West Bengal News Live Updates: সমবায় নির্বাচন ঘিরে উত্তেজনা এগরায়
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
ভাঙড়ে তৃণমূল (TMC)-আইএসএফ (ISF) সংঘর্ষ-বোমাবাজি। আঁচ পড়ল কলকাতায়। ধর্মতলায় আইএসএফের অবরোধ হঠাতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ।
আইএসএফের অবরোধে ধর্মতলায় ধুন্ধুমার। নৌশাদকে টেনে-হিঁচড়ে তোলা হল প্রিজন ভ্যানে। পাল্টা ইটবৃষ্টি, পুলিশকে তাড়া আইএসএফের। ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাস।
ধর্মতলায় খণ্ডযুদ্ধ। আহত একাধিক আইএসএফ কর্মী। হেয়ার স্ট্রিট থানার ওসি-সহ ১৯ পুলিশকর্মী জখম। ভাঙচুর কিয়স্কেও। এবিপি আনন্দর চিত্রসাংবাদিকও আক্রান্ত।
ভাঙড়ের (Bhangar) আঁচ ধর্মতলায়। গ্রেফতার নৌশাদ সিদ্দিকি-সহ ১৭ জনের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ ১৪টি ধারায় মামলা কলকাতা পুলিশের (Kolkata Police)। ধৃতদের কাল ব্যাঙ্কশাল কোর্টে পেশ।
ফের অশান্ত ভাঙড়। পতাকা লাগানো নিয়ে বিবাদ। দফায় দফায় তৃণমূল-আইএসএফ সংঘর্ষ-বোমাবাজি। পুড়ল তৃণমূলের অফিস। নৌশাদের গাড়ি ভাঙচুর।
নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ইডির (ED) হাতে গ্রেফতার যুব তৃণমূল নেতা। ১৯ নয়, ৩০ কোটি টাকা ঘুষ নিয়েছেন কুন্তল ঘোষ। সব হিসেব লেখা ফ্ল্যাটে পাওয়া ডায়েরিতে, আদালতে দাবি ইডির।
৩ ফেব্রুয়ারি পর্যন্ত যুব তৃণমূল নেতার ইডি হেফাজত। (কুন্তল- আমার বিরুদ্ধে চক্রান্ত তাপসের। তাপস- নিজেকে বাঁচাতে ভিত্তিহীন অভিযোগ কুন্তলের।
তেলাপিয়া ধরা পড়ছে রুই-কাতলা কই, প্রশ্ন বিজেপির (BJO)। একটা প্রজন্মকে ধ্বংস করেছে তৃণমূল, আক্রমণে বামেরা। দ্রুত তদন্ত শেষ হোক, দাবি তৃণমূলের।
নিয়োগ-দুর্নীতি মামলায় উপেন বর্ণিত রঞ্জনকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের (CBI)। চাওয়া হয়েছে ব্যাঙ্কের নথি। মুখ খুললেন এবিপি আনন্দে।
মুর্শিদাবাদে (Murshidabad) অন্যের নিয়োগপত্র জাল করে চাকরির অভিযোগ। হাইকোর্টের নির্দেশে তদন্তে সিআইডি। ডিআই-সহ ৪ জনকে জিজ্ঞাসাবাদ। শিলিগুড়িতে চাকরি-প্রতারণার অভিযোগে ধৃত শিক্ষক।
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে নন্দীগ্রামে (Nandigram) তৃণমূলের মিছিলেও প্রকাশ্যে দলীয় কোন্দল। ব্লক সভাপতিকে আক্রমণ অঞ্চল সভাপতির। কোন্দল নিয়ে কটাক্ষ বিজেপির।
হাইকোর্টের (High Court) নির্দেশে ঝালদায় পুরপ্রধানের দায়িত্ব নিলেন কংগ্রেসের পূর্ণিমা কান্দু। ৫ তৃণমূল কাউন্সিলরের একজনও হাজির হলেন না পুরসভায়।
ভাটপাড়ায় বোমার ভাণ্ডারের হদিশ। পরিত্যক্ত কুয়োয় মিলল ২০০ কৌটো বোমা। নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড।
West Bengal Live News: সমবায় নির্বাচন ঘিরে উত্তেজনা এগরায়
সমবায় নির্বাচন ঘিরে উত্তেজনা এগরায়। উদ্ধবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ঘিরে উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে উদ্ধবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে জয়ী তৃণমূল। ৫২টি আসনের মধ্যে ২৭টিতে জয় তৃণমূলের, বাম-বিজেপি 'জোটের' ঝুলিতে ২৫টি আসন।
WB News Live Update: 'আমি নামমাত্র বিধায়ক, কোনও সাংগঠনিক ক্ষমতা দেওয়া হয়নি', আক্ষেপ নানুরের তৃণমূল বিধায়কের
'আমি নামমাত্র বিধায়ক, কোনও সাংগঠনিক ক্ষমতা দেওয়া হয়নি'। আক্ষেপের সুরে মন্তব্য নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝির। 'নানুরের প্রত্যেকটা অঞ্চলে আলাদা আলাদা পর্যবেক্ষক আছেন'। 'ঠিকাদার কাজ পাবেন কিনা, ঠিক করেন সেই পর্যবেক্ষকরাই'। 'আমার কোনও দায় নেই, কিন্তু তার দায় বইতে হচ্ছে'। আক্ষেপের সুরে মন্তব্য নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝির। দিদির দূত কর্মসূচিতে গিয়ে একাধিকবার বিক্ষোভের মুখে পড়েছেন নানুরের বিধায়ক। তারপরই বিস্ফোরক মন্তব্য নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝির।
West Bengal Live News:কমেনি ভাঙড়ের উত্তাপ, আরাবুলের বাড়ির অদূরে উদ্ধার বোমা, কার্তুজ সহ আগ্নেয়াস্ত্রও
কমেনি ভাঙড়ের উত্তাপ। আরাবুলের বাড়ির অদূরে উদ্ধার বোমা, কার্তুজ সহ আগ্নেয়াস্ত্রও। গ্রেফতার ৩ আইএসএফ কর্মী। দীর্ঘক্ষণ পর বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড।
WB News Live Update:নিয়োগ-দুর্নীতির তদন্তে উঠে এল আরও একজনের নাম
নিয়োগ-দুর্নীতির তদন্তে উঠে এল আরও একজনের নাম। যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখে গোপাল দলপতির নাম। তিনি চিটফান্ড মামলায় এখন তিহাড় জেলে বন্দি। ভূপতিনগরে গোপালের বাড়িতে পৌঁছে গেছে এবিপি আনন্দ। কী বলছেন গোপালের বাবা, শুনুন।
West Bengal Live News: দিদি-মাকে খুনের অভিযোগ, গ্রেফতার যুবক
দিদি-মাকে খুনের অভিযোগ, গ্রেফতার যুবক। আলিপুরদুয়ারের বীরপাড়ায় গ্রেফতার যুবক। দিদি-মাকে রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। জেরায় খুনের কথা স্বীকার যুবকের, জানাল পুলিশ