতে বিজেপি। নিমতৌড়িতে বামেরা
বারাসাতে বিজেপি। নিমতৌড়িতে বামেরা। বিরোধী শিবিরের আইন অমান্য কর্মসূচি ঘিরে তপ্ত হয়ে উঠল রাজ্যের দুই প্রান্ত। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতে বাঁধল ধুন্ধুমার। ধস্তাধস্তি, লাঠিচার্জ, জলকামান, কাঁদানে গ্যাস, বাদ রইল না কিছুই!>>
West Bengal News Live: খুনের সুপারি দেওয়া হয়েছে, অভিযোগ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভার উপ পুর প্রশাসকের
খুনের সুপারি দেওয়া হয়েছে বলে সতর্ক করে বাড়িতে পাঠানো হয়েছে চিঠি, এমনই দাবিতে থানায় অভিযোগ দায়ের করলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভার উপ পুর প্রশাসক। তাঁর দাবি, এর নেপথ্যে বিরোধীদের হাত অথবা তাঁর নিজের দলের একাংশের চক্রান্ত থাকতে পারে। দলীয় চক্রান্ত নেই দাবি করেছে তৃণমূল। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, কটাক্ষ করেছে বিজেপি।
West Bengal News Live Updates: লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিত্ সিংহের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর
‘পাচারের টাকায় নেপালে মেডিক্যাল কলেজ লাভপুরের তৃণমূল বিধায়কের’। অভিজিত্ সিংহের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর। প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব, পাল্টা চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের।